MCQ
81. The plural form of 'Genus' is-
geniuses
genera
genesis
generous
ব্যাখ্যা: Genus অর্থ প্রাণী বা উদ্ভিদের 'গণ' যার plural হলো genera (Genus Species মিলিয়ে প্রাণী ও উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লেখা হয়।
82. . What is the plural of phenomenon?
phenomeni
phenomenons
phenomena
phenomenia
ব্যাখ্যা: Phenomenon (ঘটনা, ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু)-এর plural form হলো phenomena !
83. Which of the following is always singular?
Nucleus
Formula
Scenery
Machinery
84. The plural number of 'index' is-.
indexis
indix
ndexus
iindices
ব্যাখ্যা: Index শব্দটির শেষে ex থাকায় plural করতে ex-এর স্থলে ices যোগ করতে হবে। সুতরাং সঠিক plural form হলো indices!
85. . Which one is a singular number?
data
errata
criteria
phenomenon
ব্যাখ্যা: Option গুলোর মধ্যে singular number হলো phenomenon, যার plural form হলো phenomena। তাছাড়া option-এর অন্য word-গুলো হলো plural, যাদের singular number হলো যথাক্রমে datum, erratum এবং criterion
86. Which noun is in plural form?
diagnoses
crisis
goose
class
ব্যাখ্যা: Option গুলোর মধ্যে plural noun হলো diagnoses, যার singular form হলো diagnosis (রোগ নির্ণয়)। অন্যদিকে option-এর বাকি শব্দগুলো singular যাদের plural form যথাক্রমে crises, geese এবং classes।
87. The plural of 'half is-
Halfs
Halves
More than half
More of half
ব্যাখ্যা: Noun-এর শেষে f বা fe থাকলে বা fe-এর স্কুলে tes যোগ করে plural করতে হয়। সুতরাং half-এর plural number হলো halves
88. The 'zero plural marker' is used in-
canon
mouse
medium
physics
ব্যাখ্যা: যেসব word-এর singular এবং plural একই (যেমন: sheep, fish) সেসব word -কে zero plural marker বলে। এসব word-এর শেষে s/es যুক্ত হয় না। সুতরাং সঠিক উত্তর canon, যার singular এবং plural form একই।
89. . Plural of 'stimulus' is-
stimuli
stimuluses
stimilie
stimulies
ব্যাখ্যা: Stimulus (কর্মপ্রেরণাদায়ক বস্তু বা বিষয়: উদ্দীপক)-এর plural form হলো stimuli
90. . Which of the following word is plural?
news
phenomenon
magus
criteria
91. Which one is plural?
Actress
News
Princes
Princess
ব্যাখ্যা: Option গুলোর মধ্যে plural শব্দটি হলো princes, যার singular হলো prince (রাজকুমার)। অন্য শব্দগুলো singular number
92. Which is in singular number?
Hypothesis
Media
Agenda
Syllabi
ব্যাখ্যা: Hypothesis' Singular number। এর অর্থ প্রস্তাব বা অনুমান। এর plural হলো hypothesises | Media-এর singular medium, Agenda ও Syllabi-এর singular যথাক্রমে agendum syllabus
93. Which one is the singular form of the word 'Alumni'?
Alumnae
Alumnies
Alumnis
Alumnus
ব্যাখ্যা: Alumni (স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী)-এর singular form হলো alumnusi 05. Which is the plural form of the word 'mouse'?
94. Which of the following is a correct plural word?
agendum
peasantry
datum
phenomenon
ব্যাখ্যা: Option গুলোর মধ্যে plural form হলো peasantry যার অর্থ কোনো দেশের কৃষক সম্প্রদায়, কৃষক শ্রেণি। তাছাড়া অন্যান্য শব্দগুলো agendum, datum এবং phenomenon হলো singular number যাদের plural form হলো যথাক্রমে- agenda, data এবং phenomena
95. What is the plural of 'Magus'?
Magus
Maguses
Magux
Magi
ব্যাখ্যা: Magus (n)- পুরোহিত এবং Plural number বা বহুবচন হচ্ছে Magi যার অর্থ পুরোহিতমণ্ডলী।
96. The plural of 'Spectrum' is-
Spectra
Spikes
Spectrums
Species
ব্যাখ্যা: Singular noun 'Spectrum (বর্ণচ্ছটা বার্ণালি)-এর plural number হলো spectra
97. The plural form of 'Sheep' is-
Sheeps
Sheepses
Sheps
Sheep
ব্যাখ্যা: Sheep (ভেড়া; মেষ)-এর plural করতে এর রূপ পরিবর্তন হয় না। সুতরাং sheep- এর plural form হলো sheep।
98. Correct Plural form of Half is:
Halfs
Halffs
Halve
Halves
ব্যাখ্যা: Half-এর শেষে থাকায় plural করার সময় -এর স্থলে বসে এবং তারপর ও যোগ করতে হয়। সুতরাং half এর plural form halves!
99. Which of the following is a plural form?
datum
phenomena
phenomenon
criterion
ব্যাখ্যা: Option-গুলোর মধ্য plural form হলো phenomena, যার singular form হলো phenomenon। তাছাড়া datum এবং criterion-এর plural form যথাক্রমে data এবং criteria |
100. What is the plural form of 'Appendix'?
Appendixe
Appendixs
Appendics
Appendices
ব্যাখ্যা: Appendix (বিশেষত বইয়ের শেষে সংযোজিত অংশ, পরিশিষ্ট)-এর plural form হলো appendices বা appendixes।