MCQ
24741. 'গৃহ' শব্দের সমার্থক নয়-
ধাম
সদন
নীর
নিকেতন
24742. 'অম্বু' শব্দের সমার্থক শব্দ কোনটি?
অবনী
গগন
পানি
জলধি
24743. 'পানি' শব্দের প্রতিশব্দ কোনটি?
পয়ঃ
নলিনী
অপ
বারিধি
24744. 'অম্বু' শব্দের অর্থ-
পানি
আগুন
চাঁদ
নদী
24745. 'কিরণ' এর সমার্থক নয়-
কর
রশ্মি
প্রভা
রবি
24746. 'বীচি' শব্দের সমার্থক শব্দ-
আঁটি
তরঙ্গ
নদী
অঙ্কুর
24747. 'ঊর্মি' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ঋজু
সোজা
অসংহত
ঢেউ
24748. নিচের কোনটি অর্থগত দিক থেকে সাদৃশ্যপূর্ণ নয়?
লোচন
কবরী
চিকুর
অলক
24749. 'কৃপাণ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
তরবারি
দয়া
কিপটে লোক
বার্তা
24750. 'কন্যা' শব্দের সমার্থক কোনটি?
তনয়া
অবলা
সূত
অনুজা
24751. 'ঊর্মির প্রতিশব্দ-
উগ্র
চন্দ্র
তরঙ্গ
সূর্য
24752. 'চাঁদ' এর সমার্থক শব্দ-
রজনীকান্ত
নিশীথিনী
কোমলাকান্ত
ভানু
24753. সমার্থক শব্দগুচ্ছ নির্ণয় করুন-
উর্মি, বীচি, হিল্লোল
অরিক, অদৃষ্ট, কপোল
কজ্জল, অঞ্জল, মালিন্য
পিক, কলকণ্ঠ, পারাবত
24754. কোনটি সমার্থক শব্দগুচ্ছ নয়?
হয়, মাতঙ্গ, তুরঙ্গ,অশ্ব
আয়তন, পরিসর, পরিধি, পরিমাণ
বাঘ, শার্দুল, শের, ব্যাঘ্র
রূপ, আকার, আদল, আকৃতি
24755. 'ঢেউ' এর সমার্থক শব্দ নয়-
বীচি
উর্মি
বারিধি
তরঙ্গ
24756. নিচের কোনটি 'কন্যা' শব্দের সমার্থক?
অবলা
বালা
আত্মজা
ললনা
24757. 'সিতকর' শব্দটির অর্থ কী?
সূর্য
চোর
চন্দ্র
সমুদ্র
24758. 'উদক' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ফলাহার
অন্ন
তণ্ডুল
জল
24759. . 'কিরণ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
আকিঞ্চন
ব্যোম
জীমূত
ময়ূখ
24760. 'কিরণ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
হর্ষ
ঢেউ
ভাগ্য
প্রভা