Image
MCQ
22821. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
কারো ফাগুন মাস, কারো সর্বনাশ
সে প্রাণিবিদ্যায় দুর্বল
আগত শনিবার কলেজ বন্ধ থাকবে
বিধি লঙ্ঘিত হয়েছে
22822. কোন বাক্যটির শুদ্ধ প্রয়োগ হয়েছে?
অন্যায়ের ফল অনিবার্য
অন্যায়ের ফল আবশ্যক
বিধি লঙ্ঘন হয়েছে
কোথায় আমরা একত্র হব?
22823. সন্ধির প্রধান কাজ কী?
ধ্বনি পরিবর্তন
অর্থের পরিবর্তন
পদের পরিবর্তন
বাক্য সংকোচন
22824. কোনটি ভুল বাক্য?
দীনতা সব সময় ভাল নয়
দেশের দারিদ্র দূর করতে হবে
সময় বড় সংক্ষিপ্ত
এখানে প্রবেশ নিষিদ্ধ
22825. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
গায়ক
কুলটা
পবিত্র
ভাবুক
22826. শুদ্ধ বাক্য কোনটি?
দৈন্যতা নিন্দনীয়
দরিদ্রতা অভিশাপ
ভুল লিখতে ভুল করো না
ফুল দেখতে সুন্দর
22827. নিচের কোন বাক্যটি অশুদ্ধ?
নিশ্চিত সংবাদ পেয়েছ কি?
চিক চিক করে বালি কোথা নাহি কাদা
বাংলাদেশ একটি উন্নতশীল দেশ
রাঙ্গামাটি পার্বত্য এলাকা
22828. কোনটি শুদ্ধ বাক্য?
ইহার আবশ্যক নাই
বুনো ওল, বাঘা তেঁতুল
বুনো কচু, বাঘা তেঁতুল
ইহা প্রমাণ হইয়াছে
22829. কোনটি সঠিক?
চলাকালীন সময়ে
চলাকালের সময়ে
চলাকালে
চলাকালিন সময়ে
22830. কোনটি শুদ্ধ বাক্য?
তাহার সৌজন্যতায় আমি সুযোগটি পেয়েছি
তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি
তাহার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি
তার সৌজন্যতায় আমি সুযোগটি পেয়েছি
22831. কোনটি শুদ্ধ বাক্য?
মেয়েটি বুদ্ধিমান
আকণ্ঠ পর্যন্ত ভোজন করলাম
এ সৌন্দর্য ছেড়ে কোথাও নড়িতে ইচ্ছা হয় না
নৌকা স্রোতে ভাসিয়া চলিয়াছিল
22832. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
তিনি গুণীজন; সম্মান তাঁর প্রাপ্য
দুষ্কৃতিকারীদের ছুটি দেওয়া উচিত নয়
তিনি স্বস্ত্রীক বেড়াতে এসেছে
ছেলেরা সকলে একত্রিত হয়ে খেলছে
22833. কোন বাক্যটি শুদ্ধ?
সেদিন থেকে তিনি সেখানে আর যায় না
তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম
তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ
আপনি স্বপরিবারে আমন্ত্রিত
22834. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
অনুষ্ঠান চলাকালীন সময় বৃষ্টি শুরু হয়
তার সকল চেষ্টা ব্যর্থ হয়েছে
বাংলাদেশ সমৃদ্ধশালী দেশ
আরিফ সবচেয়ে শ্রেষ্ঠতম শিল্পী
22835. শুদ্ধ বাক্য নয় কোনটি?
বিদ্বান হলেও তার কোনো অহংকার নেই।
ইশ। যদি পাখির মত পাখা পেতাম।
অকারণে ঋণ করিও না।
হয়তো সোহমা আসতে পারে।
22836. কোন বাক্যটি শুদ্ধ?
রহিমা পাগলি হয়ে গেছে
রহিমা পাগল হয়ে গেছে
রহিমা পাগলিনী হয়ে গেছে
রহিমা পাগলী হয়ে গেছে
22837. 'সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন' বাক্যটির শুদ্ধরূপ কোনটি?
সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন
সকল সভ্য এখানে উপস্থিত ছিলেন
সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন
খ, গ উভয়েই
22838. 'রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য' বাক্যটির শুদ্ধরূপ কোনটি?
রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য
রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য
রচনাটির উৎকর্স অনস্বীকার্য
রচনাটির উৎকর্ণ অনস্বীকার্য
22839. কোনটি শুদ্ধ বাক্য?
আমার বড় দুরাবস্থা
আমার বড় দূরবস্থা
আমার বড় দুরবস্থা
আমার বড় দূরাবস্থা
22840. শুদ্ধ রূপটি দেখান-
সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান
সাহিত্যিক ও সংস্কৃতিক অনুষ্ঠান
সাহিত্য ও সংস্কৃতিক অনুষ্ঠান
সাহিত্যক ও সাংস্কৃতিক অনুষ্ঠান