Image
MCQ
3021. 'যে উপকারীর অপকার করে' তাকে এক কথায় বলে-
অকৃতজ্ঞ
কৃতঘ্ন
অপকারী
শত্রুঘ্ন
3022. 'বাহুতে ভর করে চলে যে'-
সব্যসাচী
বুভুক্ষা
ভুজঙ্গ
বাহুঙ্গ
3024. 'অনূঢ়া' কোনটির বাক্য সংকোচন?
যে নারীর কোনো সন্তান হয় না
যে নারী বীর সন্তান প্রসব করে
যে নারীর সন্তান বাঁচে না
যে মেয়ের বিয়ে হয়নি
3025. ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি / যিনি ইতিহাস জানেন-
ইতিহাসবেত্তা
ঐতিহাসিক
ইতিহাসবিদ
ইতিহাস রচয়িতা
3026. উপকারীর অপকার করে যে-
কৃতজ্ঞহীন
অকৃতজ্ঞ
কৃতঘ্ন
অপকারী
3027. যে প্রবীণ নয়, তাকে এক কথায় কি বলে?
বৃদ্ধ
নবীন
শিশু
যুবতী
3028. 'আকাশ ও পৃথিবীর অন্তরালোকে' এক কথায় বলে?
ক্রন্দসী
রোদসী
আমশি
অতলস্পর্শী
3029. 'তিন মোহনার মিলন যেখানে' এক কথায় কী হবে?
তিন মোহনা
ত্রয়ী
ত্রিমোহনা
তেমোহনা
3030. যাদের বসতবাড়ি আছে কিন্তু কৃষি জমি নেই, তাদের কী বলে?
বর্গা চাষী
ক্ষুদ্র চাষী
ভূমিহীন চাষী
প্রান্তিক চাষী
3031. 'যা বলা হবে' এর বাক্য সংকোচন কোনটি?
উক্ত
বক্তব্য
ভবিতব্য
অনুমিত
3032. 'যে রোগ নির্ণয়ে হাতড়ে মরে' এক কথায় কী হবে?
অনভিজ্ঞ
অরিন্দম
হাতুড়ে
ওষধি
3033. 'যা চুষে খাওয়া হয়'-
লেহা
চুষ্য
চর্ব্য
পেয়
3034. 'যা বলা উচিত নয়' কোন শব্দের বিস্তৃত?
কুকথ্য
অকথ্য
অসত্য
অযোগ্য
3035. মুক্তি পেতে ইচ্ছুক' এক কথায় কী হবে?
মুমুক্ষু
মুমূক্ষু
মুমূক্ষূ
মুমুক্ষা
3036. 'যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ' এক কথায় কি হবে?
স্বাপদসংকুল
শ্বাপদসংকুল
জঙ্গল
শ্বাদল
3038. 'যিনি ভাল ব্যাকরণ জানেন' এক কথায় কি হয়?
ব্যাকরণবিদ
ব্যাকরণ বিশেষজ্ঞ
বৈয়াকরণ
বৈয়াকরণিক
3039. 'দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন' এক কথায়-
সায়াহ্ন
প্রদোষ
অপরাহ
গোধূলি
3040. এক কথায় প্রকাশ কর: 'দিন ও রাতের সন্ধিক্ষণ'-
পূর্বাহ্ণ
সায়াহ্ন
গোধূলি
অপরাহ