25205. এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী?
ব্যাখ্যা: আরব উপদ্বীপের ইয়েমেন ও হর্ন অব আফ্রিকার জিবুতি ও ইরিত্রিয়ার মাঝে ২০ কিমি প্রন্থের বাবেল মান্দের প্রণালি এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে। আর এ প্রণালি এডেন উপসাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে। অপরদিকে জিব্রাল্টার, বসফরাস ও বেরিং প্রণালি যথাক্রমে ইউরোপ-আফ্রিকা, এশিয়া-ইউরোপ এবং এশিয়া উত্তর আমেরিকাকে পৃথক করেছে।