MCQ
26301. কোন প্রকার ক্রান্তি বাঁক রেলওয়েতে ব্যবহৃত হয় না?
স্পাইরাল
ত্রিমাত্রিক অধিবৃত্ত
লেমনিস্কেট
ক্লথয়েড
26302. In an optical square, the angle between the first incident ray and the last reflected ray is- [MES-18, MOCA-19]
60°
90°
120°
150°
26303. ত্রিভুজায়ন সিস্টেমের সর্বপ্রথম নিখুঁতভাবে মাপা হয়-
ভিত্তিরেখা
নিরীক্ষা ভিত্তিরেখা
উত্তর রেখা
অফসেট রেখা
26304. যে ত্রিভুজায়ন স্টেশনে যন্ত্র বসানো হয় সেখানে নির্মাণ করা হয়-
সিগন্যাল
টাওয়ার
স্কাফোল্ড
কোনোটিই নয়
26305. ভিত্তির ব্যর্থতার কারণ-
মাটির অসম বসন
অসম লোড বণ্টন
মাটির অসম প্রকৃতি
অসম গাঁথুনি
26306. 25m শিকলের প্রতি লিঙ্কের দৈর্ঘ্য-
100mm
200mm
250mm
350mm
26307. When the measured length is less than the actual length, the error is known as-(MOCA-19]
positive erroг
negative error
compensating error
none of these
26308. গুরুত্বপূর্ণ ভবনের ক্ষেত্রে সমকোণ মাপতে ব্যবহৃত হয়-
লেভেল
অপটিক্যাল স্কয়ার
থিওডোলাইট
সেক্সট্যান্ট
26309. বিপদগ্রস্ত কাঠামোকে সাময়িকভাবে সাপোর্ট দেয়ার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয় তা-
আন্ডার পিনিং
টিম্বারিং
স্কাফোল্ডিং
শোরিং
26310. খাড়া বাঁক কোনটি?
সরল
যৌগিক
বিপরীত
অবতল
26311. 20 মি শিকলের প্রতি লিঙ্কের দৈর্ঘ্য- [BEPZA-23]
100 মিমি
200 মিমি
300 মিমি
400 মিমি
26312. ত্রিভুজায়নে ত্রিভুজের কোণের সর্বনিম্ন মান-
30°
60°
120°
180°
26313. বাঁকের ব্যাসার্ধ বাঁক বরাবর ক্রমান্বয়ে হ্রাসপ্রাপ্ত হয়-
সরল
যৌগিক
ক্রান্তি বাঁক
বিপরীত
26314. ব্যাপক এলাকা জুড়ে এবং পৃথিবীর বক্রতা হিসাব করে জরিপ করা হয়-
কম্পাস
প্লেন টেবিল
ত্রিভুজায়ন
চেইন
26315. কোন জাতীয় জরিপকার্যে পর্যবেক্ষণ জরিপের গুরুত্ব অপরিসীম?
ত্রিভুজায়ন
কিস্তোয়ার
আলোকচিত্র
প্লেন টেবিল
26316. প্রথম শ্রেণির রেলপথের অনুমোদনযোগ্য ঢাল পরিবর্তনের হার (উত্তল বাঁক)-
0.05%
0.1%
0.2%
0.3%
26317. সেতুর ভিত্তির জন্য মাটি পরীক্ষা করতে ব্যবহৃত হয়-
পারকুশন বোরিং
ওয়াশ বোরিং
কোর ড্রিলিং
টেস্ট সিলিন্ডার
26318. বুনিয়াদের তলের সমতলতা যাচাই করার জন্য ব্যবহৃত হয়-
লেভেল
স্পিরিট লেভেল
কম্পাস
থিওডোলাইট
26319. কংক্রিট ঢালাই-এর উপযুক্ত তাপমাত্রা-
72-98°F
90-120°F
95-130°F
100-150°F
26320. When 1cm on a map represents 10m on the ground, the representative fraction of the scale is-[MOCA-19]
1/10
1/100
1/1000
1/10000