ব্যাখ্যা: ব্যাখ্যাঃ যে-কোনো যানবাহন সড়কের বাঁকে যাতে নিরাপদে চলতে পারে সেজন্য বাঁকের বাহির দিক ভেতরের দিক থেকে উঁচু রাখতে হয়। যে কোণে উঁচু রাখতে হয়, তাকে Angle of banking বলে।
ব্যাখ্যা: ব্যাখ্যা: কেইসনঃ ফরাসি শব্দ কেইস হতে কেইসন নামের উৎপত্তি, যার অর্থ সিন্দুক বা বক্স। পানির নিচে যথাস্থানে ভিত্তি স্থাপনের জন্য যে কাঠামো নির্মাণ করা হয়, তাকে কেইসন বলা হয়।
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইটকে পানিতে ভিজানোর কারণ-
(i) ময়লা আবর্জনা দূরীভূত করা।
(ii) ভেজা ইটের সাথে যাতে সহজেই মটরি লেগে না যায়।
(iii) ইট যাতে মসলার পানি শোষণ করতে না পারে।
27269. Efflorescence in cement plaster is due to excess of- [BPSC-22]
ব্যাখ্যা: ব্যাখ্যা: Efflorescence is caused by water soluble salts and other water dispensible materials that come to the surface of concrete, brick and mortars. There are a number of potential causes including. Low temperatures moist conditions.mpeghintmins
27270. In road construction, rolling starts from-(BPSC-22]
ব্যাখ্যা: বালিতে পানির পরিমাণ হ্রাস বৃদ্ধিতে আয়তনের যে পরিবর্তন হয়, তাকে বালির আয়তন স্ফীতি বলে। বালির ওজনের 5% থেকে ৪% পর্যন্ত আর্দ্রতায় বালির আয়তন 25% থেকে 40% পর্যন্ত বৃদ্ধি পায়। তবে ৪% এর অধিক পানি মিশ্রিত করলে বালির আয়তন কমতে থাকে এবং সম্পূর্ণ সম্পৃক্ত অবস্থায় শুষ্ক বালির আয়তনের সমান হয়।
27275. যদি A ও B বিন্দুর Level পার্থক্য 1m হয় এবং তাদের দূরত্ব 50m হয় তাহলে Gradient হবে- [BPSC-20]
ব্যাখ্যা: ব্যাখ্যা: The bridge with 150.12m (492.5 ft) long 41 spans, 6.150 km (3.821 mi) total length and 22.5m (74ft) width. This is the longest bridge in Bangladesh.