Image
MCQ
22081. বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণের সংখ্যা কয়টি?
ছয়টি
তিনটি
চারটি
পাঁচটি
22082. বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনি কত প্রকার?
২ প্রকার
৪. প্রকার
৩ প্রকার
৫ প্রকার
22083. 'ঔ' কোন ধরনের স্বরধ্বনি?
তালব্য স্বরধ্বনি
মিলিত স্বরধ্বনি
যৌগিক স্বরধ্বনি
কোনোটিই নয়
22084. ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলা হয়?
শব্দ
ধ্বনি
বর্ণ
চিহ্ন
22085. তালব্য বর্ণ কোনগুলি?
স, ও, ঘ. ত
খ. উ. ম. ল
ই, জ, ঞ, য়
র. ড়, ঢ়, ভ
22086. বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক দুটো বর্ণ কি কি?
ই এবং উ
অ এবং এ
ঐ এবং ঔ
আ এবং ও
22087. ওষ্ঠ্য' বর্ণ কোনগুলি?
ট, ঠ, ড, ঢ, ণ
প, ফ, ব, ভ, ম
ক. খ, গ, ঘ, ও
চ, ছ,জ,ঝ,ঞ
22088. দন্ত্য বর্ণ কোনগুলি?
ক. খ. গ. ঘ
প. ফ, ব, ভ
ট, ঠ, ড, ঢ
ত, থ, দ, ধ
22089. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে-
৩২,৮.১০
৩০.৮.১২
৩২.৭.১১
৩২.৭,৯
22090. বাংলা স্বরবর্ণে স্বরধ্বনি মূল কয়টি?
দুটি
পাঁচটি
চারটি
সাতটি
22091. বাগযন্ত্রের অংশ কোনটি?
স্বরযন্ত্র
দাঁত
ফুসফুস
উপরের সবকটি
22092. নিচের যে গুচ্ছে একটিও ঘর্ষণজাত ধ্বনি নেই-
চ. ব. হ
র, ল, শ
ল, স, ছ
ফ, ড়, চ
22093. নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
অ্যা
22094. জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনি গুলোকে কী বলে?
নিম্ন-স্বরধ্বনি
জিভ-স্বরধ্বনি
অগ্র-স্বরধ্বনি
সম্মুখ-স্বরধ্বনি
22095. বাংলা ভাষার যৌগিক স্বরধ্বনির সংখ্যা কোনটি?
২৪টি
২৭টি
২৫টি
২৩টি
22096. নিচের কোন ধ্বনি বাংলায় নেই?
ওষ্ঠ্য
তালব্য
দন্তৌষ্ঠ্য
মূর্ধন্য
22098. নিচের কোনগুলো কণ্ঠ্যধ্বনি?
ক. খ, গ, ঘ. ঙ
চ, ছ, জ, বা, ঞ
ট, ঠ, ড, ঢ, ণ
প, ফ, ব, ভ, ম
22099. ন, স-
ওষ্ঠ্য ব্যঞ্জনবর্ণ
দন্তমূলীয় ব্যঞ্জনবর্ণ
দন্ত্য ব্যঞ্জনবর্ণ
কণ্ঠনালীয় ব্যঞ্জনবর্ণ
22100. নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কী বলে?
যৌগিক ধ্বনি
বর্ণ
অক্ষর
মৌলিক স্বরধ্বনি