Image
MCQ
22801. 'অহ্ন' শব্দের বিপরীত শব্দ কোনটি? (বিডিবিএল সিনিয়র অফিসার: ১১]
সূর্য
গতি
রাত্রি
অপর
22802. 'টিউলিপ' এর দেশ কোনটি?
থাইল্যান্ড
জাপান
নেদারল্যান্ড
ফিনল্যান্ড
22803. 'অর্বাচীন' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? [বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন পদ: ২৩/ ডাক বিভাগের পোস্টম্যান: ২৩]
নিরপরাধ
প্রাচীন
অনুজ
অনভ্যাস
22804. 'অর্পণ' এর বিপরীত শব্দ কোনটি? (সওজের উপ-সহকারী প্রকৌশলী: ২২/ বাংলাদেশ ব্যাংকের অফিসার: ০১]
গ্রহণ
প্রদান
বিয়োজন
কোনোটিই নয়
22805. 'অমৃত' এর বিপরীতার্থক শব্দ- বেসামরিক বিমান চলাচলের সহকারী নিরাপত্তা কর্মকর্তা: ২১/ পিটিআই এর ইন্সট্রাক্টর: ১৯]
তিক্ত
বিষাক্ত
বিরল
গরল
22806. 'অপাংক্তেয়' এর বিপরীতার্থক শব্দ কোনটি? বাংলাদেশ কৃষি ব্যাংক ডাটা এন্ট্রি অপারেটর: ১২]
অতুলনীয়
ঘরোয়া
সামাজিক
পংক্তিহীন
22807. 'অনুরক্ত' এর বিপরীত শব্দ কোনটি? প্রাথমিক সহকারী শিক্ষক: ০৩] )
আসক্ত
সংসক্ত
আরক্ত
বিরক্ত
22808. সর্বনিম্ন মূল্যমানের ব্যাংক নোট-
১ টাকা
৫ টাকা
২ টাকা
১০ টাকা
22809. বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত?
লাইবেরিয়া
কঙ্গো
সিয়েরালিওন
নরওয়ে
22810. 'অনুগ্রহ' এর বিপরীতার্থক শব্দ- সমন্বিত পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ): ২২/ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক: ১৩]
নিগ্রহ
দয়া
বিগ্রহ
প্রতিগ্রহ
22811. ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তর কোথায় অবস্থিত?
হোয়াইট হল
ওয়েস্ট মিনিস্টার অ্যাবে
মার্বেল চার্চ
বুশ হাউজ
22812. 'ডিজিটাল বাংলাদেশ' ঘোষণা করা হয়-
২৯ ডিসেম্বর, ২০০৯
২১ ডিসেম্বর, ২০০৮
১২ ডিসেম্বর, ২০০৮
১২ ডিসেম্বর, ২০০৯
22813. 'অনাস্থা' শব্দটির বিপরীত শব্দ- (প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ৯২]
প্রদান
আমল
আকর্ষণ
আস্থা
22814. 'অপস্রিয়মাণ' শব্দটির বিপরীত কী? সহকারী জজ নিয়োগ পরীক্ষা: ০৮]
উদীয়মান
ক্ষয়মান
বিলীয়মান
বিবর্তমান
22815. 'অলীক' এর বিপরীতার্থক শব্দ কোনটি? (১৩তম প্রভাষক নিবন্ধন:১৬]
অলৌকিক
লৌকিক
বাস্তব
অবাস্তব
22816. 'অপচয়' এর বিপরীত শব্দ কোনটি? । বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ট্রাফিক: ২৩/ এনএসআই এর ওয়াচার কনস্টেবল: ১৯।
সাশ্রয়
কৃচ্ছতা
কৃপণতা
সঞ্চয়
22817. 'অনাবিল' শব্দের বিপরীত শব্দ- অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী: ১১/
আবিল
নাবিল
আনাবিল
কোনোটিই নয়
22818. নদীবিহীন দেশ কোনটি?
ইরাক
সিরিয়া
সৌদি আরব
মিশর
22819. 'অমরাবতী' এর বিপরীত শব্দ কোনটি? (বাংলাদেশ কৃষি ব্যাংক: ১১]
সুরলোক
অম্বর
দ্যুলোক
গরল
22820. 'অনন্ত' এর বিপরীতার্থক শব্দ কোনটি? (আবাসন পরিদপ্তরের সহকারী পরিচালক: ০৬/
অসীম
সীমাহীন
অকুল
সান্ত