MCQ
19901. তরল পদার্থের উপরিতলের চাপের তীব্রতা-
শূন্য
বেশি
কম
সমান
19902. 'd' ব্যাসবিশিষ্ট একটি বৃত্তাকার পাইপের 'Hydraulic mean depth'- [PWD-2000, BPSC-20]
d
d/2
d/4
d/6
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'Hydraulic mean depth' , R= πd^(2 ) / 4 / πd^ = d/4
19903. নিচের কোনটি ১ টর প্রেসারের পরিমাপ? [BGFCL-20]
১ মিলিমিটার মার্কারি
১০০ কেজি মিটার
১ নিউটন
১ অ্যাটম প্রেসার
কোনোটিই নয়
19904. কীসের ওপর তরলের গতি নির্ভর করে?
কৈশিকতা
পৃষ্ঠটান
সান্দ্রতা
প্রবাহ
ব্যাখ্যা: সান্দ্রতা : তরলের দুটি তলে অনুভূত শিয়ার পীড়ন প্রতিরোধের ক্ষমতাকে তরলের সান্দ্রতা বলে। সান্দ্রতা প্রবাহীর হার নিয়ন্ত্রণ করে। সান্দ্রতার উপর তরলের গতি নির্ভর করে। তা ছাড়া তাপমাত্রার উপর সান্দ্রতার প্রভাব রয়েছে। তাপমাত্রা বাড়লে তরল পদার্থের সান্দ্রতা (Viscosity) হ্রাস পায় এবং তাপামাত্রা বাড়লে গ্যাসের সান্দ্রতা (Viscosity) বৃদ্ধি পায়।
19905. প্রতি একক ক্ষেত্রের ওপর যে বল ক্রিয়া করে, তাকে বলে-
চাপ
তীব্রচাপ
তাপ
নিম্নচাপ
ব্যাখ্যা: ব্যাখ্যা: চাপ: কোনো পদার্থের প্রতি একক ক্ষেত্রে প্রযুক্ত বলকে চাপ বলে।
চাপ, P = প্রযুক্ত বল (F)/ক্ষেত্রফল (A)
19906. Pressure gauge দ্বারা যে চাপ মাপা হয়, তার নাম-
বায়ুমণ্ডল সংক্রান্ত চাপ
Gauge pressure
সুনিশ্চিত চাপ
গড় চাপ
19907. তরল পদার্থের তলদেশের চাপের তীব্রতা-
সমান
কম
শূন্য
বেশি
ব্যাখ্যা: ব্যাখ্যা: আমরা জানি, তরল পদার্থের চাপের তীব্রতা এর গভীরতার সমানুপাতিক। অর্থাৎ, এর গভীরতা যত বৃদ্ধি পাবে চাপের তীব্রতাও তত বৃদ্ধি পাবে। তাই তরল পদার্থের তলদেশে চাপের তীব্রতা সর্বাধিক এবং উপরিতলে উচ্চতা হওয়ায় সেখানে চাপের তীব্রতাও শূন্য।
19908. নিচের কোনটি ফ্লুইড নয়?
