Image
MCQ
24581. Capillary action সবচেয়ে বেশি হবে-
Coarse sand-এ
Silt-এ
Clay-তে
Find sand-এ
24582. ৬৬। Isometric projection-এ বেইস লাইনের সাথে যে কোণে কোনো বস্তু অঙ্কন করা হয়-(DM-19)
60° কোণে
45° কোণে
180° কোণে
120° কোণে
24583. কোন যন্ত্রে বার্নোলির সূত্র ব্যবহার করা হয়? [DWASA-20]
ভেনচুরিমিটার
পিটটটিউব
অরিফিস
সবগুলো
24584. কোন ওয়াটার বডির ফ্রি-সার্ফেসের ৫ মিটার নিচে প্যাসকেল ইউনিটে চাপ কত? [BGFCL-21]
৬০০৫০
৬৭০৬৮
৮৯০৭০
৪৯০৫০
কোনোটিই নয়
24585. ১ মিটার চওড়া একটি আয়তকার Weir এর উপর দিয়ে প্রবাহিত পানির স্থির হেড ৫০ সেমি। প্রবাহের সহগ Cd = 0.60 হলে, লিটার/সেকেন্ড এককে প্রবাহ কত হবে? [BWDB-20]
৬১২
৬১৮
৬২৬
৬৩২
24586. এক বায়ুমণ্ডলীয় চাপ সমান- [TTC-21]
১৪.৭ কেজি/সেমি_2
১ কেজি/মি_2
১.০৩৩ কেজি/সেমি_2
১.০৩৩ কেজি/মি_2
24587. কোনো প্রবাহের Reynolds নাম্বর ২১৫০ হলে, তা কী ধরনের প্রবাহ? [BWDB-20]
ক্রিটিক্যাল ফ্লো
ল্যামিনার
অবাধ্য/টার্বুলেন্ট
সুটিং
24588. সূক্ষভাবে পানির হেড মাপতে কোন গেজ ব্যবহৃত হয়? [BGFCL-21]
ফ্লোট গেজ
হুক গেজ
স্টাফ গেজ
টাইড গেজ
কোনোটিই নয়
24589. পানির কতটুকু উচ্চতার জন্য ২ কেজি/বর্গসেমি চাপ পাওয়া যাবে? [BWDB-20]
২০ মি
১৮ মি
২২ মি
১৫ মি
24590. আণবিক আকর্ষণের ওপর ভিত্তি করে কী নির্ণয় করা হয়?
কৈশিকতা
পৃষ্ঠটান
সান্দ্রতা
সংকোচনশীলতা
24591. এক মাইক্রো বলা হয়-
107
108
109
10-6
24592. তরল পদার্থকে-
বৃদ্ধি করা যায় না
সংকোচন করা যায় না
সংকোচন করা যায়
কোনোটিই নয়
24593. ৬৫। ধারাবাহিক বন্ধ কন্টুর রেখাগুলোর যদি বাইরের দিকে কন্টুর মান বেশি হয়, তবে তা নির্দেশ করে-(DM-19)
সমতল ভূমি
অধিত্যকা
জলাশয় বা পুকুর
পাহাড় বা টিলা
24594. Contouring-এর ডাইরেক্ট মেথডটি-
দ্রুত সম্পন্ন হয়
ধীরে সম্পন্ন হয়
অতি নির্ভুল প্রক্রিয়া
পাহাড়ি এলাকায় ব্যবহৃত হয়
24595. গ্যাসের ভিসকোসিটি। [BGFCL-21]
তাপমাত্রা কমলে বেড়ে যায়
তাপমাত্রা বাড়লে বাড়ে
তাপমাত্রা কমা/বাড়ার সাথে পরিবর্তিত হয় না
তাপমাত্রা বাড়লে প্রথমে বাড়ে, তবে এক পর্যায়ে পৌছানোর পর স্থির হয়ে যায়
কোনোটিই নয়
24596. Pitot tube দিয়ে কী মাপা হয়? [BPSC-20]
Stagnation point-এর বেগ
Stagnation pressure
Static pressure
Dynamic pressure
24597. পানির unit weight-
৫০ পাউন্ড/ঘনফুট
৬২.৫০ পাউন্ড/ঘনফুট
৯০.৫০ পাউন্ড/ঘনফুট
১০০.৫ পাউন্ড/ঘনফুট
24598. স্থির তরলে খাড়াভাবে ডুবন্ত একটি তলের উপর Centre of pressure-এর অবস্থান- [BPSC-20]
ডুবন্ত তলের Centroid-এ
সর্বদাই তলের Centroid-এর উপরে
সর্বদাই তলের Centroid-এর নিচে
উপরের কোনোটিই নয়
24599. পানির গভীরতা বাড়ার সাথে সাথে চাপ- [BPSC-20]
কমে
স্থির থাকে
বাড়ে
উপরের কোনোটিই নয়
24600. দিনে মাথাপিছু পানি ব্যবহারের গড় পরিমাণ-
২০ গ্যালন
৫০ গ্যালন
৮০ গ্যালন
১০০ গ্যালন