24089. কখন ড্রপ ম্যানহোল নির্মাণ করা হয়?
যখন দুটি সিউয়ারে লেভেল পার্থক্য কম হয়
যখন দুটি সিউয়ারে লেভেল পার্থক্য খুব বেশি হয়
যখন বৃষ্টিপাতের পরিমাণ কম হয়
যখন বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: যখন দুটি সিউয়ারের লেভের পার্থক্য খুব বেশি হয়, তখন ড্রপ ম্যানহোল নির্মাণ করা হয়। একটি সিউয়ার পাইপের উচ্চতা অপর আর একটি সিউয়ার পাইপ থকে 0.70m-এর বেশি হলে ড্রপ ম্যানহোল নির্মাণ করা হয়।