Image
MCQ
22101. বাংলা ভাষায় বর্গীয় বর্ণ কয়টি?
২৫ টি
২৬ টি
৪০ টি
৩৯ টি
22102. ড় এবং ঢ় ধ্বনি দুটি কী ধ্বনি?
ঘোষ
অল্পপ্রাণ
তাড়নজাত
শিস
22104. 'অক্ষর' হচ্ছে-
শব্দের অংশ
পদের অংশ
বাক্যের অংশ
ধ্বনির অংশ
22105. 'র' কোন জাতীয় ধ্বনি?
পার্শ্বিক ধ্বনি
তাড়নজাত ধ্বনি
কম্পনজাত ধ্বনি
স্পর্শ ধ্বনি
22106. পার্শ্বিক ব্যঞ্জনের উদাহরণ কোনটি?
22107. বাংলা ব্যাঞ্জনবর্ণ কতটি বর্গে ভাগ করা হয়েছে?
তিন
চার
পাঁচ
ছয়
22108. 'ক' বর্গের ধ্বনিসমূহের উচ্চারণস্থান কোনটি?
জিহ্বামূল
পশ্চাৎদন্তমূল
অগ্রতালু
অগ্রদন্তমূল
22109. তাড়নজাত ব্যাঞ্জনধ্বনি কোনটি?
ড় ঢ়
ক. খ
চ. ছ
প, ফ
22110. বাংলা বর্ণমালায় পর্বের সংখ্যা কত?
১৬
১৩
১২
22111. কোনগুলো দন্ত্য ধ্বনি?
প, ফ, ব, ভ, ম
ত, থ, দ, ধ, ন
ক, খ, গ, ঘ, ঙ
চ, ছ, জ, ঝ, এ
22112. যেটিতে বাংলা বর্ণের যথাযথ ক্রম অনুসৃত হয়নি-
ঈ, উ, ঊ, ঋ
র. ল, ব, য
ফ, ব, ভ, ম
অ,ঙ, চ, ছ, জ
22113. বাংলায় নাসিক্য ধ্বনি ক'টি?
দুটি
চারটি
তিনটি
পাঁচটি
22114. কোনগুলি ওষ্ঠ্যধ্বনি?
চ,ছ,জ,ঝ
প,ফ,ব,ভ ব
ত,থ,দ,ধ
ঘ,য,র,ল,
22115. নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির চিহ্ন?
22116. বাংলা ব্যাকরণে পরাশ্রয়ী বর্ণযুক্ত শব্দ কোনগুলো?
আস্ত্র, বৃহৎ, মিঞা
আয়না, হরিণ, ঋণ
শিউলি, উচিত, বৃষ
রং, চাঁদ, দুঃখ
22117. 'ঔ' কোন ধরনের স্বরধ্বনি?
যৌগিক স্বরধ্বনি
তালব্য স্বরধ্বনি
মিলিত স্বরধ্বনি
কোনোটিই নয়
22118. 'ম' বর্ণ উচ্চারিত হয় ?
তালু থেকে
মূর্ধা থেকে
দন্ত থেকে
ওষ্ঠ্য থেকে
22119. কোন চারটি বর্ণকে উষ্মবর্ণ বলা হয়?
ক.চ,ট,ত
শ.ম.স.হ
খ.ছ,ঠ.থ
গ.জ.ত.চ
22120. বাংলা ভাষায় ওষ্ঠ্যব্যঞ্জন ধ্বনির সংখ্যা কত?
২টি
৭টি
8টি
৫টি