MCQ
26901. Aggregate-এর Bulk density কার উপর নির্ভর করে?
Shape
Grading
Compaction
উপরোক্ত সব
26902. ট্রানজিট থিওডোলাইট কত ডিগ্রি পর্যন্ত কোণ পরিমাপ করতে পারে?[DM-19, BB-201
360°
270°
90°
180°
26903. অত্যধিক তাপমাত্রায় Concrete strength কীভাবে প্রভাবিত হয়?
বৃদ্ধি পায়
হ্রাস পায়
একই থাকে
Concrete composition অনুযায়ী একেক রকম হবে
26904. RCC ঢালাইয়ে ব্যবহৃত Coarse aggregate-এর size সাধারণত কত?
10mm down grade
16mm down grade
20mm down grade
25mm down grade
26905. Concrete-এর Workability কার উপর নির্ভর করে?
Aggregate-cement ratio
Water-Cement rat
Aggregate grading
উপরোক্ত সব
26906. কংক্রিটের কার্যোপযোগিতা নির্ণয় করার পরীক্ষার নাম-
Ductility test
Water absorption test
Slump test
Water permeability test
26907. নিচের কোনটি Coarse aggregate-এর Test?
ACV
LAA
AIV
All of them
26908. কোন ধরনের অ্যাগ্রিগেট উচ্চশক্তি
কোণাকৃতি
গোলাকার
অসম আকৃতি
ফ্লাকি (পাতবিশিষ্ট)
26909. Slump test দ্বারা Concrete-এর কোন property যাচাই করা হয়?
W/C ratio
Durability
Strength
Workability
26910. RCC বিম বা স্ল্যাবের জন্য সর্বোচ্চ Slump কত গ্রহণযোগ্য?
১০ সেমি
১৫ সেমি
২০ সেমি
২৫ সেমি
26911. Fine aggregate-এর সর্বনিম্ন particle size কত?
0.75mm
0.0075mm
0.075mm
1mm
26912. Concrete placing এবং compaction-এর সময় পানি উপরিভাগে উঠে আসলে তাকে কী বলে?
Segregation
Bleeding
Bulking
Creep
26913. ট্রাভার্স বা ঘের কত প্রকার? [BBA-20]
দুই প্রকার de [BBA-20]
তিন প্রকার
চার প্রকার
পাঁচ প্রকার
26914. জরিপ কাজে কন্টুর (Contour) ম্যাপ তৈরিতে কোন যন্ত্রটি অপরিহার্য?(PWD-04, BBA-201 )
ইঞ্জিনিয়ার্স চেইন
লেভেল
থিওডোলাইট
প্লেইন টেবিল
26915. ব্রিক ফুটিং-এ অফসেটের চওড়া ইটের-
দৈর্ঘ্যের ১/৪
প্রন্থের ১/৪
দৈর্ঘ্যের ১/২
প্রন্থের ১/২
কোনোটিই নয়
26916. প্রিস্ট্রেসিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, স্ট্রেসের কমতি হওয়ার কারণ হতে পারে-
কংক্রিট Shrinkage-এর কারণে
কংক্রিট elastic shortening-এর কারণে
কংক্রিট Creep-এর কারণে
সবগুলো
26917. RCC footing-এর নিচে ন্যূনতম ক্লিয়ার কভার রাখতে হয়-
4cm
5cm
6cm
7.5cm
26918. Workability কীভাবে বাড়ানো যায়?
Fly ash যোগ করে
Hydrated lime যোগ করে
CaCl₂ যোগ করে
উপরোক্ত সবভাবেই
26919. Aggregate-কে Flaky কখন বলে?
দৈর্ঘ্য = গড় size
দৈর্ঘ্য = 2 × গড় size
দৈর্ঘ্য = 3 x গড় size
দৈর্ঘ্য = 4 × গড় size
26920. আবাসিক বিল্ডিং-এর Damp proof course (DPC) সাধারণত কোথায় দেয়া হয়?
Plinth level
Ground level
Ceiling
Water table level-এ