MCQ
19861. অরিফিস হলো একটি ছিদ্র, যা থাকে-
পাত্রের পাশে
পাত্রে নিম্নাংশে
তলদেশে
সব কয়টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: অরিফিসঃ তরল দ্বারা পূর্ণ কোনো পাত্রের গায়ে (নিম্নাংশে, পার্শ্বদিকে, তলায়) যদি একটি ছিদ্র রাখা হয়, যাতে তরল ঐ ছিদ্রপথে বের হয়ে আসতে পারে, তবে ঐ ছিদ্রকে অরিফিস বলে।
19862. কোনো পাতের চাপের পরিমাণ নির্ভর করে-
অবস্থানের ওপর
গভীরতার ওপর
ক্ষেত্রফলের ওপর
ক্ষেত্রফল ও অবস্থানের ওপর
19863. স্থির তরলে নিমজ্জিত কোনো বস্তুর ওপর মোট ঊর্ধ্বমুখী বল হলো-
CG
ঊর্ধ্ব বল
প্লবতা
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: প্লবতাঃ তরলের ভেতর সম্পূর্ণ বা আংশিক নিমজ্জিত বস্তুকে তরল কর্তৃক প্রদত্ত ঊর্ধ্বচাপকে প্লবতা বলে। বস্তুর উপর তরলের প্লবতা ঊর্ধ্বচাপ বস্তু কর্তৃক অপসারিত তরলের সমান।
19864. ভেনাকন্ট্রাক্টাতে জেটের ক্ষেত্রফল ও অরিফিসের ক্ষেত্রফল-এর সম্পর্ক আছে-
Cc
Ca
Cd
Cr
ব্যাখ্যা: ব্যাখ্যা: সংকোচন সহগ: অরিফিসের ক্ষেত্রফলের সাথে ভেনা কন্ট্রাক্টাতে জেট ক্ষেত্রফলের অনুপাতকে সংকোচন সহগ বলে এবং একে CC দ্বারা প্রকাশ করা হয়।
Cc= ভেনা কন্ট্রাক্টাতে জেট-এর ক্ষেত্রফল / অরিফিসের ক্ষেত্রফল
Cc এর গড় মান = 0.64।
19865. বৃহৎ অরিফিস হিসাবে বিবেচনা করা হয় যখন প্রাপ্য হেড অরিফিস হেড উচ্চতার ৫ গুণ অপেক্ষা-
বেশি
মধ্যম
কম
সবগুলো
19866. প্লবতা হলো তরলের নিমজ্জিত বস্তুর-
বাতাসের নিম্নমুখী চাপ
বস্তু কর্তৃক নিম্নমুখী চাপ
তরল কর্তৃক ঊর্ধ্বমুখী মোট চাপ
উপরের সব কয়টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: প্লবতা: তরলের ভেতর সম্পূর্ণ বা আংশিক নিমজ্জিত বস্তুকে তরল কর্তৃক প্রদত্ত উর্ধ্বচাপকে প্লবতা বলে। বস্তুর উপর তরলের প্লবতা উর্ধ্বচাপ বস্তু কর্তৃক অপসারিত তরলের সমান।
19867. বস্তুর ওজন অপেক্ষা প্লবতা বেশি হলে বস্তুটি-
ভাসবে
ডুববে
স্থির থাকবে
গতিপ্রাপ্ত হবে
19868. অরিফিস পানিতে নিমজ্জিত থাকে-
অর্ধেক অংশ
এক-চতুর্থাংশ
এক-তৃতীয়াংশ
সম্পূর্ণ অংশ
ব্যাখ্যা: ব্যাখ্যা: কোনো কোনো সময় অরিফিস হতে তরল পদার্থ বায়ুমণ্ডলে মুক্তভাবে নির্গত না হয়ে অন্য কোনো তরলপূর্ণ ধারকে নির্গত হয়। একে ডুবন্ত বা নিমজ্জিত অরিফিস বলে।
এটি দুই প্রকার, যথা-
(i) আংশিক ডুবানো অরিফিস।
(ii) সম্পূর্ণ নিমজ্জিত অরিফিস
19869. বার্নোলির সূত্রের বাস্তব প্রয়োগ-
ম্যানোমিটার
ভেনচুরি মিটার
পিজোমিটার
বার্ডনটিউব গেজ
19870. ল্যামিনার প্রবাহে উল্টা স্রোতের ফলে যে গতির সৃষ্টি হয়, তাকে বলে-
আপেক্ষিক ভেলোসিটি
গড় চাপ
গড় বেগ
ক্রিটিক্যাল ভেলোসিটি
19871. প্লবতার সূত্র আবিষ্কার করেন-
আর্কিমিডিস
নিউটন
গ্যালিলিও
মার্কোনি
ব্যাখ্যা: ব্যাখ্যা: (ক) অর্কিমিডিস প্লবতার সূত্র আবিষ্কার করেন। সূত্রটি হলো: কোনো বস্তুকে (কঠিন) স্থির তরল কিংবা অন্য কোনো বায়বীয় পদার্থে সম্পূর্ণ বা আংশিকভাবে নিমজ্জিত করলে এটা কিছু পরিমাণ ওজন হারায় বলে মনে হয় এবং ঐ আপাত ওজন হ্রাসের পরিমাণ অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। (খ) গ্যালিলিওঃ পড়ন্ত বস্তুর বিখ্যাত তিনটি সূত্র আবিষ্কার করেন।
