Image
MCQ
686. তরলের চাপের পরিবর্তনের সাথে আয়তনের পরিবর্তনকে কী বলে?
পৃষ্ঠটান
কৈশিকতা
সংকোচনশীলতা
প্রবাহশীলতা
687. অক্ষের সাথে ও কোণবিশিষ্ট কোনো একটি বলকে সর্বোচ্চ কয়টি উপাংশে বিভক্ত করা যায়?
একটি
দুইটি
তিনটি
চারটি
692. তরলের যে-কোনো বিন্দুতে চাপের তীব্রতা--
ভেসেলের গভীরতার সাথে সরাসবি ব্যস্তানুপাতিক
ভেসেলের দৈর্ঘ্যের সাথে সরাসরি সমানুপাতিক
তরলের পৃষ্ঠতলের গভীরতার সাথে সমানুপাতিক
তরলের ভর্তি ভেসেলের ক্ষেত্রের সাথে সরাসরি সমানুপাতিক
694. নিউটনের প্রথম সূত্র গতির কোনটি প্রকাশ করে?
ক্ষমতা
কাজ
ইনার্শিয়া
কোনোটিই নয়
695. একটি জাহাজের মেটাসেন্ট্রিক উচ্চতা 0.5m এবং রেডিয়াস অব জাইয়েশন 6m। জাহাজটির রোলিং সময় কত?
4.1 sec
17.01 sec
5.2 sec
14.1 sec
697. যখন একটি বস্তু তরলের উপর রাখা হয়, তখন তা ভেসে থাকবে, যদি-
মাধ্যাকর্ষণ বল তরলের ঊর্ধ্বমুখী বলের সমান
মাধ্যাকর্ষণ বল তরলের উর্ধ্বমুখী বলের কম
মাধ্যাকর্ষণ বল তরলের উর্ধ্বমুখী বলের বেশি
কোনোটিই নয়
699. লিনিয়ার মোমেন্টাম নিউটনের কোন সুত্রে উল্লেখ আছে?
প্রথম সূত্রে
দ্বিতীয় সূত্রে
তৃতীয় সূত্রে
কোনোটিই নয়
700. একটি বস্তুর সাম্যাবস্থার শর্ত হলো -
বলের সকল উল্লদ উপাংশের বীজগাণিতিক যোগফল শূন্য
বলের সকল আনুভূমিক উপাংশের বীজগাণিতিক যোগফল শূন্য
একটি বিন্দুর সাপেক্ষে সকল বলের ভ্রামকের বীজগাণিতিক যোগফল শূন্য
উপরের সবগুলো সঠিক