MCQ
22121. উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে 'আ' কে কি ধ্বনি বলে?
হ্রস্বধ্বনি
সম্মুখ স্বরধ্বনি
বিবৃত স্বরধ্বনি
পশ্চাৎ স্বরধ্বনি
22122. নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি/ কোনটি যুগ্ম স্বরধ্বনি?
অ
ঐ
আ
ই
22123. কোনটি মৌলিক স্বরধ্বনি?
ও
ঐ
ঈ
এ
22124. অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে কী বলে?
ধ্বনি
মাত্রা
যতি
ছেদ
22125. বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ। ধ্বনি কয়টি?
২টি
৫টি
৩টি
৬টি
22126. পাশাপাশি দুটি স্বরধ্বনি একাক্ষর হিসেবে উচ্চারিত হলে তাকে কি বলে / একই সঙ্গে উচ্চারিত দুইটি মিলিত স্বরধ্বনিকে কি বলে?
মৌলিক স্বরধ্বনি
সমধ্বনি
মূলধ্বনি
যৌগিক স্বরধ্বনি
22127. বাংলা স্বরধ্বনিতে মোট কয়টি দীর্ঘস্বর আছে?
৭টি
৬টি
৯টি
৫টি
22128. কোন দুটি মূল স্বরধ্বনি নয়?
ঐ, অ
আ, ঔ
ঐ, ঔ
ই, ঔ
22129. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?
৭
৮
৯
১০
22130. এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলে-
শব্দ
বর্ণ
বাক্য
অক্ষর
22131. বাংলা স্বরধ্বনিতে কয়টি হ্রস্বম্বর আছে?
৪টি
৫টি
৭টি
৬টি
22132. ক থেকে ম পর্যন্ত ২৫টি ধ্বনিকে বলা হয়-
স্পর্শ ধ্বনি
জিহ্বামূলীয় ধ্বনি
উন্ম ধ্বনি
পরাশ্রয়ী ধ্বনি
22133. কোন বর্ণগুলোতে মাত্রা হবে না?
ক ও খ
ট এবং ঠ
খ এবং ল
এ এবং ঐ
22134. 'ক' থেকে 'ল' পর্যন্ত ব্যঞ্জনবর্ণের সংখ্যা কত?
২৫টি
২৭টি
২৮টি
২৬টি
22135. অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি?
১০টি
৮টি
৬টি
১টি
22136. বাংলা স্বরধ্বনি কয়টি?
৯
৭
১৯
১১
22137. কোন দু'টি স্বরের মিলিত ধ্বনিতে 'ঐ' ধ্বনির সৃষ্টি হয়?
অ এবং ই
অ এবং ঈ
এ এবং ই
উ এবং ই
22138. বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত?
৯
৭
১১
১৩
22139. বাংলা ভাষায় স্পর্শ বর্ণের সংখ্যা কয়টি?
২৩টি
২৪টি
২৫টি
২৬টি
22140. তালব্য বর্ণ কোনগুলো?
ই,ঈ
ও, ঔ
এ, ঐ