MCQ
22781. 'অরণ্য' এর লিঙ্গান্তর কী?
আরণ্য
অরণ্য
অরণী
অরণ্যানী
22782. 'বিচ্ছিন্ন' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
বিচ+ছিন্ন
বি+ছিন্ন
বিৎ+চ্ছিন্ন
বিৎ+ছিন্ন
22783. সন্ধি-বিচ্ছেদ কোনটি ঠিক?
তত+হিত
তৎ+ধিত
তৎ+হৃত
তদ্+হিত
22784. 'উচ্ছ্বাস' শব্দের সন্ধি-বিচ্ছেদ হচ্ছে-
উত+চ্ছাস
উৎ+ছাস
উৎ+শ্বাস
উঃ+চ্ছাস
22785. 'দিগন্ত' এর সন্ধি বিশ্লেষণ-
দিক্+অন্ত
দিগ্+অন্ত
দি+অন্ত
দিখ্+অন্ত
22786. 'ষড়ানন' এর সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
ষড়া+আনন
ষড়া+আনন
ষট্+আনন
ষঢ়া+নন
22787. 'বাদশাহ' এর লিঙ্গান্তর কোনটি?
রানী
বেগম
বাদশানী
সম্রাজ্ঞী
22788. সন্ধি-বিচ্ছেদ করুন: 'তদবধি'।
তদ+বধি
তদ+অবধি
তদো+বধি
তৎ+অবধি
22789. নিচের কোন স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক শব্দ আছে?
ননদ
কুলটা
নবীন
কবিরাজ
22790. 'উন্নয়ন' এর সন্ধি-বিচ্ছেদ-
উৎ+নয়ন
উন্ন+য়ন
উৎ+য়ন
উৎ+অন
22791. 'বজ্জাত' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ করুন:
বৎ+জাত
বদ্+জাত
বজ+জাত
ব+জাত
22792. 'উদ্যোগ' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
উদ+যোগ
উৎ+যোগ
উদ্যো+গ
উত+যোগ
22793. সন্ধিজাত শব্দ-
উন্মনা
দখিনা
ফাল্গুন
মিনতি
22794. 'চলচ্চিত্র' এর সন্ধি-বিচ্ছেদ-
চল+চিত্র
চলত+চিত্র
চলৎ+চিত্র
চল+চীত্র
22795. 'বাগদান' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ করুন:
বাক্+দান
বাগ+দান
বাঃ+দান
কোনোটিই নয়
22796. 'ষড়ঋতু' শব্দের সন্ধি-বিচ্ছেদ-
ষড়+ঋতু
ষড়ু+ঋতু
ষট+ঋত
ষট্+ঋতু
22797. 'উল্লাস' এর সন্ধি-বিচ্ছেদ-
উৎ+লাস
উদ+লাস
উল+লাস
উঃ+লাস
22798. 'বাগাড়ম্বর' শব্দের সন্ধি-বিচ্ছেদ-
বাগ+আম্বর
বাগ+আড়ম্বর
বাক+অম্বর
বাক্+আড়ম্বর
22799. 'পদ্ধতি' শব্দের সন্ধি-বিচ্ছেদ করলে পাওয়া যায়-
পদ+ধতি
পৎ+ধতি
পথ+ধতি
পদ্+হতি
22800. 'কুলি' শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
মহিলা কুলি
কামিন
কুলিনী
কামিনী