MCQ
201. যে সাইকেলে টারবাইনের এগজস্ট গ্যাসকে বায়ুমণ্ডলে। নিক্ষিপ্ত না করে পুনরায় কার্যকরী মাধ্যম হিসাবে ব্যবহার করা হয়, তাকে কোন ধরনের গ্যাস টারবাইন সাইকেল বলে?
আংশিক বন্ধ
উন্মক্ত
বন্ধ
কোনোটাই নয়
202. গ্যাস টারবাইনে গ্যাস ঠান্ডা করা হয় কোন প্রক্রিয়ায়?
ছির আয়তন (Constant volume) প্রক্রিয়ায়
সমোঞ্চ (Isothermal) প্রক্রিয়ায়
স্থির চাপ (Constant pressure) প্রক্রিয়ায়
রুদ্ধতাপ (Adiabatic) প্রক্রিয়ায়
203. কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের ইফিসিয়েন্সি সাধারণত কত?
৩০%
৮০-৯০%
৪০-৫০%
২০-৩০%
204. হাইড্রোইলেকট্রিক বিদ্যুৎ কেন্দ্রে লো-হেড ও হাই-ডিসচার্জ-এর বেলায় নিম্নবর্ণিত কোন টারবাইন ব্যবহৃত হয়?
পেলটন হুইল (Polton wheel) টারবাইন
ফ্রানসিস (Francis) টারবাইন
কাপলান (Kaplan) টারবাইন
উপরের সবগুলো
205. বেশি ক্ষমতা পাওয়ার জন্য কোন টারবাইন ব্যবহৃত হয়?
ইম্পালস
রেডিয়ান
রিয়্যাকশন
অ্যাক্সিয়াল
206. গ্যাস টারবাইনের রিহিটিং-এর ফলে কী ঘটে?
তাপীয় দক্ষতা বৃদ্ধি পায়
কম্প্রেসরের কাজ বৃদ্ধি পায়
তাপীয় দক্ষতা হ্রাস পায়
তাপীয় দক্ষতা পরিবর্তন হয় না
207. রিজেনারেটরসহ গ্যাস টারবাইন সাইকেলের তাপীয় দক্ষতা বৃদ্ধি পায় কখন।
প্রেসার অনুপাত বাড়লে
প্রেসার অনুপাত কমলে
প্রেসার অনুপাত স্থির থাকলে
উপরের কোনোটাই নয়
208. সুপারহিটেড স্টিম ইঞ্জিন ও টারবাইনের দক্ষতা কী করে?
বৃদ্ধি করে
কমায়
ক্ষতি করে
দীর্ঘায়িত করে
209. রেটাট (Rateau) টারবাইন হলো-
সরল মাত (Simple impulse) টারবাইন
সরল প্রতিক্রিয়াশীল (Reaction) টারবাইন
ভেলোসিটি কম্পাউন্ড টারবাইন
প্রেসার কম্পাউন্ড টারবাইন
210. গ্যাস টারবাইনের কম্বাশন চেম্বার (Combustion chamber) ঠান্ডা করা হয় কীভাবে?
পানি দিয়ে
ঠান্ডা বাতাস দিয়ে
সংনমিত (Compressed) বাতাস দিয়ে
উপরের কোনোটিই সত্য নয়
211. টারবাইনের রিহিট ফ্যাক্টর নির্ভর করে কীসের উপর?
শুধুমাত্র স্টেজ দক্ষতার উপর
শুধুমাত্র বহিমুখের চাপের উপর
প্রাথমিক চাপ ও তাপমাত্রার উপর
উপরের সবগুলোই
212. পোলারাইজেশন কী নিয়ন্ত্রণ করে?
ঘনত্ব
করোশন
আয়তন
কোনোটিই নয়
213. গভর্নর ব্যবহার করা হয় টারবাইনের গতি-
নিয়ন্ত্রণ করতে
বৃদ্ধি করতে
কমাতে
কোনোটিই 'নয়
214. টারবাইন স্টেজ দক্ষতা নিম্নের কোনটির অনুপাতের সমান।
রেডের উপর সম্পন্ন কাজ এবং মোট সরবরাহকৃত শক্তির
রেডের উপর সম্পন্ন কাজ এবং প্রতি স্টেজে সরবরাহকৃত শক্তির
প্রতি স্টেজে সরবরাহকৃত শক্তি এবং ব্লেডের উপর সম্পন্ন কাজের
মোট সরবরাহকৃত শক্তি এবং ব্রেডের উপর সম্পন্ন কাজের
215. গ্যাস টারবাইনে ইন্টারকুলার (Intercooler) স্থাপন করা হয় কোথায়?
হাই-প্রেসার ও লো-প্রেসার টারবাইনের মাঝামাঝি
টারবাইন ও কম্প্রেসরের মাঝামাঝি
লো-প্রেসার ও হাই-প্রেসার কম্প্রেসরের মাঝামাঝি
উপরের কোনোটিই সত্য নয়
216. গ্যাস টারবাইনের জ্বালানি কোন ধরনের?
শুধুমাত্র প্রাকৃতিক গ্যাস
প্রাকৃতিক গ্যাস ও ডিজেল
শুধুমাত্র ডিজেল
উপরের কোনোটিই সত্য নয়
217. পার্সন'স (Parson's) টারবাইনের ডিগ্রি অফ রিয়্যাকশন কত?
১০০%
৭৫%
৫০%
০০%
218. কার্টিস (Curtis) টারবাইন হলো-
প্রেসার ভেলোসিটি কম্পাউন্ড টারবাইন
ভেলোসিটি কম্পাউন্ড টারবাইন
প্রেসার কম্পাউন্ড টারবাই
রিয়্যাকশন টারবাইন
219. গ্যাস টারবাইনে নিম্নলিখিত কোন থার্মোডাইনামিক সাইকেল ব্যবহৃত হয়?
অটো সাইকেল
ইরিকশন সাইকেল
স্টারলিং সাইকেল
ব্রে-টন সাইকেল
220. টারবাইনে - কম্পাউন্ডিং (Compounding) করা হয় কী কারণে?
দক্ষতা বাড়ানোর জন্য।
নির্গমন (Exit) ক্ষতি কমানোর জন্য
রোটরের দ্রুতি কমানোর জন্য,
উপরের সবগুলো সঠিক