Image
MCQ
23661. যে-সব ঘের প্রান্তিক স্টেশনে সমাপ্ত হয় না, তাদেরকে বলা হয়-
বদ্ধ ঘের
খোলা ঘের
উপ-ঘের
প্রধান ঘের
23662. থিওডোলাইটের উল্লম্ব বৃত্ত যদি দর্শকের ডানে অবস্থানকরে, তবে তা-
বামমুখী অবস্থান
সম্মুখ অবস্থান
ডানমুখী অবস্থান
কোনোটিই নয়
23663. নিচের কোনটি ত্রিমাত্রিক জরিপ?
শিকল জরিপ
সমতলমিতি
কন্টুর জরিপ
থিওডোলাইট জরিপ
23664. থিওডোলাইটের মুখ পরিবর্তনের জন্য ট্রানজিটিং করার পর যন্ত্র কতটুকু ঘুরাতে হয়?
90°
180°
270°
360°
23665. লেভেল যন্ত্রের মৌলিক রেখা কয়টি?[ΒΕΡΖΑ-23]
৩টি
৪টি
৫টি
৬টি
23666. সমোন্নতি মানচিত্র প্রণয়নের কলাকৌশলের নাম-
কন্টুর
কন্টুরিং
লেভেল
লেভেলিং
23667. প্রকৌশলীরা মাটি কাটা ও খননের পরিমাণ নিরূপণে ব্যবহার করে-
কন্টুর মানচিত্র
কিস্তোয়ার মানচিত্র
শিকল জরিপ মানচিত্র
থিওডোলাইট জরিপ মানচিত্র
23668. কোন বাঁক বরাবর সুপার এলিভেশনের মান ক্রমান্বয়ে বৃদ্ধিপ্রাপ্ত হয়? - [SB-16]
সরল
যৌগিক
ক্রান্তি বাঁক
বিপরীত
23669. ট্রানজিট থিওডোলাইটের কলিমেশন রেখা যন্ত্রের অনুভূমিক অক্ষের - থাকবে।
সমকোণে
সমান্তরালে
লম্বালম্বি
কোনাকুনি
23670. সম্মুখ বিয়ারিং উত্তর-পূর্ব হলে পশ্চাৎ বিয়ারিং হবে- [MODMR-06]
উত্তর-পশ্চিম
পূর্ব-পশ্চিম
দক্ষিণ-পশ্চিম
দক্ষিণ-পূর্ব
23671. থিওডোলাইটের মৌলিক রেখা-
৪টি
৫টি
৬টি
৭টি
23672. প্লেন টেবিল জরিপের আধুনিকতম পদ্ধতি-
ভূ-আলোকচিত্র জরিপ
টপোগ্রাফিক
কম্পাস
টেকোমেট্রিক
23673. অস্থায়ী সমন্বয়নের ধাপ কয়টি?
৩টি
৪টি
৫টি
৬টি
23674. উপাত্ত তল থেকে সমলম্ব দূরত্বে অবস্থিত ভূপৃষ্ঠস্থ বিভিন্ন বিন্দুর সংযোগকারী রেখার নাম-
উল্লম্ব রেখা
অনুভূমিক রেখা
কন্টুর রেখা
সমোন্নতি রেখা
23675. শত্রু সৈন্যের অবস্থান চিহ্নিতকরণে ব্যবহৃত হয়-
কন্টুর মানচিত্র
কিস্তোয়ার মানচিত্র
শিকল জরিপ মানচিত্র
থিওডোলাইট জরিপ মানচিত্র
23676. স্থানীয় আকর্ষণ না থাকলে সম্মুখ ও পশ্চাৎ বিয়ারিং-এর পার্থক্য হওয়া উচিত- [R&H-06]
৬০°
৯০°
১৮০°
৩৬০°
23677. থিওডোলাইটের স্থায়ী সমন্বয়ন-
৪টি
৫টি
৬টি
৭টি
23678. দীর্ঘ জ্যা- [SB-16]
R sinφ/2
2R sinφ/2
2R tanφ/2
R tanφ/2
23679. লেভেলিং যন্ত্র ও স্টাফের মাঝে সর্বাধিক দূরত্ব কত হওয়া উচিত?[MODMR-06]
৫০ মিটার
৬০ মিটার
৮০ মিটার
১০০ মিটার
23680. পাহাড়িয়া এলাকায় স্বল্প সময়ে কোন জরিপ সহজে করা যায়?
তদন্ত জরিপ
প্লেন টেবিল জরিপ
বাস্তু জরিপ
থিওডোলাইট জরিপ