Image
MCQ
24521. বার্নোলির সূত্রের মূল হলো প্রতিকণার মোট হেড-
সমান
অসমান
পরিবর্তনশীল
শূন্য
24522. অতি উচ্চ চাপ মাপার জন্য কী গেজ ব্যবহার করা হয়?
পিজোমিটার
স্টেটিক
বার্ডন টিউব
কোনোটিই নয়
24523. পিজোমিটার টিউবের নির্ণয় অসুবিধা হলো-
পজিটিভ প্রেসার
গেজ প্রেসার
নেগেটিভ প্রেসার
স্টেটিক প্রেসার
24524. ভেনচুরি ভ্যাকুয়াম বলতে বুঝায় বায়ুর চাপ কম থাকে-
থ্রটে
প্রশস্ত প্রান্তে
নির্গমন প্রান্তে
কোনোটিই নয়
24525. তরল পদার্থের গড় পার্শ্বচাপ পাত্রের তলদেশের চাপের-
অর্ধেক
দ্বিগুণ
সমান
তিনগুণ
24526. প্লবতা হলো তরলের নিমজ্জিত বস্তুর-
বাতাসের নিম্নমুখী চাপ
বস্তু কর্তৃক নিম্নমুখী চাপ
তরল কর্তৃক ঊর্ধ্বমুখী মোট চাপ
উপরের সব কয়টি
24527. বস্তুর ওজন অপেক্ষা প্লবতা বেশি হলে বস্তুটি-
ভাসবে
ডুববে
স্থির থাকবে
গতিপ্রাপ্ত হবে
24528. ভেনাকন্ট্রাক্টাতে জেটের গতিবেগ-
কম
বেশি
মধ্যম
সর্বোচ্চ
24529. ভেনচুরি মিটারের অংশ-
২টি
৪টি
৩টি
৫টি
24530. পিটট টিউবের কাচনলের নিম্নাংশ কত ডিগ্রি বাঁকা?
60°
45°
90°
30°
24531. প্লবতার সূত্র আবিষ্কার করেন-
আর্কিমিডিস
নিউটন
গ্যালিলিও
মার্কোনি
24532. কোনো পাতের চাপের পরিমাণ নির্ভর করে-
অবস্থানের ওপর
গভীরতার ওপর
ক্ষেত্রফলের ওপর
ক্ষেত্রফল ও অবস্থানের ওপর
24533. পানির চাপমান যন্ত্রে পারদ ব্যবহৃত হয় কারণ-
রং কালো হওয়ায় পাঠ সহজ
চাপে সহজে সংকুচিত হয় না
ঘনত্ব বেশি
পানির সাথে মিশে না
24534. অরিফিস হলো একটি ছিদ্র, যা থাকে-
পাত্রের পাশে
পাত্রে নিম্নাংশে
তলদেশে
সব কয়টি
24535. বলের সমতার শর্ত হলো-
বলের স্থায়ী সমতা
অস্থায়ী সমতা
নিরপেক্ষ সমতা
উপরের সব কয়টি
24536. কোনো ডুবানো তলের ওপর চাপের তীব্রতা বৃদ্ধি পায়-
গভীরতার সাথে
দৈর্ঘ্যের সাথে
ওজনের সাথে
ঘনত্বের সাথে
24537. ল্যামিনার প্রবাহে উল্টা স্রোতের ফলে যে গতির সৃষ্টি হয়, তাকে বলে-
আপেক্ষিক ভেলোসিটি
গড় চাপ
গড় বেগ
ক্রিটিক্যাল ভেলোসিটি
24538. বার্নোলির সূত্রের বাস্তব প্রয়োগ-
ম্যানোমিটার
ভেনচুরি মিটার
পিজোমিটার
বার্ডনটিউব গেজ
24539. স্থির তরলে নিমজ্জিত কোনো বস্তুর ওপর মোট ঊর্ধ্বমুখী বল হলো-
CG
ঊর্ধ্ব বল
প্লবতা
কোনোটিই নয়
24540. ভেনচুরি মিটারের সহগের মান-
0.62
0.99
0.97
0.064