MCQ
1. What is the initial setting time of cement (সিমেন্টের প্রাথমিক জমাটবদ্ধতার সময় কত-)
30 minutes
1 hour
30 hours
15 minutes
2. Setting times of cement paste determiner by--- (সিমেন্ট পেস্টের সেটিং টাইম নির্নয় করতে ব্যবহৃত হয়)
vicat apparatus
compaction apparatus
slump cone
crushing apparatus
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
SDF-2020
SDF question solution
SDF sub-assistant engineer question solution
ব্যাখ্যা: তথ্য: vicat apparatus সিমেন্ট পেস্টের সেটিং টাইম নির্নয় করতে ব্যবহৃত হয়।
3. ডেটাম লাইনের উপরে অথবা নিচে উলম্ব দূরত্বকে বলে-
Verticle line
Reduced level
Level line
None of these
4. The forward bearing and backward bearing of a line defer bye (একটি লাইনের সম্মুখ বিয়ারিং এবং পশ্চাদগামী বিয়ারিং পার্থক্য হলো -
60°
90°
180°
360°
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
SDF-2020
SDF question solution
SDF sub-assistant engineer question solution
ব্যাখ্যা: তথ্য: বিয়ারিং হল অনুভূমিক কোণ। একই রেখায় সম্মুখ বিয়ারিং ও পশ্চাৎ বিয়ারিংয়ের পার্থক্য হল 180°.
5. in case of concrete if the water content and other mix proportion are fixed workability of concrete depends on--
size of aggregates (এগ্রিগেট আকার)
grading of aggregates (এগ্রিগেট গ্রেডিং)
Particle Shape (এগ্রিগেট এর আকৃতি)
all of these (সবগুলো)
6. Compressive strength of concrete as a function of –
w/c ratio
Compaction
size of aggregates
all of these
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
SDF-2020
SDF question solution
SDF sub-assistant engineer question solution
ব্যাখ্যা: তথ্য: কংক্রিটের কম্প্রেসিভ শক্তি হল কম্প্রেশন টেস্ট দ্বারা পরিমাপ করা শক্ত কংক্রিটের শক্তি। কংক্রিটের সংকোচনশীল শক্তি অনেক কারনের উপর নির্বর করে যেমন: জল-সিমেন্ট অনুপাত, সিমেন্টের শক্তি, কংক্রিটের উপাদানের সময় গুনমান নিয়ন্ত্রণ ইত্যাদি।
7. to resist the positive moment of a simply supported beam the reinforcement should be provided at the ( একটি সাধারণভাবে স্থাপিত বীমের পজেটিভ মোমেন্ট প্রতিরোধ করার জন্য শক্তিবৃদ্ধি প্রদান করা উচিত)
Bottom end
Upper end
Middle end
None of these
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
SDF-2020
SDF question solution
SDF sub-assistant engineer question solution
ব্যাখ্যা: তথ্য: পজেটিভ মোমেন্ট এর ক্ষেত্রে বীমের নিচে টেনশন উৎপন্ন হয়। ফলে, পজেটিভ মোমেন্ট প্রতিরোধের জন্য বীমের নিচের তলে শক্তিবৃদ্ধি করা প্রয়োজন। উত্তর: ক.
8. grain size distributing of clay can be done by_ (কাদামাটির কণার আকার বন্টন করা হয়ে থাকে)
sieve analysis
hydrometer test
LAA
None
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
SDF-2020
SDF question solution
SDF sub-assistant engineer question solution
ব্যাখ্যা: তথ্য: হাইড্রোমিটার বিশ্লেষণ (hydrometer test): চালনি বিশ্লেলণ (sieve analysis) কাদামাটি এবং পলি কণার জন্য ব্যবহার করা যাবে না কারণ এগুলি খুব ছোট (ব্যাস ০.০৭৫ মিমি) এবং ঝাঁকুনির সময় এগুলো দীর্ঘ সময়ের জন্য বাতাসে ঝুলে থাকবে। চালনী নং ২০০ অতিক্রম করে এমন দানাদার আকারের বন্টন হাইড্রোমিটার বিশ্লেষন ব্যবহার করে নির্ণয় করা যেতে পারে। সঠিক উত্তর: খ
9. In a simply supported reinforced concrete beam, the reinforcement is placed (একটি সাধারণভাবে স্থাপিত কংক্রিট বীমের, রিইনফোর্সমেন্ট স্থাপন করা হয়)
below the neutral axis
above the neutral axis
at the neutral axis
any one of these
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
SDF-2020
SDF question solution
SDF sub-assistant engineer question solution
ব্যাখ্যা: তথ্য: পজেটিভ মোমেন্ট প্রতিরোধ করার জন্য বীমের নিচের তলে শক্তিবৃদ্ধি করা প্রয়োজন। এ কারণে প্রধান রিইনফোর্সমেন্ট বীমের নিউট্রাল এক্সিস এর নিচে স্থাপন করা হয়। উত্তর: ক