ব্যাখ্যা: ব্যাখ্যা: Efflorescence is caused by water soluble salts and other water dispensible materials that come to the surface of concrete, brick and mortars. There are a number of potential causes including. Low temperatures moist conditions.mpeghintmins
27267. পানির নিচে ভিত্তি স্থাপনের জন্য যে কাঠামো পাইলের মতো ব্যবহৃত হয় তা-
ব্যাখ্যা: ব্যাখ্যা: কেইসনঃ ফরাসি শব্দ কেইস হতে কেইসন নামের উৎপত্তি, যার অর্থ সিন্দুক বা বক্স। পানির নিচে যথাস্থানে ভিত্তি স্থাপনের জন্য যে কাঠামো নির্মাণ করা হয়, তাকে কেইসন বলা হয়।
27268. যদি A ও B বিন্দুর Level পার্থক্য 1m হয় এবং তাদের দূরত্ব 50m হয় তাহলে Gradient হবে- [BPSC-20]
ব্যাখ্যা: ব্যাখ্যা: The bridge with 150.12m (492.5 ft) long 41 spans, 6.150 km (3.821 mi) total length and 22.5m (74ft) width. This is the longest bridge in Bangladesh.
ব্যাখ্যা: বালিতে পানির পরিমাণ হ্রাস বৃদ্ধিতে আয়তনের যে পরিবর্তন হয়, তাকে বালির আয়তন স্ফীতি বলে। বালির ওজনের 5% থেকে ৪% পর্যন্ত আর্দ্রতায় বালির আয়তন 25% থেকে 40% পর্যন্ত বৃদ্ধি পায়। তবে ৪% এর অধিক পানি মিশ্রিত করলে বালির আয়তন কমতে থাকে এবং সম্পূর্ণ সম্পৃক্ত অবস্থায় শুষ্ক বালির আয়তনের সমান হয়।
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইটকে পানিতে ভিজানোর কারণ-
(i) ময়লা আবর্জনা দূরীভূত করা।
(ii) ভেজা ইটের সাথে যাতে সহজেই মটরি লেগে না যায়।
(iii) ইট যাতে মসলার পানি শোষণ করতে না পারে।
27278. In road construction, rolling starts from-(BPSC-22]
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ যে-কোনো যানবাহন সড়কের বাঁকে যাতে নিরাপদে চলতে পারে সেজন্য বাঁকের বাহির দিক ভেতরের দিক থেকে উঁচু রাখতে হয়। যে কোণে উঁচু রাখতে হয়, তাকে Angle of banking বলে।
27280. RCC-এর ক্ষেত্রে প্রতি স্তরে কোনটির বেশি পুরুত্বে কংক্রিট স্থাপন করা উচিত নয়?