Image
MCQ
2063. যদি FM-এর Transmission bandwidth দ্বিগুণ হয়, তবে SNR হবে-
দ্বিগুণ
চারগুণ
এক-চতুর্থাংশ
অর্ধেক
2064. একটি রাডার সিস্টেমে PRF-কে বুঝায়-
Power Return Factor
Pulse Return Factor
Pulse Repetition Frequency
Pulse Response Factor
2066. Optical fiber-এর ভেতর দিয়ে data পাঠানোর মূলনীতি কোনটি?
Total internal refraction
Total external refraction
Total internal reflection
Total external reflection
2067. বহুদূরে কয়েকজনের মধ্যে মতবিনিময়ের অত্যাধুনিক পদ্ধতি-
ই-মেইল
টেলিকনফারেন্স
ভিডিও কনফারেন্স
বুলেটিন
2068. নিম্নের কোনটিতে Resonant সার্কিট ব্যবহার হয়?
অডিও Amplifier
RF Amplifier
ক ও খ
কোনোটিই না
2070. টিভি পিকচারের উইডল/টিভি পিকচারের হাইট অনুপাতকে বলা হয়-
অ্যাসপেক্ট রেশিও
সাইজ রেশিও
পিকচার রেশিও
ডাইমেনশনাল রেশিও
2071. রঙিন Colour TV রিসিভারে Varactor Diode ব্যবহার করা হয়-
Detection
রেক্টিফিকেশন
Tuning
ক ও খ
2075. একটি Antenna-এর Directive gain-কে বুঝায়-
পাওয়ারের অনুপাত
ভোল্টেজের অনুপাত
কারেন্টের অনুপাত
দূরত্বের অনুপাত
2078. 10V-এর আউটপুট ভোল্টেজ এবং 1mV-এর নয়েজ ভোল্টেজ উদ্ভূত একটি অ্যামপ্লিফায়ারের সিগন্যাল/নয়েজ রেশিও কত হবে?
80dB
-40dB
100dB
40dB
2079. সিনেমাস্কোপ প্রজেক্টরে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?
উত্তল
অবতল
জুম
সিলিন্ড্রিক্যাল