EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
25621. Identify the word which is spelt incorrectly :
consciencious
perseverance
convalescence
maintenance
ব্যাখ্যা: ভুল বানান বিশিষ্ট শব্দ হলো consciencious। শব্দটির শেষের কে। তে রূপান্তর করলে wordটি সঠিক হবে। Conscientious শব্দটির অর্থ বিবেকবুদ্ধিসম্পন্ন। তাছাড়া perseverance অর্থ অধ্যবসায়, convalescence অর্থ রোগমুক্তির পর স্বাস্থ্যের ক্রমোন্নতি আর maintenance অর্থ রক্ষণাবেক্ষণ।
25622. Identify the word which remains the same in its plural form :
aircraft
intention
mouse
thesis
ব্যাখ্যা: যে শব্দটি plural form এ কোনো রূপ পরিবর্তন করে না সেwordটি হলো aircraft । অপশনের অন্য শব্দগুলোর plural form যথাক্রমে intentions, mice এবংtheses ।
25623. Which word means the opposite of 'dearth'?
lack
abundance
poverty
shortage
ব্যাখ্যা: Dearth (অভাব; আকাল)-এর বিপরীত শব্দ abundance (অতিপ্রাচুর্য)। তাছাড়া option-এর lack (অভাব, ঘাটতি), poverty (দরিদ্রদশা) এবং shortage (ঘাটতি) হলো dearth-এর সমার্থক।
25624. We should have no sympathy----war criminals of 1971.
with
for
at
to
ব্যাখ্যা: Hints: Sympathy for somebody অর্থ কোনো কিছুর জন্য সহানুভূতি বা সমবেদনা। For যোগে বাক্যটির অর্থ: ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের জন্য আমাদের সমবেদনা থাকা উচিত নয়।
25625. Fill in the blank: You may go for a walk if you feel - it.
about
on
like
for
ব্যাখ্যা: মাঝে মাঝে 'like' preposition হিসেবে ব্যবহৃত হয়। Feel like something অর্থ কোনো কিছু করার ঝোঁক থাকা বা কোনো কিছুর প্রত্যাশা করা। Like যোগে বাক্যটির বাংলা : যদি হাঁটার ইচ্ছা হয় তাহলে তুমি হাঁটতে যেতে পার।
25626. Which one of the following words is masculine?
mare
lad
pillow
pony
ব্যাখ্যা: Option গুলোর মধ্যে masculine (পুরুষবাচক) শব্দ হলো lad যার অর্থ বালক; কিশোর; ছোকরা। Option-এর বাকি তিনটি শব্দ mare অর্থ ঘোটকী; মাদি ঘোড়া, pillow অর্থ বালিশ এবং pony অর্থ টাট্টুঘোড়া ।
25627. . 'বায়ান্নর দিনগুলো' রচনায় কোন পার্কের উল্লেখ
রমনা পার্ক
ভিক্টোরিয়া পার্ক
জিন্দাপার্ক
হাইড পার্ক
25628. . Fill in the blank: As she was talking, he suddenly broke -, saying, 'That's a lie!"
off
in
down
into
ব্যাখ্যা: 'Break in'phrasal verb-এর অর্থ কথার মাঝে কথা বলা; চলমান কোনো কিছুতে হস্তক্ষেপ করা। সুতরাং শূন্যস্থানে in বসবে। Break off অর্থ সাময়িকভাবে থামা; বিরতি গ্রহণ, Break down অর্থ ভেঙে পড়া আর Break into অর্থ বলপূর্বক প্রবেশ করা।
25629. অনশন ধর্মঘটে থাকাকালে বঙ্গবন্ধু কয়টি চিঠি লিখেছিলেন?
