MCQ
19921. স্থির তরলে খাড়াভাবে ডুবন্ত একটি তলের উপর Centre of pressure-এর অবস্থান- [BPSC-20]
ডুবন্ত তলের Centroid-এ
সর্বদাই তলের Centroid-এর উপরে
সর্বদাই তলের Centroid-এর নিচে
উপরের কোনোটিই নয়
19922. প্রবহমান তরলে প্রত্যেকটি কণার থাকে? [BWDB-20]
গতিশক্তি
চাপশক্তি
বিভবশক্তি বা চাম
সবগুলো
19923. Pitot tube দিয়ে কী মাপা হয়? [BPSC-20]
Stagnation point-এর বেগ
Stagnation pressure
Static pressure
Dynamic pressure
19924. পানির কতটুকু উচ্চতার জন্য ২ কেজি/বর্গসেমি চাপ পাওয়া যাবে? [BWDB-20]
২০ মি
১৮ মি
২২ মি
১৫ মি
19925. তরল পদার্থকে-
বৃদ্ধি করা যায় না
সংকোচন করা যায় না
সংকোচন করা যায়
কোনোটিই নয়
19927. আণবিক আকর্ষণের ওপর ভিত্তি করে কী নির্ণয় করা হয়?
কৈশিকতা
পৃষ্ঠটান
সান্দ্রতা
সংকোচনশীলতা
19928. পানির গভীরতা বাড়ার সাথে সাথে চাপ- [BPSC-20]
কমে
স্থির থাকে
বাড়ে
উপরের কোনোটিই নয়
19929. Capillary action সবচেয়ে বেশি হবে-
Coarse sand-এ
Silt-এ
Clay-তে
Find sand-এ
19930. ৬৬। Isometric projection-এ বেইস লাইনের সাথে যে কোণে কোনো বস্তু অঙ্কন করা হয়-(DM-19)
60° কোণে
45° কোণে
180° কোণে
120° কোণে
19931. সূক্ষভাবে পানির হেড মাপতে কোন গেজ ব্যবহৃত হয়? [BGFCL-21]
ফ্লোট গেজ
হুক গেজ
স্টাফ গেজ
টাইড গেজ
কোনোটিই নয়
19932. একটি ৪০ মিমি ব্যাসের পাইপের মধ্য দিয়ে ৩.৫ কিলো প্যাসকেল চাপে ১.৫ মি/সে. বেগে পানি প্রবাহিত হয়। যদি পাইপের ডেটাম হেড ৭.০ মিটার হয়, তবে প্রবাহের মোট শক্তি বা হেড কত মিটার? [BWDB-20]
৬.৫৬ মি
৫.২৩ মি
৭.৪৭ মি
৮.৩৩ মি
19933. ৬৫। ধারাবাহিক বন্ধ কন্টুর রেখাগুলোর যদি বাইরের দিকে কন্টুর মান বেশি হয়, তবে তা নির্দেশ করে-(DM-19)
সমতল ভূমি
অধিত্যকা
জলাশয় বা পুকুর
পাহাড় বা টিলা
19934. পৃষ্ঠটান নির্ণয় করা হয় কীসের সাহায্যে?
কৈশিকতা
সান্দ্রতা
সংকোচনশীলতা
সংলগ্নতা
19935. তরল পদার্থ পাইপের মধ্য দিয়ে প্রবাহের পথে কোনো বাধাপ্রাপ্ত হলে তা অতিক্রম করার পর পুনরায়- [DWASA-20]
বৃদ্ধি পায়
বাধাগ্রস্ত হয়
সংকুচিত হয়
ঘর্ষণপ্রাপ্ত হয়
19936. পানির unit weight-
৫০ পাউন্ড/ঘনফুট
৬২.৫০ পাউন্ড/ঘনফুট
৯০.৫০ পাউন্ড/ঘনফুট
১০০.৫ পাউন্ড/ঘনফুট
19937. কোন যন্ত্রে বার্নোলির সূত্র ব্যবহার করা হয়? [DWASA-20]
ভেনচুরিমিটার
পিটটটিউব
অরিফিস
সবগুলো
19938. কোনো প্রবাহের Reynolds নাম্বর ২১৫০ হলে, তা কী ধরনের প্রবাহ? [BWDB-20]
ক্রিটিক্যাল ফ্লো
ল্যামিনার
অবাধ্য/টার্বুলেন্ট
সুটিং
19939. Contouring-এর ডাইরেক্ট মেথডটি-
দ্রুত সম্পন্ন হয়
ধীরে সম্পন্ন হয়
অতি নির্ভুল প্রক্রিয়া
পাহাড়ি এলাকায় ব্যবহৃত হয়
19940. ১ মিটার চওড়া একটি আয়তকার Weir এর উপর দিয়ে প্রবাহিত পানির স্থির হেড ৫০ সেমি। প্রবাহের সহগ Cd = 0.60 হলে, লিটার/সেকেন্ড এককে প্রবাহ কত হবে? [BWDB-20]
৬১২
৬১৮
৬২৬
৬৩২