MCQ
1021. প্রতি কিলোওয়াট ঘণ্টায় বিদ্যুৎ উৎপাদন খরচ সবচেয়ে কম কোথায়?
গ্যাস পাওয়ার প্লান্টে
নিউক্লিয়ার পাওয়ার প্লান্টে
হাইড্রো-পাওয়ার প্লান্টে
বায়ুশক্তি পাওয়ার প্লান্টে
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: বাংলাদেশে সব ঋতুতে কিছু না কিছু বাতাস পাওয়া যায়। যেখানে বাতাসের বেগ ঘণ্টায় 10-12 কিলোমিটার সেখানেই বাহুকল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা যায়। কোনো কোনো ক্ষেত্রে বাতাসের বেগ ঘণ্টায় 4-7 কিলোমিটার হলেও বায়ুকল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা যায়। এদেশের অধিকাংশ এলাকাই গ্রাম্য এলাকা, তাই গ্রামের উন্মুক্ত স্থানে বাতাসের বেগ 30-50 কিমি পর্যন্ত হতে পারে। তাই গ্রামে উইন্ডমিল স্থাপন করে বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব। এছাড়াও বায়ুকল স্থাপনের জন্য অপেক্ষাকৃত কম খরচ প্রয়োজন হয়। এ ছাড়াও বায়ুশক্তি বিনামূল্যে পাওয়া যায়। এটি নিষ্কাশনযোগ্য পদার্থবিহীন এবং এর ট্রান্সমিশন খরচ নেই।
1022. র্যাংকিন সাইকেলের তাপীয় দক্ষতা কোন বিষয়ের উপর নির্ভরশীল?
বাষ্পের চাপ বাড়িয়ে
বাষ্পের তাপ বাড়িয়ে
কন্ডেন্স ওয়াটারের তাপ বাড়িয়ে
সবক'টি
1023. বাংলাদেশে শক্তির উৎসগুলোর মধ্যে বেশি ব্যবহৃত হচ্ছে কোনটি?
কয়লা
প্রাকৃতিক গ্যাস
বায়ুপ্রবাহ
আণবিক শক্তি
1024. থারমাল পাওয়ার প্লান্টে নিচের কোন কন্ডেন্সার ব্যবহার করা হয়?
সারফেস কন্ডেন্সার
ভ্যাকুয়াম কন্ডেন্সার
ব্যারোমেটিক কন্ডেন্সার
স্পার্ক কন্ডেন্সার
1025. পারমাণবিক চুল্লিতে তাপ পরিবহনের জন্য কোন ধাতু ব্যবহৃত হয়?
সোডিয়াম
পটাশিয়াম
ম্যাগনেশিয়াম
জিঙ্ক
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: পারমাণবিক চুল্লির জন্য অতি উপযোগী তাপ পরিবাহক পদার্থ হলো ক্ষার ধাতুসমূহ যেমন- সোডিয়াম, লিথিয়াম। কারণ এগুলো অতি নিম্ন গলন বিন্দু ও অতি উচ্চ তাপ স্থানান্তর সহগ। তা ছাড়া সোডিয়াম সহজলভ্য।
1026. একটি পাওয়ার প্লান্টের সর্বোচ্চ ডিমান্ড 100kW এবং এর বাৎসরিক লোড ফ্যাক্টর 0.3 হলে, এক বছরে উৎপাদিত মোট শক্তির পরিমাণ কত?
362.8MWh
300MWh
233.3MWh
262.8MWh
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: উৎপাদিত শক্তি = সর্বোচ্চ ডিমান্ড x লোড ফ্রাক্টর × 8760
= 100x0.3 x8760=262.8 MWh
1027. অনাবৃত ফুয়েল ট্যাংকের অপর নাম কী?
ট্যাংক
ডি-ট্যাংক
ফুয়েল ট্যাংক
সবক'টি
1028. সার্ভিস প্রদানের উপর ভিত্তি করে পাওয়ার প্লান্টকে কত ভাগে ভাগ করা হয়?
দুই ভাগে
তিন ভাগে
চার ভাগে
পাঁচ ভাগে
1029. প্রকৌশলগত কর্মকাণ্ডে নিম্নের কোন সাইকেল ব্যবহার করা হয়?
থার্মোডায়নামিক্স
কানর্োট
অটো
ডিজেল
1030. ইউরেনিয়ামের আইসোটোপগুলোর মধ্যে সবচেয়ে বেশি অস্থিতবস্থায় থাকে-
U(233)
U(234)
U(235)
U(238)
1031. পাওয়ার প্লান্টে কন্ডেন্সার ব্যবহার করলে কী ১৫৬ ক ঘটে?
