MCQ
24741. কোন বাক্যে সমধাতুজ কর্ম ব্যবহৃত হয়েছে? (বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার। ২২
এমন সুখের মরণ কে মরতে পারে?
এমন কষ্টের মরণ কেউ কি চায়?
এমন সুখের মরণ কে না চায়?
উপরের কোনটিই নয়
24742. 'ঘণ্টা বেজে উঠল' কোন ধরনের ক্রিয়াপদ? পিটি উন্নয়ন বোর হিসাবরক্ষক। ২২
প্রযোজক ক্রিয়া
নাম ধাতুর ক্রিয়া
যৌগিক ক্রিয়া
মিশ্র ক্রিয়া
24743. 'তোমার নাম কী?'- এখানে 'কী' কোন প্রকারের পদ? বিসিএস 45
প্রশ্নবাচক
বিশেষণ
অব্যয়
সর্বনাম
24744. কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয়? খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী। ২১
যখন-তখন
অধিকন্তু
অথবা
শন শন
24745. কল কল রবে নদী বইছে। এখানে 'কল কল' কোন অব্যয়? প্রাথমিক সহকারী শিক্ষক: ২২
সমুচ্চয়ী
অনুকার
অনন্বয়ী
অনুসর্গ
24746. ঘটনাটা শুনে রাখ- এই বাক্যে 'শুনে রাখ' কোন প্রকার ক্রিয়া? সহকারী জজ। ২২
যৌগিক
সমধাতুজ
দ্বিকর্মক
মিশ্র
24747. ক্রিয়ার প্রথম অংশকে কী বলে? বেসামরিক বিমান চলাচলের প্রতিটিরমেন্ট অফিসার। ২১
শব্দ
ক্রিয়া বিভক্তি
ধাতু
শব্দমূল
24748. কোন বাক্যে অসমান কর্তা আছে? খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী। ২১
সে এলে আমি যাব
সে কেঁদে কেঁদে বলল
বালিকাটি গান করে বলে গেল
সে যেতে যেতে থেমে গেল
24749. পারস্পারিক সর্বনাম কোনটি? বিসিআইসি'র সহকারী প্রশাসনিক অফিসার। ২১
যেমন-তেমন
সকলে
নিজেরা-নিজেরা
নিজে
24750. অব্যয় পদ কত প্রকার? উত্তরা ব্যাংকের আসিস্ট্যান্ট অফিসার। ২১
তিন
ছয়
চার
পাঁচ
24751. কোনটি ব্যতিহারিক সর্বনাম? ইয়া কর্পোরেশনের অফিস সহকারী। ২১
যার-তার
এরা-ওরা
নিজে-নিজে
আমি-তুমি
24752. 'কর' ধাতুর পুরাঘটিত অতীত কালের প্রযোজক ক্রিয়ার উদাহরণ কোনটি? ডিসিআইসি'র সহকারী প্রশাসনিক অফিগার। ২১
করেছিলে
করালাম
করতে
করিয়েছিলাম
24753. "কী করেই না দিন কাটাচ্ছ" বাক্যটিতে 'না' কী অর্থে ব্যবহৃত হয়েছে? (ডেলওয়ের পয়েন্টসম্যান। ২২
বিস্ময় প্রকাশ
আক্ষেপ প্রকাশ
উপহাস প্রকাশ
ব্যঙ্গ প্রকাশ
24754. কোনটি আত্মবাচক সর্বনাম? ক্ষুন্ন কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের হিসাব রক্ষক। ২৩
খোদ
নিজে নিজে
এই
কে
24755. নিচের কোনটি সকর্মক ক্রিয়ার উদাহরণ- বেসামরিক বিমানের নিরাপত্তা অপার্টের। ২১
সে ঘুমায়
রিপা হাসছে
সে লিখছে
সে বই পড়ছে
24756. 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর'- এর মধ্যে 'টাপুর টুপুর' কিরূপ অব্যয়? পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা: ২২
অনন্বয়ী অব্যয়
সংযোজক অব্যয়
পদান্বয়ী অব্যয়
অনুকার অব্যয়
24757. 'ওদিকে আর যাব না'- এ বাক্যে 'আর' শব্দটি ব্যবহৃত হয়েছে-পিএসসি'র জুনিয়র ইন্সট্রাক্টর। ২০
নির্দেশ অর্থে
বিস্ময় প্রকাশে
পুনরাবৃত্তি অর্থে
স্বীকৃতিজ্ঞাপন অর্থে
24758. বিদেশি উৎস থেকে আগত অব্যয় শব্দ হলো- সমন্বিত ৭ ব্যাংকের সিনিয়র অফিসার। ২১
খুব
যদি
আর
আবার
24759. 'বর্ষার রূপ ভারি মনোমুগ্ধকর'- এখানে 'ভারি' শব্দটি কি অর্থে- বেসামরিক বিমান চলাচলের মেডিকেল অফিসার। ২১
বেশী ওজন
খুব
ভারহীন
বেশী
24760. মা শিশুকে খাওয়ান। এটি কোন ক্রিয়া? প্রাণিসম্পদ অধিদপ্তরের কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২৩
সরল ক্রিয়া
মিশ্র ক্রিয়া
নাম ক্রিয়া
প্রযোজক ক্রিয়া