MCQ
1521. লেদ মেশিনের ফেসপ্লেট কীসের সাথে সংযুক্ত থাকে?
হেডস্টোক
লেদ ডগ
ম্যান্ডেল
স্পিডেল
1522. টুলের ফেস এবং টুল বেসের সমান্তরাল তলের মধ্যে যে কোণ সৃষ্টি করে, তাকে-- অ্যাঙ্গেল বলে।
ব্যাক র্যাক
সাইড র্যাক
এড রিলিফ
এন্ড কাটিং এজ
1523. লেদ মেশিনের ইন্ডিপেনডেন্ট চাকে কয়টি 'জ' থাকে?
৩টি
৪টি
৫টি
৯টি
1524. কত পদ্ধতিতে ইনডেক্সিং করা হয়?
৪ পদ্ধতিতে
৬ পদ্ধতিতে
৫ পদ্ধতিতে
৭ পদ্ধতিতে
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
machine shop practice
ব্যাখ্যা: পাঁচ (৫) ভাবে ইনডেক্সিং করা যায়, সেগুলো হলো-
(ক) ডাইরেক্ট ইনডেক্সিং (Direct indexing),
(খ) প্লেইন ইনডেক্সিং (Phan indexing)
(গ) কম্পাউন্ড ইনডেক্সিং (Compound Indexing)
(ঘ) ডিফারেনশিয়াল ইনডেক্সিং (Differential indexing)
(৫) অ্যাঙ্গুলার ইনডেক্সিং (Angular indexing)
1525. টুল সিগনেচার 1102 268 15 1/32 হলে 15 দ্বারা কী বুঝায়?
ব্যাক র্যাক অ্যাঙ্গেল সাইড
এন্ড রিলিফ অ্যাঙ্গেল
সাইড কাটিং এজ অ্যাঙ্গেল
নুজ রেডিয়াস
1526. সচরাচর ব্যবহৃত চাককে কত ভাগে ভাগ করা যায়?
৪ ভাগে
৬ ভাগে
৮ ভাগে
১০ ভাগে
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
machine shop practice
ব্যাখ্যা: লেদ মেশিনে যে-সব চাক ব্যবহার করা হয় সেগুলো হলো-
(i) ইন্ডিপেন্ডেন্ট অথবা ফোর জ ঢাক (hidependent or four jaw chuck)
(ii) ইউনিভার্সাল চাক অথবা থ্রি জ ঢাক (Universal or three jaw chack)
(iii) কোলেট চাক (Collet chuck)
(iv) ম্যাগনেটিক চাক (Magnetic chuck)
1527. লেদ-এর সাহায্যে থ্রেড কাটার সময়-- স্ক্র ব্যবহার করা হয়।
লিড
ড্রিল
ফেস
টেপার
1528. টুল ফেস টুল শ্যাংকের পার্শ্বতলের লম্ব রেখার সাথে যে কোণ সৃষ্টি হয়, তাকে --অ্যাঙ্গেল বলে।
এন্ড কাটিং এজ
এন্ড রিলিফ
সাইড রিলিফ
ব্যাক র্যাক
1529. সাইড কাটিং এজ এবং কাটিং টুলের রৈখিক অক্ষের মধ্যে যে কোণ উৎপন্ন করে, তাকে -- অ্যাঙ্গেল বলে।
এন্ড কাটিং এন্ড
সাইজ কাটিং এজ
এক বিলিফ
সাইড বিলিফ
1530. কাটার দ্বারা মেশিনে ধাতু কাটার সময় ক্রমাগত শব্দ হওয়াকে--- বলে।
চিপিং
ক্র্যাটারিং
চ্যাটারিং
কাটার স্পিড
1531. কোনো জবের উপর খাঁজ কাটাকে কী বলে?
