Image
MCQ
24081. সেপটিক ট্যাংক ডিজাইনের সময় সর্বোচ্চ প্রবাহ গড় প্রবাহের কত গুণ ধরা হয়?
১.৫ গুণ
২ গুণ
২.৫ গুণ
৩ গুণ
24082. সেপটিক ট্যাংক ডিজাইনের সময় গড় মাথাপিছু দৈনিক সিউয়েজের প্রবাহের পরিমাণ কত লিটার ধরা হয়?
৫০-৭০ লিটার
৬০-৭৫ লিটার
৭০-৮৫ লিটার
৭৫-৯০ লিটার
24083. সিউয়ার লাইন পরির্দশন, পরিষ্কারকরণ ও মেরামতের জন্য কী নির্মাণ করা হয়?
পরিদর্শন কক্ষ
হেডরুম
ম্যানহোল
উইয়ার
24084. সেপটিক ট্যাঙ্কের দুই কক্ষের মাঝের ওয়ালকে বলা হয়-
Whope wall
Wing wall
বাফেল ওয়াল
Pier
24085. স্যানিটারি সিস্টেমে সিউয়ারের সর্বনিম্ন ও সর্বোচ্চ আকার হয়-
৫ সেমি এবং ১০০ সেমি
১৫ সেমি এবং ১২০ সেমি
১০ সেমি এবং ১৮০ সেমি
১০ সেমি এবং ১৫০ সেমি
24086. সিউয়ারে জমা কাদামাটি, বালি ইত্যাদি পরিষ্কারের জন্য ব্যবহৃত হয়-
ওভারফ্লো উইয়ার
ল্যাম্বহোল
ক্যাচ পিট
ফ্লাশিং ট্যাংক
24087. সেপটিক ট্যাংকে সিউয়েজের অবরোধকাল কত ধরা হয়?
১২ ঘণ্টা
২৪ ঘণ্টা
১৮ ঘণ্টা
৩৬ ঘণ্টা
24088. সালেজ-এ অন্তর্ভুক্ত নয়-
রান্নাঘর থেকে নির্গত নোংরা জল
কলতলা ও হাত-মুখ ধৌত করা নোংরা জল
স্নানাগার থেকে নির্গত নোংরা জল
কসাইখানা ও হাসপাতালের অস্ত্রোপচার থেকে থেকে নির্গত তরল
24089. কত মাস পর পর সেপটিক ট্যাংক পরিষ্কার করা উচিত?
৪ মাস
৫ মাস
১২ মাস
৬ মাস
24090. মাথাপিছু Garbage-এর পরিমাণ কত কেজি ধরা হয়?
০.১৫-০.২৫
১.০-১.১
০.১-০.২ ০
.৫-০.৭
24091. মাথাপিছু সালেজের পরিমাণ কত?
৯০-২২৫ লিটার
৯০-১০০ লিটার
১০০-১৫০ লিটার
৯০-১২৫ লিটার
24092. বায়োগ্যাসের প্রধান উপাদান হলো-
পানি
মিথেন
ইউরিয়া
মূত্র
24093. সোজা রাস্তায় কত মিটার পর পর ম্যানহোল তৈরি করা হয়?
৬০ মিটার থেকে ৯০ মিটার
৫০ মিটার থেকে ৭০ মিটার
৪০ মিটার থেকে ৬০ মিটার
৩০ মিটার থেকে ৫০ মিটার
24094. ১৫ সেমি ব্যাস পর্যন্ত সিউয়ারের স্বধৌত বেগ কত?
১ মি./সেকেন্ড
১.৫ মিটার/সে
০.৭৫ মি./সে
০.৫ মি./সে
24095. সেপটিক ট্যাংকের ফ্রিবোডি রাখা হয় সাধারণত-
৩৫ সেমি
৪০ সেমি
৪৫ সেমি
৫০ সেমি
24097. নিষ্কাশন ব্যবস্থায় যে Pipe গ্যাস চলাচলের ব্যবস্থা করে, তাকে বলা হয়-
Water Pipe
Soil Pipe
Vent Pipe
Gass Pipe
24098. কখন ড্রপ ম্যানহোল নির্মাণ করা হয়?
যখন দুটি সিউয়ারে লেভেল পার্থক্য কম হয়
যখন দুটি সিউয়ারে লেভেল পার্থক্য খুব বেশি হয়
যখন বৃষ্টিপাতের পরিমাণ কম হয়
যখন বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়
24099. যে পাইপ ওয়াটার ক্লোজেট, ইউরিনাল ইত্যাদি ফিক্সচার থেকে ময়লা গ্রহণ করে, তাকে বলা হয়-
Vent Pipe
Soil Pipe
Invert Pipe
কোনোটিই নয়
24100. সিউয়ার অথবা ড্রেনের ভিতরের সর্বনিম্ন অংশকে বলা হয়-
Crude
Infiltration
Vent
Invert