Image
MCQ
24142. সড়কের বাঁকে যে Slope দেওয়া হয়, তাকে বলা হয়-[BPSC-20]
Angle of friction
Angle of repose
Angle of banking
Crossing angle
24143. সমুদ্র উপকুলীয় কাঠামো নির্মাণে যে পাইল বেশি ব্যবহৃত হয়-
ক্রু পাইল
স্টিল পাইপ পাইল
সিলিন্ডার পাইল
ডিস্ক পাইল
24144. Length of an individual span of Padma Bridge is [BPSC-22]
100m
160m
140m
150m
24145. যদি A ও B বিন্দুর Level পার্থক্য 1m হয় এবং তাদের দূরত্ব 50m হয় তাহলে Gradient হবে- [BPSC-20]
1 in 2
50%
1%
1 in 50
24146. দালানে ছাদের উপর অল্প উঁচু করে যে দেয়াল নির্মাণ করা হয়, তাকে বলে-
রকিং কোর্স
স্ট্রিং কোর্স
কোপিং
প্যারাপেট
24147. কাঠের পাইলের সর্বোচ্চ লোড বহনক্ষমতা-
10 Ton
15 Ton
20 Ton
25 Ton
24148. পাইলের সর্বনিম্ন অংশ-
আয়রন সু
আয়রন কিং
গ্রুপিং অব পাইল
পাইল ক্যাপ
24149. শতকরা কত ভাগের অধিক লবণযুক্ত পানি কংক্রিটে ব্যবহার করা হয়?
৫%
১৫%
১০%
২০%
24150. প্রতি ঘণ্টায় ট্র্যাফিকের পরিমাণ কত হলে Rotary Intersection (চক্রাকার সন্ধি) ডিজাইন করা হয়?/BWDB-20]
৫০০-১০০০
১০০০-১৫০০
১০০০ - ২০০০
১৫০০-২৫০০
24151. পানির নিচে ভিত্তি স্থাপনের জন্য যে কাঠামো পাইলের মতো ব্যবহৃত হয় তা-
কফার ড্যাম
কেইসন
রেমন্ড পাইল
ফ্রাঙ্কি পাইলآ
24152. বালির আয়তন স্ফীতিতে এর আয়তন বৃদ্ধি পায়-
5-10%
10-15%
20-30%
25-40%
24153. ব্রডগেজে Cant deficiency কত? [BBA-20]
৭.৫ সেমি
৭.৬ সেমি
৫.১ সেমি
৩.৩ সেমি
24154. In road construction, rolling starts from-(BPSC-22]
Edge to Centre
Centre to Edge
From one edge to other edge
Any one of the above
24155. অ্যাগ্রিগেটে দীর্ঘায়িত এবং ফ্লাকি কণাগুলো শতকরা কত ভাগের বেশি হওয়া উচিত নয়?
5-10
10-15
15-20
20-25
24156. সাধারণত প্রি-কাস্ট পাইলের ব্যাস-
30-60cm
35-65cm
35-75cm
40-70cm
24157. Efflorescence in cement plaster is due to excess of- [BPSC-22]
Alumine
Alkali
Lime
Silica
24158. কোনটি গভীর ভিত্তির আওতাভুক্ত নয়?
পাইল
কফার ড্যাম
আন্ডার রিম
কেইসন
24159. নরম মাটি বা পানি অতিক্রম করে যে পাইল কঠিন স্তরে কাঠামোর লোডকে পৌছিয়ে দেয়, তাকে বলে-
শিট পাইল
ব্যাটার পাইল
ফ্রিকশন পাইল
বিয়ারিং পাইল
24160. গাঁথুনিতে ব্যবহারের পূর্বে ইটকে পানিতে ভিজানো হয়-
ইটকে পরিষ্কার করার জন্য
ইট ঠান্ডা রাখার জন্য
ইটের সাথে মশলার ভালো সংযোজনের জন্য
ইট যাতে মশলায় ব্যবহৃত পানি শোষণ করতে না পারে