Image
MCQ
21201. 'কংস মামা' বাগধারাটির অর্থ কী?
অপ্রিয় ব্যক্তি
অমিতব্যয়ী
নির্মম আত্মীয়
অকালপক্ব
21202. 'কেতাদুরস্ত' বাগধারার অর্থ কী?
অলস
পরিপাটি
পরিশ্রমী
দীর্ঘজীবী
21203. 'খোদার খাসি' বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়?
ধনী ব্যক্তি
ভাবনা চিন্তাহীন
অযাচিত
অত্যন্ত অলস
21204. 'কচ্ছপের কামড়' বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে-
কঠিন কামড়
অলসতা
কঠিন কাজে সফল হওয়া
নাছোড়বান্দা
21205. 'কল্কে পাওয়া' বাগধারার অর্থ কী?
পাত্তা পাওয়া
পদোন্নতি পাওয়া
সম্মান পাওয়া
টাকা পাওয়া
21206. নিচের কোন বাগধারাটির অর্থ 'মোসাহেব'?
খয়ের খাঁ
চিনির বলদ
কাছাঢিলা
লেফাফা দুরস্ত
21207. 'কলা দেখানো' বাগধারার অর্থ-
লোভ দেখানো
ফাঁকি দেওয়া
প্রলুব্ধ করা
উদ্বুদ্ধ করা
21208. 'কচুবনের কালাচাঁদ' বাগধারার অর্থ-
নির্বোধ
অপদার্থ
ধূর্তব্যক্তি
চাটুকার
21209. নিচের কোনটি সমার্থক নয়?
গোঁফ খেজুরে- কাছাঢিলা
ঢাকের কাঠি- খয়ের খাঁ
অকাল কুষ্মাণ্ড-আমড়া কাঠের ঢেঁকি
আটকপালে- ইঁদুর কপালে
21210. কেঁচে-গণ্ডুষ' বাগধারাটির অর্থ কী?
বিপজ্জনক পরিণতি
নিরেট মূর্খ
নতুন করে আরম্ভ করা
সীমাবদ্ধ জ্ঞান
21211. 'খয়ের খাঁ' বাগধারার অর্থ কী?
দিনমজুর
দীনমজুর
গণ্যমান্য ব্যক্তি
তোষামোদকারী
21212. 'খেউর গাওয়া' বাগধারার অর্থ কী?
প্রলাপ বকা
প্রশংসা করা
গালাগালি করা
একধরনের গান
21213. 'ঘাটের মরা' বাগধারাটির অর্থ কী?
দুর্বল
অতি বৃদ্ধ
সদ্য মৃত
ফেলনা
21214. নিচের যে বাগধারাটি অপর তিনটি থেকে বিসদৃশ-
কেতা দুরস্ত
কেউকেটা
কাপুড়ে বাবু
কলম পেষা
21215. 'গড্ডলিকা প্রবাহ' বাগধারায় 'গড্ডল' শব্দের অর্থ কী?
স্রোত
একত্র
ভেড়া
ভাসা
21216. 'খণ্ড প্রলয়' প্রবাদটির প্রায়োগিক অর্থ-
তুমুল কাণ্ড
ভয়ংকর ঘটনা
কথা কাটাকাটি
মহা ঝড়-ঝাপটা
21217. 'কাঁচা পয়সা' বাগধারাটি যে অর্থ প্রকাশ করে-
কালো টাকা
নগদ উপার্জন
ধাতব মুদ্রা
বিত্তের অহংকার
21218. 'ঘটিরাম' বাগধারাটির অর্থ-
ন্যাকামো
ভণ্ড ধার্মিক
বড়মুখ
অপদার্থ
21219. নিচের কোন বাগধারা দিয়ে 'ভূমিকা' বোঝায়?
গোবরে গণেশ
জলপানি
গৌরচন্দ্রিকা
পত্রপাঠ
21220. 'গদাই লস্করি চাল' বাগধারাটির অর্থ কী?
তুচ্ছ পদার্থ
অন্ধ অনুকরণ
আলসেমি
তুমুল কাণ্ড