Image
MCQ
25181. জাতিসংঘ নামকরণ করেন-
রুজভেল্ট
স্টালিন
চার্চিল
দ্যা গল
25182. একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চলসমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম-
আইসোপ্লিথ
আইসোহাইট
আইসোহ্যালাইন
আইসোথার্ম
25183. আলোকবর্ষ ব্যবহার করে কী পরিমাপ করা হয়?
দূরত্ব
সময়
ভর
ওজন
25184. কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?
রুয়ান্ডা
সিয়েরা লিওন
সুদান
লাইবেরিয়া
25185. কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য?
সৌদি আরব
মালয়েশিয়া
তুরস্ক
পাকিস্তান
25186. 'বঙ্গবন্ধু দ্বীপ' কোথায় অবস্থিত?
মেঘনা মোহনায়
সুন্দরবনের দক্ষিণে
পদ্মা এবং যমুনার সংযোগস্থলে
টেকনাফের দক্ষিণে
25187. UDMC-এর পূর্ণরূপ হলো:
United Disaster Management Centre
Union Disaster Management Committee
Union Disaster Management Centre
none of the above
25188. প্রোটিন তৈরি হয়-
ফ্যাটি অ্যাসিড দিয়ে
নিউক্লিক অ্যাসিড দিয়ে
অ্যামিনো অ্যাসিড দিয়ে
উপরের কোনোটিই নয়
25189. ২০১৫ সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু হলো:
আপদ ঝুঁকি হ্রাস
জলবায়ু পরিবর্তন হ্রাস
জনসংখ্যা বৃদ্ধি হ্রাস
সমুদ্র পরিবহন ব্যবস্থাপনা
25190. মধ্যম উচ্চতার মেঘ কোনটি?
সিরাস
নিম্বাস
কিউম্যুলাস
স্ট্রেটাস
25191. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা?
সুইডেন
মার্কিন যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্য
জার্মানি
25192. ১০০ ওয়াট-এর একটি বৈদ্যুতিক বাল্ব ১ ঘণ্টা চললে কত শক্তি ব্যয় হয়?
১০০ জুল
৬০ জুল
৬০০০ জুল
৩৬০০০০ জুল
25193. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি?
ময়নামতি
পুণ্ড্রবর্ধন
পাহাড়পুর
সোনারগাঁ
25194. দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস কোনটি?
জানুয়ারি
ফেব্রুয়ারি
ডিসেম্বর
মে
25195. নিচের কোনটি সত্য নয়?
ইরাবতী মিয়ানমারের একটি নদী
গোবি মরুভূমি ভারতে অবস্থিত
থর মরুভূমি ভারতের পশ্চিমাংশে অবস্থিত
সাজেক ভ্যালি বাংলাদেশে অবস্থিত
25196. আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয়?
১৯৪৪ সালে
১৯৪৫ সালে
১৯৪৮ সালে
১৯৪৯ সালে
25197. মার্বেল কোন ধরনের শিলা?
রূপান্তরিত শিলা
আগ্নেয় শিলা
পাললিক শিলা
মিশ্র শিলা
25198. গ্রাফিন (graphene) কার বহুরূপী?
কার্বন
কার্বন ও হাইড্রোজেন
কার্বন ও হাইড্রোজেন
কার্বন ও নাইট্রোজেন
25199. 'বেঙ্গল ফ্যান' ভূমিরূপটি কোথায় অবস্থিত?
মধুপুর গড়ে
বঙ্গোপসাগরে
হাওর অঞ্চলে
টারশিয়ারি পাহাড়ে
25200. হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালী-
ভেইন
আর্টারি
ক্যাপিলারি
নার্ভ