ব্যাখ্যা: Hints: Accountable + to + sb + for + sth- অর্থ কারো কাছে কোনো কিছুর জন্য দায়ী।
Everyone in this universe is accountable to God for his actions.
25288. The principal made an inquiry --- the case.
ব্যাখ্যা: Hints: Make an inquiry into something অর্থ কোনো কিছু তদন্ত করা। সুতরাং Senior Officer (IT) 2016 শূন্যস্থানে into বসবে। আর প্রদত্ত বাক্যটির অর্থ: অধ্যক্ষ ঘটনাটি তদন্ত করল। উত্তর: ঘ
ব্যাখ্যা: Hints: কারো কাছে ক্ষমা প্রার্থনা করা বোঝাতে apology এর পর to বসে। কোনো কিছুর জন্য বোঝাতে for বসে। সুতরাং এখানে Rudeness-এর জন্য for প্রযোজ্য।
25291. 'সৃষ্টি-প্রলয়' বিপরীতার্থক শব্দজোড়টি তৈরি হয়েছে-
ব্যাখ্যা: Hints: Short of something অর্থ কোনো কিছু ঘাটতি হওয়া, write to some body অর্থ কারো কাছে চিঠি লেখা আর for help অর্থ সাহায্যের জন্য। সুতরাং সঠিক উত্তর of, to, for।
ব্যাখ্যা: Hints: Figure অর্থ সংখ্যা, রাশি, অঙ্ক কিন্তু figure-এর plural হলো figures, যার অর্থ পাটিগণিত। Quick at figures অর্থ পাটিগণিতে চটপটে। সুতরাং শূন্যস্থানে at বসবে।