তেল
তাপ
গ্যাস
স্টিল
19909. বাতাস একটি সংকোচনশীল পদার্থ; সেজন্য বিভিন্ন উচ্চতায় এর-
চাপ ভিন্ন
ঘনত্ব ভিন্ন
আয়তন ভিন্ন
কোনোটিই নয়
19910. দুই বিন্দুর পিজোমেট্রিক লেভেলের পার্থক্যকে কী বলে? [LGED-19]
পজিশন হেড
কও খ উভয়ই
কোনোটিই নয়
হাইড্রোলিক হেড
ব্যাখ্যা: ব্যাখ্যা: প্রবাহির দুই বিন্দুর উল্লম্ব দূরত্বের পার্থক্যকে পজিশন হেড বলে।
19911. তাপমাত্রা বৃদ্ধিতে তরল পদার্থের সান্দ্রতা-
অপরিবর্তিত থাকে
কমে
বাড়ে
ধীরে ধীরে বাড়ে
19912. পানির আপেক্ষিক ওজন- [DWASA-20]
1 gm/cc
1 gm/m
1 gm/cm²
1 kg/cm
ব্যাখ্যা: ব্যাখ্যা: আপেক্ষিক ওজন: আদর্শ চাপ ও তাপমাত্রায় একক আয়তনের ওজনকে আপেক্ষিক ওজন বলে। একে আপেক্ষিক ঘনত্বও বলা হয়। একে w দ্বারা প্রকাশ করা হয়।
w=1 gm/cm (CGS)
= 1000 kg/m^3 (MKS) = 9.81 kN/m^3
19913. বায়বীয় প্রবাহীর চাপ পরিমাপের জন্য ব্যবহৃত হয়-
ম্যানোমিটার
অ্যাভোমিটার
ব্যারোমিটার
পিজোমিটার
ব্যাখ্যা: ব্যাখ্যা: (ক) ম্যানোমিটার: তরলের চাপ পরিমাপে এটি ব্যবহৃত হয়। এটি পিজোমিটারের উন্নত রূপ।
(খ) ব্যারোমিটার: বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করার যন্ত্রকে ব্যারোমিটার বলে।
(গ) অ্যাভোমিটার: এক ধরনের বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র, যার সাহায্যে এসি ও ডিসি কারেন্ট, এসি ও ডিসি ভোল্টেজ, রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়।
(ঘ) পিজোমিটার: এটি এক ধরনের প্রেসার গেজ বা চাপমান যন্ত্র, যা তরল পদার্থপূর্ণ পাইপ বা পাত্রের চাপ মাপার জন্য ব্যবহার করা হয়। পিজোমিটার-এর সাহায্যে নেগেটিভ প্রেসার মাপা অসুবিধাজনক ও গ্যাসের চাপ নির্ণয় করা যায় না।
19914. পারদের আপেক্ষিক গুরুত্ব কত? [DWASA-20]
13.6
0.8
1
65
ব্যাখ্যা: ব্যাখ্যা: কোনো তরল পদার্থ পানির তুলনায় যতগুণ ভারী, তাকে ঐ তরলের আপেক্ষিক গুরুত্ব বলে। পারদের আপেক্ষিক গুরুত্ব হলো 13.6।
19915. তরল পদার্থের অনুভূমিক একই সরল রেখায় সব বিন্দুতে চাপের তীব্রতা-
বেশি
কম
সমান
শূন্য
19916. তরল পদার্থের কৈশিকতার সাহায্যে নির্ণয় করা হয়-
প্রবাহের পরিমাণ
প্রবাহের ঘনত্ব
সংকোচনশীলতা
সারফেস টেনশন
19917. Pizometer tube দ্বারা তরল পদার্থের যে pressure মাপা হয়, তাকে বলে-[MODMR-04, BPSC-20]
Gauge pressure
Atmospheric pressure
Vaccum presure
Absolute pressure
19918. নেগেটিভ প্রেসার বায়ুমণ্ডলের চাপ অপেক্ষা-
কম
বেশি
সমান
শূন্য
ব্যাখ্যা: ব্যাখ্যা: নেগেটিভ প্রেসার: তরলের গেজ চাপ বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে কম হলে ঐ চাপকে ভ্যাকুয়াম চাপ বা নেগেটিভ প্রেসার বলে। সুতরাং সংজ্ঞা হতেই পাই নেগেটিভ প্রেসার বায়ুমণ্ডলের চাপ অপেক্ষা কম।
19919. ম চাপ বলা হয় আদর্শ বায়ুর চাপ ও গেজ চাপের-
গুণফলকে
যোগফলকে
বিয়োগফলকে
ভাগফলকে
ব্যাখ্যা: ব্যাখ্যা: পরম চাপঃ
• পরম চাপ = বায়ুচাপ + গেজ চাপ
• পরম চাপ = বায়ুচাপ - ভ্যাকুয়াম চাপ
19920. বৃত্তাকার বাঁক কত প্রকার? [BBA-19; BSCIC-19]
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
ব্যাখ্যা: ব্যাখ্যা: বৃত্তাকার বাঁক তিন প্রকার- 1. Simple curve, 2. Compound curve, 3. Reverse curve.