EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

Synonym and Antonyms MCQ
41. Synonym of INTIMIDATE
To hint
Frighten
Bluff
Harass
ব্যাখ্যা: Hints: Intimidate (ভয় দেখানো)-এর সমার্থক শব্দ হলো Frighten (ভীতিপ্রদর্শন করা)।
42. Choose the opposite words of PROFOUND
superficial
obscure
intense
hidden
ব্যাখ্যা: Hints: Profound (গভীর; অন্তর্নিহিত) এর বিপরীত শব্দ হলো superficial (ভ্যাসাভাসা; অগভীর) (Obscure অর্থ অন্ধকারময়, গুপ্ত, অস্পষ্ট। Intense অর্থ তীব্র, তীক্ষ্ণ, প্রবল।
43. Choose the synonymous words of FULSOME
smooth
generous
liberal
excessive
ব্যাখ্যা: Hints: Fulsome অর্থ অত্যধিক। Smooth অর্থ মসৃণ। Generous অর্থ মহৎ উদার। Liberal অর্থ উদার। আর Excessive অর্থ অত্যধিক যা Fulsome এর synonym
44. Choose the synonymous words of DETERRENT
restriction
anchor
harness
chain
45. 'Handy' is the synonym of-
Comfortable
useful
convenient to use
necessary
ব্যাখ্যা: Hints: 'Handy' শব্দের অর্থ সুবিধাজনক, দরকারি। প্রদত্ত চারটি options-এর মধ্যে (ক) comfortable অর্থ আরামদায়ক, (খ) useful অর্থ উপযোগী (গ) convenient to use অর্থ ব্যবহার করতে সুবিধাজনক এবং (ঘ) necessary- এর অর্থ প্রয়োজনীয়।
46. Choose the synonymous words of DIPLOMATICALLY
slyly
tactfully
clearly
slowly
ব্যাখ্যা: Hints: Diplomatic-dit adverb হলো diplomatically, যার অর্থ কূটনৈতিকভাবে। এর সমার্থক শব্দ tactfully (কৌশলে, বিচক্ষণতার সঙ্গে, কূটনৈতিকভাবে)। Styly অর্থ প্রতারণা করে, গোপনে। এটি sty-এর adverb।
47. Another word for prejudice is
fear
disease
loneliness
bigotry
ব্যাখ্যা: Hints: প্রদত্ত চারটি options-এর মাঝে fear অর্থ ভয় বা ভীতি, disease-অর্থ রোগ, (গ) loneliness অর্থ একাকিত্ব এবং bigotry অর্থ পক্ষপাতদুষ্টতা। বাক্যে দেয়া শব্দ Prejudice এর অর্থ পক্ষপাতদুষ্টতা। সুতরাং Prejudice শব্দের অর্থ bigotry।
48. What is the meaning of the word 'sequences"?
to follow
round up
withdraw
question closely
ব্যাখ্যা: Hints: Sequences ক্রমসমূহ। To follow অনুসরণ করা, ক্রমঅনুসরণ করা। Round up - একক করা, পূর্ণসংখ্যায় নিয়ে আসা। Witiulruu- উত্তোলন করা, তুলে লেয়া। Question closely-ঘনিষ্ঠভাবে/ দৃঢ়ভাবে প্রশ্ন করা।
49. Choose the synonymous words of WAIVE
restrict
relax
permit
admit
ব্যাখ্যা: Hints: Waite অর্থ পরিত্যাগ করা; ছেড়ে দেয়া; ত্যাগ করা। আর permit অর্থ অনুমতি দেয়া; মুক্তি দেয়া। সুতরাং permit হলো waived nearest word in meaning
