MCQ
721. নিচের কোনটিতে বার্নোলির সূত্রের প্রয়োগ নেই?
ভেনচুরি মিটার
অরিফিস মিটার
ম্যানোমিটার
পিউট টিউব
722. যখন প্রবাহীর প্রবাহ পরিমাণে ভেনচুরি মিটার ব্যবহৃত হয় তখন পাইপের অবস্থান কীরূপ থাকে?
আনুভূমিক
কৌণিক
উলম্ব
সবগুলো
723. একটি 5m উচ্চভার পানির ট্যাঙ্কের তলায় অবস্থিত নজল (Nuzzle) দিয়ে পানি নির্গত হওয়ার বেগ (Exit velocity) নির্ণয় কর?
9.90 m/s
19.80 m/s
99.9 m/s
5.90 m/s
724. বার্নোলির সূত্র কত সালে আবিষ্কৃত হয়?
১৮৩৬ সালে
১৯৪৮ সালে
১৭৩৮ সালে
১৭৩৬ সালে
725. ভেনচুার মিটারের কয়টি অংশ?
২টি
৪টি
৩টি
৫টি
726. বার্নোলির সূত্রের সীমাবদ্ধতা কয়টি?
২টি
৪টি
৩টি
৫টি
727. পাইপে প্রবাহমান প্রবাহীর হেড লস সংঘটনের কারণ কোনটি?
ঘর্ষন
দিক পরিবর্তন
পাইলের সংকোচন বা প্রসারণ
উপরের সবকটি
728. বার্নোলির সমীকরণ প্রয়োগ হয় কোথায়?
ভেনচুরি মিটারে
পিটট টিউবে
অরিফিস মিটারে
সবকয়টিতে
729. আকৃতি অনুযায়ী অরিফিস কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
730. বহিঃস্থ মাউথপিসের জন্য নির্গমন সহগ-
০.২৭৫
০.৩৭৫
০.৮৫৫
০.৭৬৫
731. ভেনচুরি মিটার কী নির্ণয় করে?
বেগ
নির্গমন
হেড
কোনোটিই নয়
732. ডেটাম হেডের অপর নাম কী?
প্রেসার হেড
মেট হেড
ভেলোসিটি হেড
পটেনশিয়াল হেড
733. নিম্নের কোন পাম্পটি থেকে স্বল্প প্রবাহ ও উঠে হেড পাওয়া যায়?
সেন্ট্রিফিউগ্যাল পাম্প
অ্যাক্সিয়াল ফ্লো পাম্প
মিক্সড ফ্লো পাম্প
রেসিপ্রোকেটিং পাম্প
734. কোন পাম্পে প্রাইমিং-এর প্রয়োজন হয়?
টারবাইন পাম্প
সেন্ট্রিফিউগ্যাল পাম্প
রেসিগ্রোকেটিং পাম্প
সাবমারসিবল পাম্প
735. নিচের কোনটি পরিমাপের জন্য পিটস্ট টিউব ব্যবহার করা হয়?
চাপ
প্রবাহ
একটি বিন্দুতে প্রবাহীর বেগ
নির্গমন
736. কোইফিসিয়েন্ট অব কন্ট্রাকশনের অনুপাত কোনটি?
ভেনাকন্ট্রাকটাতে জেটের প্রকৃত যেগ ও তাত্ত্বিক বেগের অনুপাত
অরিফিসে হেড ও অরিফিসের নির্গমন হেড-এর অনুপাত
অরিফিসের প্রকৃত নির্গমন ও তাত্ত্বিক নির্গমনের অনুপাত
ভেনাকনট্রাকটাতে জেটের ক্ষেত্র ও অরিফিসের ক্ষেত্রের অনুপাত
737. সেন্ট্রিফিউগ্যাল পাম্পে ক্যান্ডিটেশন প্রতিরোধে কী থাকা উচিত?
উচ্চ সাকশন প্রেসার থাকা উচিত
উচ্চ ডেলিভারি প্রেসার থাকা উচিত
সাকশন প্রেসার কম থাকা উচিত
ডেলিভারি প্রেসার কম থাকা উচিত
738. রেসিপ্রোকেটিং পাম্পে ব্যবহৃত হয়?
সিরিজ মোটর
শান্ট মোটর
কম্পাউন্ড মোটর
যে-কোনো একটি
739. একটি 80mm ব্যাসের অরিফিসের মধ্য দিয়ে পানির জেট নির্গমন হচ্ছে, যার ভেন্ট্রাকন্ট্রাকটাতে ব্যাস 64mm। কো-ইফিসিয়েন্ট অব কন্ট্রাকশন কত?
0.46
0.64
0.78
0.87
740. অরিফিসের ব্যাসের দ্বিগুণ অপেক্ষা বেশি যে পাইপ অরিফিসের সঙ্গে ভিতরে বা বাইরের দিকে সংযোগ করা থাকে, তাকে কী বলে?
নচ (Notch)
ওয়্যার (Weir)
মাউথপিচ (Mouthpiece
নজল (Nozzle)