MCQ
3081. হাই-টেক পার্ক কোথায় অবস্থিত?
খুলনা
বাগেরহাট
সিলেট
কালিয়াকৈর
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: কালিয়াকৈর-এ হাই-টেক পার্ক অবস্থিত। এটি ২৩২ একর জমি নিয়ে প্রতিষ্ঠিত। ২০৩০ সালে হাই-টেক পার্ক থেকে ১০ হাজার কোটি টাকার। সফটওয়্যার রপ্তানি সম্ভব হবে।
3082. 'কনসার্ট ফর বাংলাদেশ' কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
কলকাতা
ওয়াশিংটন
লন্ডন
নিউইয়র্ক
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ারে ১ আগস্ট ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আর্থিক সহায়তার জন্য অনুষ্ঠিত হয়েছিল "কনসার্ট ফর বাংলাদেশ।" এতে বব ডিলান, জর্জ হ্যারিসন, পণ্ডিত রবিশংকর অংশগ্রহণ করেন।
3083. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
৬.১৫ কিমি
৬.৩৫ কিমি
৫.৩ কিমি
৫.৭৫ কিমি
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিমি। এর প্রস্থ ১৮.১০ মিটার। এর মোট পিলার ৪২টি। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু।
3084. জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে?
প্রধানমন্ত্রী
স্পিকার
রাষ্ট্রপতি
চীফহুইপ
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: সংবিধানের ৭২ নং অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি সংসদ আহ্বান, স্থগিত এবং ভেঙে দিতে পারেন। উল্লেখ্য, রাষ্ট্রপতি নিয়োগ হন ৪৮নং অনুচ্ছেদ অনুসারে।
3085. মুক্তিযুদ্ধকালে দেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়?
১০টি
১১টি
১২টি
১৪টি
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১৯৭১ সালে সংঘটিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচালনায় অস্থায়ী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশের সমগ্র ভূখণ্ডকে ১১টি যুদ্ধক্ষেত্র বা সেক্টরে ভাগ করা হয়।
3086. বাংলাদেশে নদীবন্দর কয়টি?
২০টি
৩৫টি
৪০টি
৪৫টি
3087. সংবিধানের কয়টি কয়টি সংশোধনী হয়েছে?
১৪টি
১৫টি
১৬টি
১৭টি
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: সংবিধানে মোট ১৭টি সংশোধনী হয়েছে। ৮ আগস্ট ২০১৮ সালে সংবিধানের ১৭তম সংশোধনী হয়। উল্লেখ্য, সংবিধানের ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।
3088. BSTI মানে কী?
British Standerd Testing Instrument
British Standard Testing Institute
Bangladesh StandardsInstitution Testing
Bangladesh Standards and Testing Instrument
3089. বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি?
মেহেরপুর
নারায়ণগঞ্জ
মাগুরা
পঞ্চগড়
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে নারায়ণগঞ্জ সবচেয়ে ছোট জেলা। নারায়ণগঞ্জ জেলার আয়তন ৬৮৩.১৪ বর্গকিমি।
3090. বাংলাদেশ ক্রিকেটে টেস্ট স্ট্যাটাস কোন সালে পায়?
১৯৯৮ সালে
১৯৯৯ সালে
২০০০ সালে
২০০২ সালে
3091. আগরতলা ষড়যন্ত্র মামলার আসামির সংখ্যা কয়জন ছিল?
২০ জন
২৫ জন
৩০ জন
৩৫ জন
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১৯৬৮ সালের ৩ জানুয়ারি বঙ্গবন্ধুসহ ৩৫ জনকে আগরতলা ষড়যন্ত্রের আসামি করা হয়। এর উল্লেখযোগ্য কয়েকজন আসামি বঙ্গবন্ধু শেখ মুজিব, মোয়াজ্জেম হোসেন। মামলা নিষ্পত্তি হয় ২২ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে।
3092. কোন বাংলাদেশি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ছিলেন?
হুমায়ুন রশীদ চৌধুরী
এসএএমএস কিবরিয়া
শফি সামী
এ.কে. আবদুল মোমেন
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশি সভাপতি। তিনি জাতিসংঘের ২৯তম অধিবেশনে অর্থাৎ ১৯৭৪ সালে সভাপতিত্ব করেন।
3093. সূর্যোদয়ের দেশ কোনটি?
চীন
জাপান
রাশিয়া
যুক্তরাষ্ট্রে
3094. বাংলাদেশে গ্যাসক্ষেত্রের সংখ্যা কত?
২৫টি
২৪টি
২৬টি
২৮টি
3095. ঐতিহাসিক ছয় দফা কোথায় ঘোষণা করা হয়?
ঢাকা
লন্ডন
চট্টগ্রাম
লাহোর
3096. এশিয়া মহাদেশের রাষ্ট্রের সংখ্যা কত?
৩৩টি
৪৩টি
৪২টি
৩৬টি
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া, যাতে বিশ্বের মোট ৬০% মানুষ তথা ৪৩০ কোটি মানুষ বসবাস করে। এতে মোট ৪৪টি স্বাধীন রাষ্ট্র রয়েছে এবং অমীমাংশিত ৫টি দেশ
3097. বাখরাবাদ গ্যাসক্ষেত্র কোন উপজেলায় অবস্থিত?
মুরাদনগর
বাঞ্ছারামপুর
হোমনা
নবীনগর
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: কুমিল্লা জেলার মুরাদনগরে বাখরাবাদ গ্যাসক্ষেত্র অবস্থিত। ১৯৬৯ সালে এটি আবিষ্কৃত হয়। এ গ্যাসক্ষেত্র থেকে মোট উত্তোলনযোগ্য গ্যাসের ৫৮.৭৪% উত্তোলন করা হচ্ছে।
3098. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কোন্ দেশে তৈরি?
যুক্তরাষ্ট্র
জার্মানি
ফ্রান্স
ভারত
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ তৈরি করে। যুক্তরাষ্ট্রের কেপ কেনেডি থেকে ১২ মে ২০১৮ সালে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। বাংলাদেশ বিশ্বের ৫৭তম স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ।
3099. কোন দেশের পতাকা অর্ধনমিত হয় না?
যুক্তরাজ্য
রাশিয়া
যুক্তরাষ্ট্র
সৌদি আরব
3100. রূপপুর পারমাণবিক প্রকল্পটি কোন্ জেলায় হচ্ছে?
কুষ্টিয়া
পাবনা
বগুড়া
ঢাকা
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
ব্যাখ্যা: ব্যাখ্যা: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামে স্থাপন করা হয়। ২০১৩ সালে এর কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 2400 MW।