Image
MCQ
1001. রিয়্যাকশন টারবাইনের অন্তর্গত কোনটি?
পেল্টন টারবাইন
ফ্রান্সিস টারবাইন
কাপলান টারবাইন
ফ্রান্সিস ও কাপনাল টারবাইন
1002. সু ইস গেটের উদাহরণ হলো কোনটি?
ড্রাম গেট
রোলিং গেট
রেডিয়াল গেট
লিক গেট
1003. গ্রাভিটি বাঁধ হলো একপ্রকার-
আর্চ বাঁধ
রক-ফিল বাঁধ
মাটির বাঁধ
ম্যাসনরি বাঁধ
1004. ডিজেল শক্তিকেন্দ্রে শক্তির উৎস হিসেবে কী ব্যবহৃত হয়?
ডিজেল
জেনারেটর
ইঞ্জিন
সবক'টি
1005. রোলিং গেট হলো এক ধরনের-
ক্রেস্ট গেট
স্লুইস গেট
ক্রেস্ট নিয়ন্ত্রণ গেট
ড্রাম গেট
1006. ডিজেল পাওয়ার প্লান্টে ডিজেল ইঞ্জিন ব্যবহৃত হয় কী হিসেবে?
প্রাইম মুভার হিসেবে
ইঞ্জিন হিসেবে
তাপীয় ইঞ্জিন হিসেবে
ভেহিকল হিসেবে
1007. ডিফারেনশিয়াল সার্জ ট্যাংকের অভ্যন্তরীণে অতিরিক্ত সংযোজন থাকে কীসের?
রাইজার
রানার
ড্রাফট টিউব
গভর্নর
1008. পাওয়ার প্লান্টে ইঞ্জিন চালুর জন্য নিম্নের কোন সিস্টেম ব্যবহৃত হয়?
হর্সচালিত
মোটরচালিত
সংকোচিত এয়ার
কার্টিজ
1009. ফ্রান্সিস টারবাইন ব্যবহার করা হয়-
মধ্যম হেড ও লো-ডিসচার্জে
মধ্যম হেড ও মধ্যম ডিসচার্জে
মধ্যম হেড ও হাই-ডিসচার্জে
লো-হেড ও মধ্যম ডিসচার্জে
1010. নিচের কোনটি ডিজেল প্লান্টের সুবিধা?
স্থানান্তরযোগ্য
জায়গা কম লাগে
আকারে ছোট
উপরের সবক'টি
1011. কাপলান টারবাইন ব্যবহার করা হয়-
নিম্নহেড ও নিম্ন ডিসচার্জে
নিম্নহেড ও মধ্যম ডিসচার্জে
নিম্নহেড ও উচ্চ ডিসচার্জে
মধ্যম হেড ও উচ্চ ডিসচার্জে
1012. পেল্টন টারবাইন হলো এক ধরনের-
রিয়্যাকশন টারবাইন
ইম্পালস্ টারবাইন
ফ্রান্সিস টারবাইন
কাপলান টারবাইন
1013. সার্জ ট্যাংক টারবাইনের কাছে যার সঙ্গে লাগানো, তার নাম কী?
ড্রাফট টিউব
রানার
পেনস্টোক
হেড রেস
1014. রক-ফিল বাঁধ হলো একপ্রকার-
গ্রাভিটি বাঁধ
আর্চ বাঁধ
বাট্রেস বাঁধ
মাটির বাঁধ
1015. ওভার ফ্লো স্পিল-ওয়ে ব্যাপকভাবে ব্যবহার করা হয় কোথায়?
প্রতিটি বাঁধে
আর্চ বাঁধে
বাট্রেস বাঁধে
সবগুলোতে
1016. নিচের কোন ইঞ্জিনটি পাওয়ার প্লান্টে ব্যবহৃত হয় না?
ডিজেল ইঞ্জিন
পেট্রোল ইঞ্জিন
গ্যাস ইঞ্জিন
স্টিম ইঞ্জিন
1017. রেডিয়াল গেট হলো এক ধরনের-
ক্রেস্ট নিয়ন্ত্রণ গেট
ক্রেস্ট গেট
প্লু ইস গেট
ড্রাম গেট
1018. যে গেটে ফ্লাশবোর্ড ব্যবহার করে পানির হেডের উচ্চতা ১০ ফুটের মধ্যে সীমাবদ্ধ রাখা যায়, তার নাম কী?
রেডিয়াল গেট
রোলিং গেট
ক্রেস্ট নিয়ন্ত্রণ গেট
সুইস গেট
1019. পেল্টন টারবাইন ব্যবহার করা হয়-
উচ্চহেড ও লো-ডিসচার্জে
মধ্যম হেড ও লো-ডিসচার্জে
নিম্নহেড ও লো-ডিসচার্জে
উচ্চহেড ও উচ্চ ডিসচার্জে
1020. ডিজেল প্লান্ট কোন দেশের জন্য লাভজনক?
উন্নয়নশীল দেশ
উন্নত দেশ
অনুন্নত দেশ
পেট্রোলিয়ামের উৎপাদন দেশ