Image
MCQ
3041. Inertia force এবং surface tension-এর অনুপাতকে কী বলে?
Mach number
Reynolds number
Weber's number
Froude number
3043. পানিকে 0.314 m³/s হারে 43m উঁচুতে উঠাতে কত ক্ষমতার pump প্রয়োজন? (p = 9790 N/m²)
132 Watt
132 HP
132 kW
132000 kW
3045. Coulomb failure envelope সমতলের সাথে যে কোণ তৈরি করে, তাকে কী বলে?
Angle of repose
Angle of internal friction
Angle of incidence
Angle of attack
3046. ক্যান্সার রোগের কারণ কী?
কোষের অস্বাভাবিক মৃত্যু
কোষের অস্বাভাবিক বৃদ্ধি
কোষের অস্বাভাবিক জমাট বাঁধা
উল্লিখিত সবগুলোই
3047. একটি 5 day BOD test DO 2.5 mg/L হ্রাস পেল। Sample যদি 100 গুণ dilution করা হয়ে থাকে, তাহলে BOD₃ = ?
50 mg/L
100 mg/L
150 mg/L
250 mg/L
3048. বিদ্যুৎ বিলের হিসাব কীভাবে করা হয়?
ওয়াট আওয়ারে
ভোল্টে
ওয়াটে
কিলোওয়াট আওয়ারে
3049. ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে উঠে তা কী দিয়ে তৈরি হয়?
এলইডি
আইসি
এলসিডি
সিলিকন চিপ
3050. WHO Guideline অনুযায়ী খাবার পানিতে আর্সেনিকের গ্রহণযোগ্য মানমাত্রা কত?
5ppb
50ppb
10ppb
20pph
3052. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন্ ধাতু দিয়ে তৈরি?
সংকর
টাংস্টেন
সিসা
তামা
3053. Column-এর ক্ষেত্রে কতটুকু Clear cover দিতে হয়?
< bar dia
≯ bar dia
≯ bar dia অথবা ≯ 40 mm
40 mm
3054. রেফ্রিজারেটরের কম্প্রেসরের কাজ কী?
ক্রেয়নকে ঘনীভূত করা
ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা
ফ্রেয়নকে সংকুচিত করে এর তাপ ও তাপমাত্রা বাড়ানো
ফ্রেয়নকে ঠান্ডা করা
3058. কোন ইঞ্জিনে কার্বোরেটর থাকে?
বিমান ইঞ্জিনে
রকেট ইঞ্জিনে
ডিজেল ইঞ্জিনে
পেট্রোল ইঞ্জিনে