Image
MCQ
24781. 'কুড়ি' শব্দটির ব্যুৎপত্তিগত শব্দ কোনটি?
বিশ
বৃত্ত
কুরি
কোরক
24782. 'কপোল' শব্দের অর্থ কী?
কপাল
ললাট
চিবুক
গণ্ডদেশ
24783. কোন শব্দটি ঘোড়ার সমার্থক?
বিহঙ্গ
ভূজঙ্গ
কুরঙ্গ
তুরঙ্গ
24784. কোনটি প্রতিশব্দ নয়: 'গৃহ'-
বাটী
আগার
নিবিড়
নিকেতন
24785. 'কপোল' এর প্রতিশব্দ কোনটি?
গাল
কপাল
চিবুক
গণ্ডদেশ
24786. 'কেশ' এর সমার্থক শব্দ নয়-
অলক
চুল
ললাট
কুন্তলা
24787. কোনটি সমার্থক শব্দ নয়-
বার্তা
সংবাদ
সন্দেশ
গুজব
24788. 'কোরক' শব্দের সমার্থক শব্দ কোনটি?
কুহক
কুঁড়ি
কড়ি
কৃতকর্ম
24789. কোনটি 'কূল' শব্দের প্রতিশব্দ নয়?
অবধি
তট
কুন্তল
তীর
24790. কোনটি 'ঘর' শব্দের সমার্থক শব্দ নয়?
নিকেতন
বিপণী
আবাস
আলয়
24791. নিচের কোন শব্দটি 'কপাল' এর সমার্থক?
কাপালিক
ললাট
মস্তক
কপোল
24792. 'ঘোটক' শব্দের অর্থ কী?
গতি
ঘোড়া
উপদেশ
ঘটক
24793. . 'গৃহ' এর সমার্থক শব্দ নয়-
ঘর
ঘরোয়া
ভবন
নিবাস
24794. 'ফরমান' শব্দের অর্থ কী?
গহ্বর
খবর
বর্বর
বিবর
24795. কোনটি 'নিকেতন' শব্দের প্রতিশব্দ নয়?।
বাটি
আগার
নিবিড়
গৃহ
24796. 'কুটুম্ব' শব্দের অর্থ কী?
কলরব
আত্মীয়
প্রতিবিম্ব
কালো
24797. 'কলহ' শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
কোন্দল
বিবাদ
কাটরা
ঝগড়া
24798. 'খড়গ' এর সমার্থক শব্দ নয়-
তরবারি
চাকু
কৃপাণ
অসি
24799. 'অশ্ব' শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
বিভা
ঘোটক
তুরঙ্গ
ঘোড়া
24800. কোনটি 'লক্ষ্য' শব্দের প্রতিশব্দ নয়?
জটিল পথ
মনজিল
অভীষ্ট
গন্তব্য