Image
MCQ
221. বাষ্পবিদ্যুৎ কেন্দ্রে প্রাইম মুভার হিসেবে ব্যবহৃত হয়?
স্টিম ইঞ্জিন, গ্যাস টারবাইন
স্টিম টারবাইন, গ্যাস টারবাইন
স্টিম ইঞ্জিন, আইসি ইঞ্জিন
স্টিম ইঞ্জিন, স্টিম টারবাইন
222. বাষ্পের তাপ পরিবাহিত হয় কীসের মাধ্যমে?
পরিচলনের
বিকিরণের
বিকিরণ ও পরিবহনের
বিকিরণ ও পরিচলনের
223. উচ্চ তাপীয় দক্ষতাবিশিষ্ট নিম্নের কোন স্টিম প্রাইম মুভারে ব্যবহৃত হয়ে থাকে?
সুপারহিটেড স্টিম
ড্রাই স্টিম
ওয়েট স্টিম
সম্পৃক্ত স্টিম
224. স্টিম টারবাইনের সর্বোচ্চ ক্ষমতা কত হতে পারে?
২০,০০০ আরপিএম
৩০,০০০ আরপিএম
২০০,০০০ অশ্বক্ষমতা
৩০০,০০০ অশ্বক্ষমতা
কোনোটিই নয়
225. ভূগর্ভস্থিত তাপ ব্যবহার করে বিদ্যুৎশক্তি উৎপাদনের ক্ষেত্রে প্রতি ১০০ মেগাওয়াটের জন্য প্রতি ঘন্টায় বাষ্পের প্রয়োজন-
9,00,000 কেজি
8,00,000 কেজি
7,00,000 কেজি
5,00,000 কেজি
226. রিয়্যাকশন টারবাইন সাধারণত ব্যবহার করা হয় কোথায়?
পানিবিদ্যুৎ কেন্দ্রে
তাপবিদ্যুৎ কেন্দ্রে
গ্যাসবিদ্যুৎ কেন্দ্রে
কোনোটিই না
228. সুপারহিটেড (Superheated) টিমের ড্রাইনেস ফ্র্যাকশন (Dryness fraction) হলো-
১.০
>১.০
<১.০
উপরের কোনোটিই সত্য নয়
229. যে যন্ত্রের সাহায্যে - রূপান্তর করা হয়,তাকে টারবাইন বলে।
পানির শক্তিতে কাজে লাগিয়ে যান্ত্রিক শক্তিতে
যান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়ে পানির শক্তিকে
গতিশক্তিকে কাজে লাগিয়ে যান্ত্রিক শক্তিতে
কোনোটিই নয়
230. নিচের কোনটি ভেপার পাওয়ার সাইকেল নয়?
র‌্যাংকিন সাইকেল
অটো সাইকেল
রিহিট সাইকেল
টপিং সাইকেল
231. PWR পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে স্টিম তৈরি হয় কোথায়?
রিয়্যাক্টর-এর ভিতরে
বিদ্যুৎকেন্দ্রের একটি ওয়াটার টিউব বয়লারে
রিয়্যাক্টর ও টারবাইনের মাঝামাঝি স্থাপিত হিট এক্সচেঞ্জার-এ
উপরের কোনোটিই সত্য নয়
232. স্টিম টারবাইনে রোটরকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে কোনটি?
বিয়ারিং
সিল
রেড
স্টাফিং বক্স
233. পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কার্যপ্রণালির সাদৃশ্য কোনটি?
গ্যাস টারবাইন পাওয়ার প্লান্ট
ওয়াটার টারবাইন পাওয়ার প্লান্ট
স্টিম পাওয়ার প্লান্ট
ডিজেল পাওয়ার প্লান্ট
234. স্টিম টারবাইনের কার্যদক্ষতা কত?
30% হতে 40%
15% হতে 25%
50% হতে 70%
70% হতে 40%
235. গ্যাস টারবাইন প্রধানত কত প্রকার?
২ প্রকার
৪ প্রকার
৬ প্রকার
৮ প্রকার
236. স্টিম প্রাইম মুভার পরিচালিত হয় কী দ্বারা?
তাপ দ্বারা
গ্যাস দ্বারা
স্টিম দ্বারা
বিদ্যুৎ দ্বারা
237. যে বাষ্পের মধ্যে জলীয় কণা থাকে না, তাকে কী বলা হয়?
সম্পৃক্ত বাষ্প
ভিজা বাষ্প
অতি উত্তপ্ত বাম্প
শুকনা বাষ্প
238. স্টিম টারবাইন কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
239. স্টিম কন্ডেন্সারের মাধ্যমে নিম্নের কোনটি কন্ডেন্স করে?
এগজস্ট স্টিম
লিকেজ স্টিম
সুপারহিটেড স্টিম
কোনটিই নয়
240. চাহিদা পরিমাণ বাষ্প সরবরাহ করে কোনটি?
ন্যাচারাল ড্রাফ্ট
যান্ত্রিক ড্রাফট
ফোর্স ড্রাফট
ইনডিউসড ড্রাফট