Image
MCQ
27301. প্রি-টেনশনিং কাজে ব্যবহৃত ওয়্যার-এর ব্যাস-
1-3mm
8-10mm
1.5-8mm
8.5-15mm
27302. প্লিস্থ প্রটেকশনের অভেদ্য স্তরের প্রস্থ সাধারণত হওয়া উচিত,
50-80cm
60-90cm
70-100cm
80-120cm
27303. ৭ দিনে সাধারণ সিমেন্টের চাপে পীড়ন হওয়া উচিত-
200 kg/cm²
210 kg/cm²
220 kg/cm²
225 kg/cm²
27304. ব্রডগেজে কত ফুট লম্বা স্টক রেল ব্যবহার করা হয়? [BGDCL-17, BB-21]
২৪'-০"
৩২'-০"
২৮'-০"
৩৬'-০"
27305. কংক্রিটে অ্যাগ্রিগেট থাকে মোট আয়তনের কত শতাংশ-
50%
65%
75%
70%
27306. California bearing ratio (CBR) Test কী পরীক্ষার কাজে ব্যবহার করা হয়? [BPSC-22]
ভবন
রাস্তা
সেতু
রেললাইন
27307. Coment required for using 45 litre of water with a w/c ration of 0.45 for making concrete is-[BPSC-22]
One bag
Four bag
Two bag
Three bag
27308. For increasing setting time of concrete, what type of admixture is used-(BPSC-22)
Accelator
Air Entraining
Water reducing
Retarder
27309. গোলাকার আকৃতির অ্যাগ্রিগেটের মধ্যে ভয়েড থাকে-
30%
35%
40%
45%
27310. মিক্সচার মেশিনের ঘূর্ণায়মান ড্রামে সমস্ত উপাদান ঢালার পর ঘুরানো হয়-
2min
4mm
5mm
6mm
27311. কোণাকৃতি আকারের অ্যাগ্রিগেটের মধ্যে ভয়েড থাকে-
35%
40%
45%
50%
27312. রাস্তার শীর্ষবিন্দুকে কী বলে? [BGFCL-21]
ক্যাম্বার
কার্ব
ক্রসফল
ক্রাউন
কোনোটিই নয়
27313. ২৮ দিনে কংক্রিট মিশ্রণের শক্তি ২৫০ kg/cm² হলে মিশ্রণকে বলে-
M25
M100
M250
M500
27314. IF water required for 1 (one) bag cement is 25 litre for making concrete the w/c ratio is (BPSC-22)
0.45
0.55
0.50
0.40
27315. প্রি-টেনশনিং কাজে ব্যবহৃত স্টিল বার-এর পীড়ন
70 kg/cm²
80 kg/cm²
90 kg/cm²
100 kg/cm²
27316. নাট ও বোল্ট কর্তৃক গঠিত জোড়া হলো- [TTC-21]
টানিং জোড়া
রোলিং জোড়া
স্ফেরিক্যাল জোড়া
ক্রু জোড়া
27317. সিমেন্ট মসলা দ্বারা গাঁথুনির কাজ প্রতিদিন কত উচ্চতার বেশি করা উচিত নয়?
0.5m
1m
1.5m
2m
27318. রাস্তার বাঁকে Cambering কেন প্রদান করা হয়?/BPSC-22]
রাস্তা সংস্কারের জন্য
ফাটল রোধের জন্য
পানি নিষ্কাশনের জন্য
নিরাপদ ও স্বচ্ছন্দে গাড়ি চালানোর জন্য
27319. ভিত্তির প্রধান কাজ-
লোডের তীব্রতা হ্রাস করা
সমতল পৃষ্ঠ প্রদান করা
লোড স্থানান্তরের মাধ্যম হিসেবে কাজ করা
মাটির সরণ প্রতিরোধ করা
27320. প্রি-টেনশনিং কাজে ব্যবহৃত স্টিল ওয়্যার-এর সর্বোচ্চ টান পীড়ন-
140 kg/cm²
150 kg/cm²
160 kg/cm²
180 kg/cm²