RCC ডিজাইন MCQ
1. ACI কোড অনুসারে স্লাবের সর্বনিম্ন পুরুত্বের পরিমাণ-
৯ সে.মি.
১০ সে.মি.
১২ সে.মি.
১৪সে.মি.
2. বীমে লোড বাড়ানো হলে নিরপেক্ষ অক্ষে টান পীড়ন-
বাড়বে
কমবে
দ্বিগুন হবে
অপরিবর্তিত থাকবে
3. L দৈর্ঘ্য বিশিষ্ট একটি Simply Supported Beam এর Mid point এ P লোড দিলে উহার সর্বোচ্চ Bending Moment কত?
PL
PL/4
PL²
PL/2
4. বীম ও স্ল্যাব একত্রে ঢালাই করলে তাকে কী বলে?
সাধারণভাবে স্থাপিত বীম
অবিচ্ছিন্ন বীম
টি বীম
ক্যান্টিলিভার বীম
5. Structural design of pavement is based on-
Fatigue Load
Static Load
Maximum Load
Most frequent Load
6. স্টিল বীমের সেকশন নিচের কোন আকৃতির হতে পারে?
F
H
O
M
7. L মিটার দৈর্ঘ্যের সাধারণভাবে স্থাপিত বীমের মধ্যে বিন্দুতে P লোড দেওয়া হলে সর্ব্বোচ্চ মোমেন্ট হবে-
PL/2
PL/4
PL/8
PL/12
8. নিচের কোনটি আরসিসি বীমের উপাদান নয়?
খোয়া
সিমেন্ট
এম.এস.রড
কোনটিই নয়
9. RCC Footing এর নিচে ন্যূনতম কত কভারিং দিতে হবে। [DM SAE 2019]
40 mm
65 mm
50 mm
75mm
10. একটি ওয়ান ওয়ে স্ল্যাবে মূল লোহা ব্যবহৃত হয়-
লং ডিরেকশনে
উভয় ডিরেকশনে
শর্ট ডিরেকশনে
কলাম স্ট্রিপ বরাবর
11. 10 সাধারনভাবে স্থাপিত L' মিটার দৈর্ঘ্যবিশিষ্ট একটি বীমে সমভাবে বিস্তৃত প্রতি মিটার w kg লোডের জন্য সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট-
WL²/4
WL²/8
WL²/22
. WL2/12
12. আয়তাকার কলমের টাই রডের মন্ত্রবর্তী দূরত্বের সর্বোচ্চ সীমা-
খাড়া রডের ব্যাসের ১৬ গুন
টাই রডের ব্যাসের ৪৮ গুন
কলামের পার্শ্ব ম্যাপের ন্যূনতমটি
উপরের তিনটির মধ্যে ন্যূনতমটি
13. লং কলামের ক্ষেত্রে লোড বহনের ক্ষমতা নিম্নের কোনটির উপর নির্ভও করে?
কলামের আয়তন
কলামের দৈর্ঘ্য
দুই প্রান্তের সাপেটি এর ধরন
কলাম উপকরনের ইল্ড স্ট্রেই
14. Beam অথবা Girder নির্মাশের ক্ষেত্রে parallel M.S rod এর মাঝে minimum কত spacing রাখা উচিত?
২৫ মি.মি.
১৫ মি.মি.
২০ মি.মি.
ব্যবহৃত M.S rod -এর ব্যাস-এর সমান
15. d ব্যাসবিশিষ্ট একটি রডের কেবলমাত্র hook-এর দৈর্ঘ্য-
2d
10d
4d
16d
16. যে Footing দুটি Column -কে Support করে তা-
Continuous Footing
Combied Footing
Strip Footing
Step Footing
17. Kg/m³ এ কংক্রিটের একক ওজন সাধারণত ধরা হয়-
১০০ কেজি
১২০০ কেজি
২৪০০ কেজি
৩০০০ কেজি
18. A slab needs to be designed as one way slab if-
It is square in shape
Its width is less than its lengths
its thickness exceeds 6 ions
its length is more than twice its width
19. স্পাইরাল কলামে খাড়া রডের নূন্যতম সংখ্যা-
৪টি
৫টি
৬টি
৮টি
20. The standard value of Equivalent single Axle Load (ESAL) is-
1 kip
18 kip
8.2 kip
1.8 kip