(গ) নিউটনঃ বলবিদ্যার বিখ্যাত ৩টি সূত্র, মহাকর্ষ বলের সূত্র এবং গণিতের নতুন শাখা ক্যালকুলামের আবিষ্কার করেন।
19872. ভেনচুরি ভ্যাকুয়াম বলতে বুঝায় বায়ুর চাপ কম থাকে-
থ্রটে
প্রশস্ত প্রান্তে
নির্গমন প্রান্তে
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: ভেনচুরি ভ্যাকুয়াম: যদি ভেনচুরি মিটারের মধ্য দিয়ে তরল পদার্থ বায়ুমণ্ডলে নির্গমন হয় তাহলে চাপ অবশ্যই বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে কম হবে, তাই প্রোটে শূন্য চাপের সৃষ্টি হয়। এ শূন্য চাপকে ভেনচুরি ভ্যাকুয়াম বলে।
19873. কোনো ডুবানো তলের ওপর চাপের তীব্রতা বৃদ্ধি পায়-
গভীরতার সাথে
দৈর্ঘ্যের সাথে
ওজনের সাথে
ঘনত্বের সাথে
19874. বার্নোলির সূত্রের মূল হলো প্রতিকণার মোট হেড-
সমান
অসমান
পরিবর্তনশীল
শূন্য
ব্যাখ্যা: ব্যাখ্যা: বার্নোলির সূত্র: অবিশ্রান্ত ধারায় প্রবহমান কোনো খাঁটি অসংকোচনশীল তরল পদার্থ এক বিন্দু হতে অন্য বিন্দুতে স্থানান্তরিত হওয়ার সময় তার প্রবাহপথের প্রত্যেক বিন্দুতে প্রত্যেক কণার মোট হেড সমান হবে। এটা এই ধারণার উপর প্রতিষ্ঠিত যে, তরলের প্রবাহপথে ঘর্ষণের জন্য কোনো হেডের অপচয় হয় না। বার্নোলির সূত্রের বাস্তব প্রয়োগ ঘটে-
(i) মিটার,
(ii) অরিফিস মিটার,
(iii) পিটট টিউবে
19875. জেটের সংকোচন ও গতি হ্রাসের কারণে প্রকৃত নির্গমন ও কারণিক নির্গমনের অনুপাতকে বলা হয়-
Cc
Cd
Cv
Cr
ব্যাখ্যা: ব্যাখ্যা: নির্গমন সহগ: অরিফিস দিয়ে প্রবাহিত তরলের জেটের সংকোচন ও গতি হ্রাসের কারণে প্রকৃত নির্গমন ও তাত্ত্বিক নির্গমনের অনুপাতকে নির্গমন সহগ বলে এবং একে C4 দ্বারা প্রকাশ করা হয়।
Cd =প্রকৃত নির্গমন/ তাত্ত্বিক নির্গমন
Cd-এর গড়মান = 0.62
19876. ভেনচুরি মিটারের সহগের মান-
0.62
0.99
0.97
0.064
ব্যাখ্যা: ব্যাখ্যা: মিটারের সহগের মান = 0.97 নির্গমন সহগ C = 0.62 বেগের সহগ, C=0.97 সংকোচন সহগ, CC = 0.64
19877. বলের সমতার শর্ত হলো-
বলের স্থায়ী সমতা
অস্থায়ী সমতা
নিরপেক্ষ সমতা
উপরের সব কয়টি
19878. ভেনচুরি মিটারের অংশ-
২টি
৪টি
৩টি
৫টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: ভেনচুরি মিটার প্রধানত ৩টি অংশ নিয়ে গঠিত, যথা-
(1) কেন্দ্রমুখী কোণ
(ii) থ্রোট
(iii) কেন্দ্রবিমুখী কোণ।
19879. পিটট টিউবের কাচনলের নিম্নাংশ কত ডিগ্রি বাঁকা?
60°
45°
90°
30°
19880. ভেনাকন্ট্রাক্টাতে জেটের গতিবেগ-
কম
বেশি
মধ্যম
সর্বোচ্চ
ব্যাখ্যা: ব্যাখ্যা: ভেনাকন্ট্রাষ্টা: অরিফিসযুক্ত কোনো ট্যাংকে তরল পদার্থ রাখলে অরিফিস দিয়ে তরল সবেগে বের হতে থাকে। পরীক্ষা করে দেখা গেছে অরিফিস ত্যাগের পরক্ষণেই তরলের জেট খানিকটা সংকুচিত হয়।
এরপর প্রবাহ খানিকটা অনুভূমিক থাকে। এক্ষেত্রে যে সেকশনে সর্বোচ্চ সংকোচন ঘটে ঐ সেকশনকেই ভেনা কন্ট্রাক্টা বলে। যেহেতু কন্টাক্টায় সেকশন ন্যূনতম, তাই সেখানে তরলের বেগ সর্বোচ্চ। অরিফিসের আকার ও পানির হেডের
উপর ভিত্তি করে ভেনা কন্ট্রাষ্টার দূরত্ব সাধারণত হয়ে d/2 থাকে।
d= অরিফিসের ব্যাস।