Image
MCQ
1301. মেশিনিং করা হবে এমন তলের ক্ষেত্রে প্যাটার্নে কোন রং ব্যবহার করা হয়?
লাল
সবুজ
হলুদ
কালো
1303. বিগলন জোনের উপরে কোন জোন থাকে?
ক্রুসিবল
স্ট্যাক
সুপারহিটিং
প্রিহিটিং
1304. মোল্ড হতে প্যাটার্ন উত্তোলনের সময় মোল্ডের কিনারা যেন ভেঙে না যায় সে-জন্য প্যার্টানে কী ধরনের অ্যালাউন্স রাখা হয়?
মেশিনিং
র‍্যাপিং
সংকোচন
ড্রাফট
1305. দুইটি অংশ নিয়ে গঠিত মোল্ডের উপরের অংশকে বলে-
চিক
ড্রাগ
কোপ
কোনোটিই নয়
1307. প্লাস্টার প্যাটার্ন তৈরিতে কী ব্যবহৃত হয়?
ক্যালসিয়াম
জিপসাম সিমেন্ট
ব্রাস
কোনোটিই নয়
1309. প্যাটার্নে মেশিনিং-এর জন্য কী ধরনের অ্যালাউন্স রাখা হয়?
সংকোচন অ্যালাউন্স
ফিনিশিং অ্যালাউন্স
ট্যাপার অ্যালাউন্স
র‍্যাপিং অ্যালাউন্স
1311. কোনো তীক্ষ্ণ কর্নারকে কনকেভ রূপ দেয়াকে কী বলে?
ফিলেট
অ্যালাউন্স
মোম
কোনোটিই নয়
1313. প্যাটার্ন তৈরিতে সিংকেজ বা কনস্ট্রাকশন অ্যালাউন্স ১০০ মিমি-এ কত রাখা হয়?
১/২ মিমি
২/৩ মিমি
৩/৪ মিমি
২/৪ মিমি
1314. কোথায় রিফ্যাক্টরি ব্যবহৃত হয়?
চুল্লি নির্মাণে
চিমনি নির্মাণে
বয়লার কনস্ট্রাকশনে
উপরের সবগুলো
1315. অবশিষ্ট মেশিনিংবিহীন পৃষ্ঠতলকে মার্ক করা হয় কী দ্বারা?
লাল রং
কালো রং
হলুদ রং
নীল রং
1317. নিচের কোনটি তাপ নিরোধক পদার্থ?
ডলোমাইট
সিলিকা
ফায়ার-ক্লে
উপরের সবগুলো
1319. যখন গলিত ধাতু 10-200 টন প্রয়োজন হয় তখন কোন চুল্লি ব্যবহৃত হয়?
ওপেন হার্থ ফার্নেস
কুসিবল
কিউপোলা
রোটারি ফার্নেস