26884. নির্মাণ এলাকা শুষ্ক রাখার জন্য নির্মাণ করা হয়-
                
             
         
        
                    
                            
                    ব্যাখ্যা:  কফার ড্যাম হলো এক ধরনের অস্থায়ী বেষ্টনী, যা নদী, হ্রদ ইত্যাদি এলাকায় নির্মাণ কাজ চলাকালে পানি প্রবেশে বাধা দান করে। নির্মাণ এলাকা শুষ্ক রাখার জন্য নির্মাণ এলাকায় কফার ড্যাম স্থাপন করে পানি নিষ্কাশন করা যায়।