Image
MCQ
2121. কম খরচে ডিসিকে এসি অথবা এসিকে ডিসিতে রূপান্তর করা যায় কীভাবে?
"থাইরিস্টর কনভার্টার" দ্বারা
ট্রান্সজিস্টর
ডায়োড
রেজিস্টর
2122. দীর্ঘ পরিবহন লাইন বিশ্লেষণে কোন পদ্ধতি বেশি কার্যকর?
রিগোরাস পদ্ধতি
TT পদ্ধতি
T পদ্ধতি
End condenser পদ্ধতি
2124. লাইনের মোট ক্যাপাসিট্যান্স সমান দুভাগে বিভক্ত হয়ে লাইনের উভয় প্রান্তে বিরাজ করলে তাকে কী বলে?
T পদ্ধতি
πপদ্ধতি
ডেল্টা
স্টার
2125. যে ইফেক্টের জন্য ট্রান্সমিশন লাইনের গ্রহণ প্রান্তের ভোল্টেজ প্রেরণ প্রান্ত অপেক্ষা বেশি হয়, তাকে কী বলে?
ফেরান্টি ইফেক্ট
প্রাক্সিমিটি ইফেক্ট
স্কিন ইফেক্ট
করোনা
2126. রেজিস্ট্যান্স এবং ইন্ডাক্টিভ পদ্ধতি বেশি ব্যবহৃত হয় কোন ধরনের রিয়্যাকট্যান্স উপাদান?
সিরিজ উপাদান
মিশ্র
প্যারালেল
ডেল্টা
2127. একটি ট্রান্সমিশন লাইন, যার Z= 75Ω, 300Ω লোডে পাওয়ার সরবরাহ করছে, এর স্ট্যান্ডিং ওয়েভ রেশিও (SWR) কত হবে? 1:4 2:1 1:2 4:1
1:4
2:1
1:2
4:1
2129. কন্ডাক্টরের ইকোনমিক সাইজ নির্ণয় করা হয়-
ওহমের সূত্র দ্বারা
কারশফের সূত্রের দ্বারা
কেলভিনের সূত্রের দ্বারা
জুলের সূত্রের দ্বারা
2130. কী ধরনের লোডে ভোল্টেজ রেগুলেশন পজিটিভ হয়?
ক্যাপাসিটিভ
রেজিস্টিভ ইন্ডাকটিভ
বাল্ব
ফ্যান
2131. আন্ডারগ্রাউন্ড ফল্টের কোন ক্ষেত্রে ইন্ডাকশন টেস্ট করা হয়?
গ্রাউন্ড ফল্ট
ওপেন সার্কিট ফল্ট
শর্টসার্কিট ফল্ট
আর্থ ফল্ট
2136. AC system primary transmission করা হয়-
3 ফেজ 3 তার দ্বারা
2 ফেজ 3 তার দ্বারা
3 ফেজ 4 তার দ্বারা
2 ফেজ মধ্যবিন্দু অর্থাৎ এর মাধ্যমে
2140. যে লোডের জন্য ফেরান্টি ইফেক্ট আসে, তাকে কী বলে?
ক্যাপাসিটিভ লোড
রেজিস্টিভ লোড
ইন্ডাক্টিভ লোড
বাল্ব