50. Read the (abridge) version of the novel to get an overall idea of the book.
accurate
condensed
critique's
Summarized
ব্যাখ্যা: Hints: Abridge (পুস্তকের শব্দ সংখ্যার দিক দিয়ে সংক্ষিপ্ত)-এর সমার্থক শব্দ Condensed (সংক্ষিপ্ত)। Critique's সমালোচনামূলক নিবন্ধ, Summarize- তথ্যের সার সংক্ষেপ করা এবং Accurate- নির্ভুল।
51. Choose the synonymous words of APEX
inborn
top
category
banner
ব্যাখ্যা: Hints: Apex (চূড়া; শীর্ষ) যার synonym হলো top (চূড়া: শীর্ষ)।
52. Synonym of INSOMNIA
Unconsciousness
Lethargy
Sleeplessnes
Drunkenness
ব্যাখ্যা: [Note: Insomnia (অনিদ্রা)- এর synonym হলো Sleeplessness। কিন্তু (b) অপশনের বানানটি ভুল আছে এর সাথে যোগ করলে শব্দটি সঠিক হবে।
53. What is the antonym of the word 'Compulsory'?
Mandatory
Obligatory
Voluntary
Complimentary
ব্যাখ্যা: Hints: Compulsory-অর্থ বাধ্যতামূলক। Mandatory এবং obligatory শব্দ দুটি Compulsory- এর synonym / Complimentary- প্রশংসা বা শ্রদ্ধাজ্ঞাপক। Voluntary- স্বেচ্ছাপ্রণোদিত/স্বতঃপ্রবৃত্ত যা প্রদত্ত শব্দটির antonym।
54. The word 'electorate' means-
Election
a body of voters
election
candidates
55. 'Renaissance' means
the revival of learning
revival of life
revival of human rights
revival of medieval spirit
ব্যাখ্যা: Hints: Renaissance' শব্দের অর্থ শিল্প ও সাহিত্যের পুনঃজাগরণ। Options গুলোর মধ্যে revicail of learning এর অর্থ জ্ঞান, বিদ্যা বা পাণ্ডিত্য-এর পুনঃজাগরণ। Revival of human rigists অর্থ মানবাধিকারের পুনঃজাগরণ। Revival of life-এর অর্থ জীবনের পুনঃজাগরণ এবং revival of medieval spirit অর্থ মধ্যযুগীয় চেতনার জাগরণ।
56. What does 'apartheid' refer to?
apart
distance
discrimination
dialogue
ব্যাখ্যা: Hints: প্রদত্ত চারটি শব্দের মধ্যে (ক) apart শব্দের অর্থ দূর, (খ) distance অর্থ দূরত্ব (গ) discrimination অর্থ বৈষম্য এবং (ঘ) dialogue অর্থ সংলাপ। 'apartheid' শব্দের অর্থ বৈষম্য। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।
57. Anything Pernicious' tends to injure or destiny. Something which has no such harmful effect is-
innocuous
innocent
immaculate
salutary
ব্যাখ্যা: Hints: Pernicious অর্থ যা ক্ষতি করে বা ধ্বংস করে'। Innocucus অর্থ ক্ষতি করে না এমন।
58. What is the antonym of 'Apex?
Top
peak
base
pinnacle
ব্যাখ্যা: Hints: 'Apex' শব্দের অর্থ চূড়া বা শীর্ষ। (ক) top অর্থ শীর্ষ, (খ) peak অর্থ শীর্ষ, (ঘ) pinnacle অর্থ শীর্ষ, (গ) base অর্থ ভিত্তি। অতএব, 'Apex' শব্দের antonym বা বিপরীত শব্দ base।
59. What is the meaning of the word 'euphemism'?
vague idea
inoffensive expression
verbal play
wise saying
ব্যাখ্যা: Hints: Euphemism - সুভাষণ, মধুর ভাষণ, congue ilm- অস্পষ্ট ধারণা। In offensive expression শালীন অভিব্যক্তি। Verbal play বিবৃতিমূলক/ বাচনিক নাটক। Wise saying - জ্ঞানগর্ত প্রবাদ।
60. What is the synonym of the word 'Repress'?
Control
Represent
Republish
Repute
ব্যাখ্যা: Hints: Repress- দমিয়ে রাখা/চেপে রাখা। Control দমন করা/নিয়ন্ত্রণ করা; Representiv)- প্রতিনিধিত্ব করা; Republish পুনর্মুদ্রণ এবং Repute সকলের বিবেচনায় অথবা ধারণায় কোনো কিছু হওয়া। অর্থের বিবেচনায় সঠিক উত্তর (ক)।