Image
MCQ
21801. 'অম্বর' এর প্রতিশব্দ কোনটি?
পৃথিবী
আকাশ
সমুদ্র
জল
21802. কোনটি 'অগ্নি'র সমার্থক শব্দ নয়?
পাবক
প্রজ্বলিত
বৈশ্বানর
সর্বশুচি
21803. নিচের কোনটি 'আকাশ' শব্দের সমার্থক নয়?
অন্তরীক্ষ
ব্যোম
অম্বর
হিমাংশু
21804. কোন উপজাতিটির আবাসস্থল 'বিরিশিরি' নেত্রকোনায়?
সাঁওতাল
গারো
খাসিয়া
মুরং
21805. কোনটি সমার্থক শব্দ নয়?
অনল
হুতাশন
পাবক
বিভাবরী
21806. 'আগুন' এর সমার্থক শব্দ কোনটি?
অনল
ভাতি
অংশু
জ্যোতি
21807. নিচের কোন দুটি সমার্থক শব্দ?
কৃশানু: পাবক
অনু: অহন
বারিদ: সুধাকর
বীচি: ওদন
21808. 'আকাশ' শব্দের প্রতিশব্দ কোনগুলো?
অলক, কণ্ডল, চিকুর
অণর, পাবক, বহ্নি
ব্যোম, অন্তরীক্ষ, শূন্য
ধরিত্রী, মহী, মেদিনী
21809. প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত?
রাঙামাটি
খাগড়াছড়ি
বান্দরবান
সিলেট
21810. 'অভিলাষ' শব্দটির অর্থ কী?
ইচ্ছা
আকাশ
অলক
উল্লাস
21811. বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কীভাবে রক্ষা হয়?
IDA credit-এর মাধ্যমে
IMF-এর bailout package-এর মাধ্যমে
প্রবাসীদের পাঠানো remittance-এর মাধ্যমে
বিশ্বব্যাংকের budgetary support-এর মাধ্যমে
21812. 'আনন্দ' এর সমার্থক শব্দ নয়-
হর্ষ
বিষাদ
পুলক
সুখ
21813. 'হর্ষ' শব্দের অর্থ কী?
হলুদ
আনন্দ
সাধ
দুষ্ট
21814. 'সর্বভুক' শব্দের সমার্থক শব্দ?
রাক্ষস
মাংসাশী
ক্ষুধার্ত
আগুন
21815. 'আনন্দ' এর সমার্থক শব্দ নয়-
উচ্ছ্বাস
সুরণ
উল্লাস
শ্রান্তি
21816. আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত?
খাগড়াছড়ি জেলায়
রাঙামাটি জেলায়
বান্দরবান জেলায়
কক্সবাজার জেলায়
21817. বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?
৩টি
৪টি
৫টি
৬টি
21818. 'আকাশ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
অন্তরীক্ষ
সুধাকর
বিভু
প্রভাকর
21819. 'আকাশ' এর সমার্থক শব্দ নয়-
গগন
ভুবন
অন্তরীক্ষ
অম্বর
21820. স্টিভ চেন ও চাড হারলির সাথে যৌথভাবে কোন বাংলাদেশি ইউটিউব (You Tube) প্রতিষ্ঠা করেন?
জাবেদ করিম
ফজলুল করিম
জাওয়াদুল করিম
মঞ্জুরুল করিম