Image
MCQ
24681. ব্যবহৃত রিইনফোর্সমেন্টের দৈর্ঘ্য কত মিটারের অধিক হলে ল্যাপ ধরতে হয়?
৫ মিটার
৬ মিটার
১০ মিটার
৮ মিটার
24682. Splayed (স্প্রেড) type Wing wall অ্যাবাটমেন্টের সাথে কত ডিগ্রি কোণে থাকে?
30°
45°
60°
90°
24683. কলামে ব্যবহৃত কংক্রিটে শতকরা কত রঙ ধরা হয়?
১% থেকে ৫%
১% থেকে ২%
১% থেকে ৮%
১% থেকে ৩%
24684. ল্যাপ-এর জন্য দৈর্ঘ্য (Compression)-
২০D
২৪D
৩০D
৮৮D
24685. প্রতি হুকের দৈর্ঘ্য হয়-
১০D
১৫D
১২D
৮D
24686. বিমে ব্যবহৃত কংক্রিটের শতকরা কত রিইনফোর্সমেন্ট ধরা হয়?
১% থেকে ৩%
১% থেকে ২%
১% থেকে ৫%
১% থেকে ৪%
24687. Wing wall-এর পুরুত্ব কত হয়?
২৫ সেমি থেকে ৩০ সেমি
২০ সেমি থেকে ৩৫ সেমি
৩০ সেমি থেকে ৪০ সেমি
৪০ সেমি থেকে ৫০ সেমি
24688. ক্যান্টিলিভার রিটেইনিং ওয়ালের উচ্চতা কত মিটার পর্যন্ত হয়?
৫-৬ মিটার
৬-৮ মিটার
৬-৭ মিটার
৭-৮ মিটার
24689. রিটেইনিং ওয়ালকে কয় ভাগে ভাগ করা যায়?
২ ভাগে
৪ ভাগে
৩ ভাগে
৫ ভাগে
24690. বুনিয়াদে লাইম কংক্রিটের চুনঃ সুরকিঃ খোয়া-
১:৩:৫
১:২:৫
১:২:৬
১:১/২:৩
24691. DPC-এর সাধারণ অনুপাত- [ΒΕΡΖΑ-23]
1:1:2
1:1.5:3
1:2:4
1:1.25:2.5
24692. সড়ক বাঁধের Side Slope সাধারণত দেওয়া হয়- [SB-16]
২:১
১:১
৩:১
৪:১
24693. বুনিয়াদে সিমেন্ট কংক্রিটের সিমেন্ট: বালি: খোয়া-
১:৩:৬ অথবা ১:৪:৮
১:২:৬ অথবা ১:৫:৭
১:৩:৪ অথবা ১:৪:৬
কোনোটিই নয়
24694. Wing wall দৈর্ঘ্য অ্যাবাটমেন্টের উচ্চতার কত গুণ হয়?
১ থেকে ২ গুণ
২ থেকে ৩ গুণ
১.৫ থেকে ২ গুণ
৩ থেকে ৫ গুণ
24695. রিটার্ন টাইপ Wing wall অ্যাবাটমেন্টের সাথে কত ডিগ্রি কোণে থাকে?
120°
100°
90°
45°
24696. মাটি ভরাট মাটি খননের কত অংশ ধরা হয়?
১/৪ অংশ
১/৩ অংশ
১/৬ অংশ
১/৫ অংশ
24697. হুকসহ ল্যাপ Compression-এর জন্য রডের দৈর্ঘ্য হয়-
৪৮ D
৫০ D
৩৬ D
88 D
24698. যে ওয়াল নিজস্ব অবস্থানে স্থির থেকে অথবা অন্য কোনো পদার্থের পার্শ্বচাপ প্রতিরোধ করে, তাকে বলে-
Wing wall
Retaining wall
Curtain wall
কোনোটিই নয়
24699. সাধারণ মাটির অ্যাংগেল অব রিপোজ- [BEPZA-23]
২৫-৩০
৩০-৪২
80-8৫
৪৫-৬০
24700. DPC-তে সিমেন্টে ওজনের শতকরা কত পাডলে ব্যবহার করা হয়?
৫%
১০%
৮%
১২%