Image
MCQ
26281. চাপ তরল সংলগ্ন পাত্রের উপর কিভাবে কাজ করে ?
লম্বভাবে
আড়াআড়ি
সমান্তারলে
সবকয়টি
26282. তরল পদার্থেরর গড় পাশ্বচাপ তলদেশের চাপের -
অর্ধেক
সমান
দ্বিগুন
তিনগুন
26283. হাইড্রোলিক প্রেসারের যান্ত্রিক সুবিধা কি?
w/p
p/w
2p/w
2w/p
26284. ডুবন্ত আনুভুমিক তলের উপর মোট চাপ-
wAx
wh
hpg
none of these
26285. তরল পদার্থের প্রেসার হেড----
p/w
w/p
2p/w
2w/p
26286. স্থির তরলের যে কোন বিন্দুকে চাপকে বলে---
গেজ প্রেসার
এ্যাটমোসফেয়ার প্রেসার
ডিফারেনশিয়াল প্রেসার
হাইড্রোস্ট্রাটিক প্রেসার
26287. সমুদ্র পৃষ্ঠে বাতাসের স্বাভাবিক চাপ কত?
72cm
75 cm
76 cm
77 cm
26288. একটি ছয় তলা বিশিষ্ট ভবনের নিচ তলায় পানির পাইপ কি পরিমাণ চাপ বহনে সক্ষম হওয়া প্রয়োজন?
1000 psi
2000 psi
3000 psi
4000 psi
26289. 6m×4m×2m মাপের একটি পাত্রে পানি ভর্তি থাকলে তলদেশে চাপের তীব্রতা কত ?
3000 kg/cm^2
20000 kg/cm^2
2000 kg/m^2
30000 kg/m^2
26290. চাপের তীব্রতা তরল পদার্থের গভীরতার ---
ব্যস্তানুপাতিক
গুনানুপাতিক
সমানুপাতিক
কোনোটি নয়
26291. ২মি ও ৩ মি উচ্চতা বিশিষ্ট একটি ত্রিভুজাকৃতি প্লেটকে পানিতে ডুবানো হইয়াচে যার শীর্ষ বিন্দু পানির তল হতে ১ মি গভীরে থাকে। প্লেটে মোট চাপ কত?
১০০০ কেজি
৯০০ কেজি
৯০০০ কেজি
৯০০০০ কেজি
26292. 6 m লম্বা ও 3m চওড়া একটি আয়তাকার পাত্রের 5m গভীরতা পর্যন্ত পানি আছে, তলদেশে মোট চাপ কত?
1000 Kg
9000 kg
10000 kg
90000 Kg
26293. পানির একমিটার নিচে চাপ কত প্যাসকেলে-
98100 pa
980 pa
98 pa
1 pa
26294. প্রতি একক ক্ষেত্রের উপর যে বল কাজ করে থাকে তাকে কি বলে?
চাপ
চাপের তীব্রতা
লব্ধিবল
(ক+খ) উভয়টি
26295. পরম চাপ বলা হয় বায়ুর চাপ ও গেজ চাপের -
গুনফলকে
যোগফলকে
ভাগফলকে
বিয়োগফলকে
26296. When a vertical wall is subjected to pressures due to liquid on both sides the resultant pressure is the----of the two pressures.
sum
difference
arithmetic mean
geometric mean
26297. the device used to measure the fluid pressure is-
Hydrometer
Calorimeter
Thermometer
Manometer
26298. তরল পদার্থের উপরি পৃষ্ঠে চাপের তীব্রতা------
কম
বেশি
শূন্য
সমান
26299. 45m উঁচু একটি Over head water tank সর্বোচ্চ ১৪ তলা পর্যন্ত পানি উঠাইতে পারে। যার প্ররতি তলার উচ্চতা 3 m। এতে Head loss এর পরিমান Kg/cm^2 এককে কত হবে-
0.1 kg/cm^2
0.2 kg/cm^2
0.3 kg/cm^2
0.5 kg/cm^2
26300. চিত্রে প্রদর্শিত ক্ষেত্রটির মোট চাপ কত?
১০০০ কেজি
৪০০০ কেজি
৯০০০ কেজি
৬০০০০ কেজি