Image
Questions
61. অমিত একটি সংখ্যাকে ৫ দ্বারা গুণ করার পরিবর্তে ভুলবশত ৫ দ্বারা ভাগ করে ফেলেছে। এই ভুলের কারণে ফলাফল কত শতাংশ পরিবর্তিত হয়েছে?
৯৫%
৯৬%
৯৮%
১০০%
62. . একটি কারখানায় পুরুষ ও মহিলা শ্রমিকের অনুপাত ১: ২ এবং কারখানায় ৩৬ জন শ্রমিক রয়েছে। অনুপাত ১:১ করতে কত জন পুরুষকে যোগদান করতে হবে?
১০
১২
63. একটি আয়তাকার জমির প্লটের চার পাশের তিনটি বরাবর একটি বেড়া রয়েছে। বেড়াবিহীন দিক এবং বেড়াবিহীন দিকের বিপরীত দিকের দৈর্ঘ্য অন্য দুটি বাহুর দৈর্ঘ্যের তিনগুণ। প্লটের ক্ষেত্রফল ৪৩২ বর্গফুট হলে বেড়ার মোট দৈর্ঘ্য কত ফুট?
৬০
৭২
৮০
৯০
64. যদি x > 0 এবং x² + ৭ + ৬ = ২২ হয়; তাহলে x +৩ এর মান কত?
65. x কে ৭ দ্বারা ভাগ করা হলে ভাগশেষ ১ হয়। যদি y কে ৭৭ দ্বারা ভাগ করা হয়, তাহলে ভাগশেষ ২ হয়। x+y কে ৭ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?
66. একটি বৃত্তের ব্যাস ৫০% কমে গেলে, বৃত্তের ক্ষেত্রফল কত শতাংশ কমে যাবে?
৮০%
১০০%
৪০০%
৫০০%
৭৫%
67. একটি গ্রামের জনসংখ্যা ৫৫০০। যদি পুরুষের সংখ্যা ১১% বৃদ্ধি পায় এবং মহিলার সংখ্যা ২০% বৃদ্ধি পায়, তবে জনসংখ্যা ৬৩৩০ হয়। ঐ গ্রামে মহিলার সংখ্যা কত?
২৫০০
৩০০০
৩৫০০
৪০০০
68. যদি চারটি ক্রমিক পূর্ণসংখ্যার যোগফল ২৩০ হয়, 45 শেষ দুটি সংখ্যার গড় কত?
৫৬
৫৮.৫
৫৬
৭৭
69. শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে? ৩, ৭, ..... ৩১, ৬৩,১২৭
১১
১৫
১৭
২০
70. ৬৫ টি বলের মধ্যে ৩৫ টির গায়ে লাল দাগ, ২০ টির গায়ে নীল দাগ এবং ১০ টির গায়ে লাল-নীল উভয় দাগ আছে। কতটি বলের মধ্যে লাল বা নীল কোনো দাগই নেই?
১০
কোনোটি নয়
71. একজন খুচরা দোকানদার একটি ঘড়ি ক্রয় করে ৪৯৫ টাকায় ঘড়িটি বিক্রয় করলে ১০% ক্ষতি হয়। দোকানদারের জন্য ঘড়িটির ক্রয়মূল্য কত?
৫০০
৫৫০
৬০০
৭০০