MCQ
141. গণনাবাচক noun বা pronoun এর একক মাত্রাকে বোঝাতে ব্যবহৃত হয় -
Singular Number
Plural number
Both of them
none
ব্যাখ্যা: যা দ্বারা কোন গণনাবাচক noun বা pronoun এর একক মাত্রাকে বোঝায় তাকে Singular number বা একবচন বলে। যেমন -Book, Brother, Cow, Tree, etc.
142. Which one is the plural form of ' Genius'?
Geni
Genii
Geniusess
none
ব্যাখ্যা: Genius এর plural Genii /Geniuses. Singular এর শেষে us থাকলে plural করার সময় us এর পরিবর্তে i হবে অথবা us+es করতে হবে।
143. Which one is the singular of leaves?
Leafe
leaf
leav
leave
ব্যাখ্যা: eave = ত্যাগ করা
leaves এর singular number leaf
144. গণনাবাচক noun বা pronoun এর একক মাত্রাকে বোঝাতে ব্যবহৃত হয় -
Singular Number
Plural number
Both of them
none
ব্যাখ্যা: যা দ্বারা কোন গণনাবাচক noun বা pronoun এর একক মাত্রাকে বোঝায় তাকে Singular number বা একবচন বলে। যেমন -Book, Brother, Cow, Tree, etc.
145. Which one is the plural form of 'Inch'?
Inchess
Inches
Inchesh
Inche
ব্যাখ্যা: Singular Noun এর শেষে s, ss, sh, x, বা z থাকলে এবং শেষের ch এর উচ্চারণ ‘চ’ এর মত হলে ঐ সব Noun এর শেষে es যোগ করে Plural করতে হয়।
146. Wich of the following is in plural form?
analysis
media
datum
radius
ব্যাখ্যা: Singular ----Plural
analysis ----analyses
medium ----media
datum ------data
radius -------radiuses.
147. Which one of the following words is not plural.
politics
children
data
phenomena
ব্যাখ্যা: Ethics, Economics ,Mathematics. Gallows , News,Politics ইত্যাদি দেখতে plural মনে হলেও singular হিসেবে ব্যবহৃত হয় ।
148. Which one is the plural of 'Matrix'?
Matrices
Matrix
Matrixs
none
ব্যাখ্যা: singular number এর শেষে ix/ex থাকলে plural করার সময় ix/ex এর পরিবর্তে ices বসবে অথবা এর সাথে es যোগ করতে হবে