MCQ
1061. EATC-এর পূর্ণরূপ কোনটি?
Electronic Automatic Temperature Controller
Electrical Automobile Temperature Control
Electrogenograph Temperature Control
কোনোটিই নয়
1062. Environment friendliness বিবেচনায় সর্বোত্তম জ্বালানি কোনটি?
কাঠ
মিথেন
কেরোসিন
হাইড্রোজেন
1063. রেফ্রিজারেশন সাইকেলের সোর্স ও সিংকের তাপমাত্রা যথাক্রমে 50°C এবং 100°C হলে, COP কত হবে?
7.46
6.46
2.46
5.5
1064. সিস্টেমে হিমায়কের সাথে হিমায়ন তেল সংযোজনের পদ্ধতিকে কী বলে?
পার্জিং
অয়েল এডিং
চার্জিং
কোনোটিই নয়
1065. ইগনিশন কয়েলে ওয়েন্ডিং থাকে কতটি?
একটি
দুইটি
তিনটি
কোনো ওয়েল্ডিং থাকে না
1066. গাড়িতে ডিস্ট্রিবিউটার শ্যাফ্ট চালানো হয় কীভাবে?
ক্যামশ্যাফট দিয়ে
ক্র্যাঙ্কশ্যাফট দিয়ে
ইঞ্জিনের ফ্লাইহুইল থেকে চেইন দিয়ে
ইলেকট্রিক মোটর দিয়ে
1067. ইঞ্জিনের রানিং তাপমাত্রা-
180° F হতে 200° F
280° F হতে 300° F
280° F হতে 350° F
380° F হতে 400° F
1068. EEP-এর পূর্ণরূপ কোনটি?
Eectrical Energy Portal
Electrical Efficiency Post
Effect Energy Portal
Electical Energy port
1069. ক্র্যাঙ্কশ্যাফট দু'বার ঘূর্ণন করলে ক্যামশ্যাফটের আনুপাতিক ঘূর্ণন-
1:1
2:1
2:3
1:4
1070. গ্রিজ কোন প্রকারের লুব্রিক্যান্টস?
কঠিন
অর্ধ-কঠিন
তরল
হেভি
1071. রোটর স্পার্ক প্লাগে সরবরাহ করে-
প্রাইমারি ভোল্টেজ
সেকেন্ডারি ভোল্টেজ
ব্যাটারি ভোল্টেজ
লো-ভোল্টেজ
1072. নিম্নের কোনটি ভ্যাকুয়াম অ্যাডভান্সের মেকানিজমের অংশ?
কন্ডেন্সার
ওয়েট
ক্যাম
ডায়াফ্রেম
1073. কোন ইঞ্জিনের যান্ত্রিক দক্ষতা বেশি?
৪-স্ট্রোক
২-স্ট্রোক
৬-স্ট্রোক
সবগুলো
1074. বাতাস থেকে কন্ডেন্সেশন (Condensation)-এর জন্য 0.0% এটির আপেক্ষিক আর্দ্রতা কত হতে হবে?
-86.6°C
-157.7°C
-107.7°C
-95.2°C
1075. অ্যাবজর্পশন টাইপ রেফ্রিজারেটরে COP সমান-
T1(T2-T3)/T3(T1-T2)
T3(T1-T2)/T1(T2-T3)
T1(T1-T2)/T3(T2-T3)
T3(T2-T3)/T1(T1-T2)
1076. অটোমোবাইল নয় কোনটি?
Motor cycle
Passenger car
Aeroplane
Truck
1077. ফ্লাইহুইল সাধারণত ইঞ্জিনের কোথায় থাকে?
সামনে
পিছনে
মধ্যে
নিচে
1078. ম্যাগনেটো ইগনিশন সিস্টেমে বিদ্যুতের উৎস হিসেবে ব্যবহার করা হয়?
ব্যাটারি
ম্যাগনেটো
ডায়নামো
জেনারেটর
1079. একটি রেফ্রিজারেটরের ইভাপোরেটর 20KJ তাপ শোষণ করে এবং 40KJ তাপ ত্যাগ করে। এটির COP কত?
1
2
3
4
1080. জ্বালানির প্রধান উপাদান কোনটি?
সালফার ও কার্বন
হাইড্রোজেন ও অক্সিজেন
কার্বন ও হাইড্রোজেন
অক্সিজেন ও কার্বন