প্লান্টের দক্ষতা বৃদ্ধি পায়
পানি খরচ কম হয়
স্টিম খরচ কম হয়
বাতাস কম লাগে
1032. একটি তাপ ইঞ্জিনের input ও output যথাক্রমে 10,000 J/s এবং 8 kW হলে, তার তাপীয় সক্ষমতা কত?
40%
80%
10%
25%
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: এখানে,
Input = 8kW
=8000W
= 80001/5
Input = 10.0003/5
Դ =
আমরা জানি,
দক্ষতা դ= Оutput/ Input
=8000/10,000
=0.8
=80%
1033. হর্স পাওয়ার = ?
639.43 kcal/hr
326.3 kcal/hr
632.3 kcal/min
632.3 kcal/sec
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: 1HP =746W
=746 J/S
= 746 cal/4.2 s [1 cal=4.2J]
= 746 x 3600 cal/ 4.2 hr [1 hr=3600sec)]
= 746 x 3600 kcal/4.2x1000 hr
= 639.43 kcal/hr
1034. অনাবৃত ফুয়েল ট্যাংকে তেল সরবরাহ করা হয় কীভাবে?
পাম্পের সাহায্যে
বায়ুমণ্ডলীয় চাপে
জ্বালানির চাপে
মোটরের সাহায্যে
1035. প্রকৃত শক্তি (True power) এবং আপাতশক্তির (Apparent power) অনুপাতকে কী বলা হয়?
ফর্ম ফ্যাক্টর
লোড ফ্যাক্টর
ডিমান্ড ফ্যাক্টর
পাওয়ার ফ্যাক্টর
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: Active power = Power factor/Apparent Power
1036. ইউরেনিয়ামের বহুল ব্যবহৃত আইসোটোপটির নাম কী?
233^U
235^U
238^U
কোনোটিই নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: পারমাণবিক বোমা তৈরির জন্য ব্যবহৃত হয় ইউরেনিয়াম-২৩৫ 235^U (ইউরেনিয়াম-২৩৫) এর উপর নিউট্রন দ্বারা আঘাত করলে ইউরেনিয়াম পরমাণুটি ভেঙে গিয়ে আপেক্ষিক কম ভরের নতুন মৌলিক পদার্থের সৃষ্টি করে। এই নতুন পদার্থের একটি হলো বেরিয়াম (Ba) পরমাণু এবং অপরটি ক্রিপটিন (Kr) পরমাণু। বেরিয়াম ও ক্রিপটন পরমাণু সৃষ্টি হওয়ার সাথে সাথে তিনটি নতুন নিউট্রন (n) কণ্য এবং বিপুল পরিমাণ শক্তির সৃষ্টি করে।
1037. নিম্নের চারটির মধ্যে কোনটি সর্বাপেক্ষা কম পরিবেশ দূষণকারী পাওয়ার প্লান্ট (Environment pollutingpower plant)?
একটি কয়লা দহন পাওয়ার প্লান্ট
একটি গ্যাস দহন পাওয়ার প্লান্ট
একটি হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্লান্ট
একটি নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: নবায়নযোগ্য শক্তি (Renewable energy) যেমন- Solar energy. Wind energy, Hydroelectric, Geothermal Ocean, Hydrogen and Biomass ধরনের শক্তিসমূহ Environment দূষণ করে না বা সর্বাপেক্ষা কম দূষণ করে থাকে। কয়লা এবং গ্যাসজাতীয় Power plant-সমূহ Environment দূষণ বেশি করে থাকে। নিচে সর্বাপেক্ষা কম Polluting এর ভিত্তিতে সর্বনিম্ন হতে সর্বোচ্চ সিরিয়ালি দেখানো হলো-
১ Hydroelectric power plant:
২ Nuclear power plant
৩ Gas power plant:
৪ Coal power plant
1038. আবৃত ফুয়েল ট্যাংক আকারে কেমন?
বড়
মধ্যম
ছোট
সবক'টি
1039. ইউরেনিয়ামের আইসোটোপ কোনটি?
235^U
234^U
238^U
সবগুলোই
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: ইউরেনিয়ামের আইসোটোপ তিনটি, যথা-
235^U, 234^U ,238^U
1040. আবৃত ফুয়েল ট্যাংকের নির্মাণখরচ কেমন?
কম
লাভজনক
বেশি
কোনোটি না