Image
MCQ
26301. ব্যাপক এলাকা জুড়ে এবং পৃথিবীর বক্রতা হিসাব করে জরিপ করা হয়-
কম্পাস
প্লেন টেবিল
ত্রিভুজায়ন
চেইন
26302. যে ত্রিভুজায়ন স্টেশনে যন্ত্র বসানো হয় সেখানে নির্মাণ করা হয়-
সিগন্যাল
টাওয়ার
স্কাফোল্ড
কোনোটিই নয়
26303. প্রথম শ্রেণির রেলপথের অনুমোদনযোগ্য ঢাল পরিবর্তনের হার (উত্তল বাঁক)-
0.05%
0.1%
0.2%
0.3%
26304. সেতুর ভিত্তির জন্য মাটি পরীক্ষা করতে ব্যবহৃত হয়-
পারকুশন বোরিং
ওয়াশ বোরিং
কোর ড্রিলিং
টেস্ট সিলিন্ডার
26305. 20 মি শিকলের প্রতি লিঙ্কের দৈর্ঘ্য- [BEPZA-23]
100 মিমি
200 মিমি
300 মিমি
400 মিমি
26306. In an optical square, the angle between the first incident ray and the last reflected ray is- [MES-18, MOCA-19]
60°
90°
120°
150°
26307. ত্রিভুজায়নে ত্রিভুজের কোণের সর্বনিম্ন মান-
30°
60°
120°
180°
26308. কোন জাতীয় জরিপকার্যে পর্যবেক্ষণ জরিপের গুরুত্ব অপরিসীম?
ত্রিভুজায়ন
কিস্তোয়ার
আলোকচিত্র
প্লেন টেবিল
26309. বুনিয়াদের তলের সমতলতা যাচাই করার জন্য ব্যবহৃত হয়-
লেভেল
স্পিরিট লেভেল
কম্পাস
থিওডোলাইট
26310. গুরুত্বপূর্ণ ভবনের ক্ষেত্রে সমকোণ মাপতে ব্যবহৃত হয়-
লেভেল
অপটিক্যাল স্কয়ার
থিওডোলাইট
সেক্সট্যান্ট
26311. When the measured length is less than the actual length, the error is known as-(MOCA-19]
positive erroг
negative error
compensating error
none of these
26312. বিপদগ্রস্ত কাঠামোকে সাময়িকভাবে সাপোর্ট দেয়ার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয় তা-
আন্ডার পিনিং
টিম্বারিং
স্কাফোল্ডিং
শোরিং
26313. বাঁকের ব্যাসার্ধ বাঁক বরাবর ক্রমান্বয়ে হ্রাসপ্রাপ্ত হয়-
সরল
যৌগিক
ক্রান্তি বাঁক
বিপরীত
26314. কোন প্রকার ক্রান্তি বাঁক রেলওয়েতে ব্যবহৃত হয় না?
স্পাইরাল
ত্রিমাত্রিক অধিবৃত্ত
লেমনিস্কেট
ক্লথয়েড
26315. কংক্রিট ঢালাই-এর উপযুক্ত তাপমাত্রা-
72-98°F
90-120°F
95-130°F
100-150°F
26316. When 1cm on a map represents 10m on the ground, the representative fraction of the scale is-[MOCA-19]
1/10
1/100
1/1000
1/10000
26317. খাড়া বাঁক কোনটি?
সরল
যৌগিক
বিপরীত
অবতল
26318. ত্রিভুজায়ন সিস্টেমের সর্বপ্রথম নিখুঁতভাবে মাপা হয়-
ভিত্তিরেখা
নিরীক্ষা ভিত্তিরেখা
উত্তর রেখা
অফসেট রেখা
26319. 25m শিকলের প্রতি লিঙ্কের দৈর্ঘ্য-
100mm
200mm
250mm
350mm
26320. ভিত্তির ব্যর্থতার কারণ-
মাটির অসম বসন
অসম লোড বণ্টন
মাটির অসম প্রকৃতি
অসম গাঁথুনি