৫টি
২টি
৪টি
১টি
25630. Someone who is capricious is-
easily irritated
wise and willing to cooperate
exceedingly conceited and arrogant
known for sudden changes in attitude or behaviour
ব্যাখ্যা: যে ব্যক্তি capricious (খেয়ালি; অস্থিরমতি) সে পরিচিত তার আচরণ এবং দৃষ্টিভঙ্গি হঠাৎ পরিবর্তনের জন্য অর্থাৎ শূন্যস্থানের জন্য যথাযথ option হলো known for sudden changes in attitude or behaviour |
25631. The word 'sibling' means
a brother
a sister
a brother or sister
an infant
ব্যাখ্যা: Sibling শব্দটির বাংলা অর্থ একই পিতামাতার সন্তান; ভাই বা বোন। সুতরাং sibling অর্থ a brother or sister.
25632. A man whose wife has died is called a -
widow
widower
spinster
bachelor
ব্যাখ্যা: যে ব্যক্তির স্ত্রী মারা গেছে তাকে বলে widower (বিপত্নীক)। তাছাড়া widow অর্থ বিধবা, spinster অর্থ অবিবাহিতা মহিলা এবংbachelor অর্থ অবিবাহিত পুরুষ।
25633. Identify the determiner in the following sentence: 'I have no news for you.'
have
news
no
for
ব্যাখ্যা: Determiner হলো সে সকল word যা noun-এর পূর্বে বসে nounটি নির্দিষ্ট না সাধারণ তা নির্দেশ করে। প্রদত্ত বাক্যে noun-এর পূর্বে ব্যবহৃত no determiner হিসেবে ব্যবহৃত হয়েছে। কয়েকটি determiner-এর উদাহরণ হলো these, those, my, our, much ইত্যাদি।
25634. Which word is similar to 'appal'?
deceive
confuse
dismay
solicit
ব্যাখ্যা: Appal অর্থ আতঙ্কিত করা; মর্মাহত করা এবং dismay অর্থ হতাশ করা; আতঙ্কিত করা। সুতরাং appal আর dismay শব্দ দুটি similar. অন্যদিকে deceive অর্থ প্রতারণা করা, confuse অর্থ গুলিয়ে ফেলা এবং solicit অর্থ সনির্বন্ধ আবেদন করা।
25635. He deals---rice.
with
for
of
in
ব্যাখ্যা: Hints: Deal in something অর্থ কোনো কিছুর ব্যবস্থা করা বা কারবার করা আর deal with somebody অর্থ কারো সাথে মেলামেশা করা/সর্ম্পক রক্ষা করা। সুতরাং শূন্যস্থানে in বসবে।
25636. Medha congratulated me--- my success.
with
for
upon
on
ব্যাখ্যা: Hints: Congratulate somebody on something অর্থ কাউকে কোনো কিছুর জন্য অভিনন্দন জানানো। সুতরাং শূন্যস্থানে on বসবে।
25637. Our examination will start - --Monday next.
in
on
at
for
ব্যাখ্যা: Hints: দিনের নামের পূর্বে Preposition 'on' বসবে। On বসিয়ে বাক্যটির বাংলা আমাদের পরীক্ষা পরবর্তী সোমবারে শুরু হবে।
25638. ফরিদপুর জেলে বসে শেখ মুজিবুর রহমান কাকে কাকে চিঠি লিখেছিলেন?
আব্বা, হাসু, শহীদ সাহেব, ভাসানী সাহেব
আব্বা, হাসু, শহীদ সাহেব, ভাসানী সাহেব
আব্বা, রেণু, ফজলুল হক সাহেব, ভাসানী সাহেব
আব্বা, রেণু, শামসুল হক সাহেব, শহীদ সাহেব
25639. . 'You look terrific in that dress!" The word 'terrific' in the above sentence means-
excellent
funny
very ugly
horrible
ব্যাখ্যা: Terrific শব্দের অর্থ চমৎকার (excellent)। প্রদত্ত বাক্যের অর্থ : ঐ পোশাকে তোমাকে চমৎকার দেখায়! অন্যদিকে funny অর্থ অদ্ভুত, very ugly অর্থ খুব কুৎসিত এবং horrible অর্থ বীভৎস।
25640. He supplies the poor---clothing.
at
on
in
with
ব্যাখ্যা: Hints: Supply somebody with something অর্থ কাউকে কোনো কিছু সরবরাহ করা। সুতরাং শূন্যস্থানে with বসবে।