নার্লিং
জিগ
রিমিং
কাউন্টার
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
machine shop practice
ব্যাখ্যা: ব্যাখ্যা: নার্লিং (Kuurling) : লেদ মেশিনের টুল বিটের সাহায্যে কোনো জবের উপর খাঁজ কাটাকে নার্লিং বলে। এটি সাধারণত অমসৃণ আকৃতির হয়।
রিমিং (Reaming) :ড্রিল করা ছিদ্রের মাপকেসুন্দর ও মসৃণ করতে রিমিং করা হয়। রিমার দিয়ে রিমিং করা হয়।
1532. মেটাল কাটিং প্রসেস কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
machine shop practice
ব্যাখ্যা: (i) অর্থেগোনাল কাটিং প্রসেস (Deegoal coming process
(ii) অবলিক কাটিং প্রসেস (Oblique citing process)
1533. এন্ড ফ্ল্যাংক টুল বেসের লম্ব রেখার সাথে যে কোণ উৎপন্ন হয়, তাকে-- অ্যাঙ্গেল বলে।
এন্ড রিলিফ
ব্যাক র্যাক
সাইড ব্যাক
এন্ড কাটিং এজ
1534. থ্রেডকে মূলত কত শ্রেণিতে বিভক্ত করা যায়?
২ শ্রেণিতে
৩ শ্রেণিতে
৪ শ্রেণিতে
৫ শ্রেণিতে
1535. ল্যাপিং-এর সময় কত মিমি পর্যন্ত ধাতু অপসারণ করতে পারে?
0.028mm
0.18mm
0.038mm
0.83mm
1536. লেদ-এ ঘূর্ণায়মান জবের সারফেস থেকে কাটিং টুল দ্বারা অপ্রয়োজনীয় ধাতু অপসারণ করার প্রক্রিয়াকে --বলে।
বোরিং
ড্রিলিং
টার্নিং
নার্সিং
1537. কাটিং টুলের মধ্যে ব্যবহারের কারণে যে গর্তের সৃষ্টি হয় তাকে-- বলে।
চিপিং
চ্যাটারিং
ক্র্যাটারিং
কাটার স্পিড
1538. টুলের ফেসের সাথে টুলের বেসের সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করে, তাকে-- অ্যাঙ্গেল বলে।
সাইও র্যাক
এন্ড রিলিফ
ব্যাক র্যাক
এন্ড কাটিং এজ
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
machine shop practice
ব্যাখ্যা: কাটিং টুলসের বিভিন্ন অ্যাঙ্গেলের সংজ্ঞা নিম্নে নেয়া হলো-
(i) সাইড র্যাক অ্যাঙ্গেল (Side rack angle) : টুলের ফেস এবং টুল বেসের সমান্তরাল তলের মধ্যে যে কোণ সৃষ্টি হয়, তাকে সাইড র্যাক অ্যাঙ্গেল বলে।
(ii) ব্যাক র্যাক অ্যাঙ্গেল (Rock rack angle): টুলের ফেসের সাথে টুলের বেসের সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করে, তাকে ব্যাক র্যাক অ্যাঙ্গেল বলে।
(iii ) এন্ড রিলিফ অ্যাঙ্গেল (End relief angle) :এন্ড ক্ল্যাংক টুল বেসের লম্ব রেখার সাথে যে কোগউৎপন্ন হয়, তাকে এন্ড রিলিফ অ্যাঙ্গেল বলে।
(iv) এন্ড কাটিং এজ অ্যাঙ্গেল (End cutting edge angle): টুল ফেস টুল শ্যাংকের পার্শ্বতলের লম্ব রেখার সাথে যে কোণ সৃষ্টি করে, তাকে এন্ড কাটিং এজ অ্যাঙ্গেল বলে।
1539. লেদ মেশিনের ইউনিভার্সাল চাকে কয়টি 'জ' থাকে?
৩টি
৪টি
৫টি
৬টি
1540. কাটিং টুলের পার্শ্ব-ফ্ল্যাংকে এবং বেসের লম্ব রেখার মধ্যে যে কোণ সৃষ্টি হয়, তাকে --অ্যাঙ্গেল বলে।
এন্ড রিলিফ
ব্যাক র্যাক
সাইড রিলিফ
কোনটিই নয়