MCQ
1461. অবলিক কাটিং-এ কাটিং এজ টুল ফিডের দিকের সাথে কী অবস্থায় থাকে?
লম্বভাবে
হেলানোভাবে
আনুভূমিকভাবে
30° কৌণিকভাবে
1462. কোনটি মিলিং মেশিনের প্রধান অংশ নয়?
হেডস্টক
ব্যাম
নী
কুইক চেঞ্জ গিয়ার
1463. কোন প্যাঁচের পিচ ও লিড সমান?
এক পন্থা
দুই পন্থা
ক ও খ উভয়
কোনোটিই নয়
1464. জিগ এবং ফিক্সচার ব্যবহারের উদ্দেশ্য-
উৎপাদনের হার বৃদ্ধি
মেশিনিং সূক্ষ্মতা বৃদ্ধি
অপেক্ষাকৃত কম দক্ষ চালক নিয়োজিত
উপরের সবকয়টি
1465. শেগার মেশিন প্রধানত ব্যবহৃত হয়?
সমতল পৃষ্ঠ কাটার জন্য
ছিদ্র করার জন্য
নার্সিং করার জন্য
কোনোটিই নয়
1466. মেশিনিং অপারেশনের সময় জবকে কার্যস্থানে দৃঢ়ভাবে ধরে রাখে কোন ডিভাইস?
ফিক্সচার
জিগ
চ্যানেল জিগ
রিং জিগ
1467. হোল লোকেশনের জন্য বর্তমানে কোনটি ব্যবহৃত হয়?
টুল কোসন বাটন
ড্রিল মেশিন
সেন্টার পাঞ্চ
লেদ মেশিন
1468. ট্যাপার অ্যাঙ্গেল বের করার সূত্র কোনটি?
tanα=R-r/l
tanα=l-r/R
tanα=r-R/l
tanα=l/R-r
1469. অ্যাব্রেসিভ পদার্থের মধ্যে এমারি-এর কাজ কী?
ল্যাপিং করার জন্য
কাচ গ্রাইডিং করার জন্য
ওয়ার্কপিসের চূড়ান্ত মসৃণতার জন্য
ভঙ্গুরতা রোধের জন্য
1470. র্যামের তলের অবস্থান অনুযায়ী শেপারকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
৩ ভাগে
২ ভাগে
৪ ভাগে
৫ ভাগে
1471. আরবার কাটার মূলত কত প্রকার?
৮ প্রকার
১০ প্রকার
১২ প্রকার
১৪ প্রকার
1472. হনিং-এর সময় কত মিমি পর্যন্ত ধাতু অপসারণ করতে পারে?
0.9mm-1mm
0.01mm-0.5mm
1min-1.5mm
0.1min-1.5mm
1473. নিম্নবর্ণিত কোন মেশিন টুল (Tool) স্থির থাকে কিছু কার্যবস্তু সরল রেখায় সামনে-পিছনে চলাচল (Job reciprocate) করে?
লেদ (Lathe)
মিলিং মেশিন (Milling machine)
প্লেনার মেশিন (Planer machinc)
শেপার মেশিন (Shaper machine)
1474. কোনটি শেপার মেশিনের প্রধান অংশের মধ্যে একটি অংশ?
র্যাম
হেডস্টক
স্পিন্ডেল
টপ সাইড
1475. ওয়ার্কপিসের তল মিলিং করতে কোন কাটার ব্যবহৃত হয়?
ফেস মিল কাটার
এন্ড মিল কাটার
সাইড কাটার
কোনোটিই নয়
1476. কোনটি শেপারের অংশ নয়?
Ram
Tool head
Table
Cross slide
1477. অনেকগুলো পাতলা জন একসঙ্গে সাজিয়ে এক স্ট্রোক ছিদ্র করতে কী ব্যবহৃত হয়?
টেমপ্লেট জিগ
প্লেট জিগ
চ্যানেল জিগ
রিং জিগ
1478. কুইক রিটার্ন মেকানিজম কোন মেশিনে ব্যবহার করা হয়?
গ্রাইন্ডিং
শেপার
ড্রিলিং
সেন্ট্রিফিউগ্যাল
1479. ম্যাগনেটিক চাক কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?
লৌহজ
সিরামিক
অলৌহজ
প্লাস্টিক
1480. অর্থোগোনাল কাটিং-এ টুলের কাটিং এজ টুল ফিডের দিকের সাথে কী অবস্থায় থাকে?
লম্বভাবে
আনুভূমিকভাবে
45° কৌণিকভাবে
30° কৌণিকভাবে